পশ্চিমবঙ্গ: সোনার গয়না কিনতে ক্রেতাদের কথা চিন্তা করেই নতুন আইন এনেছে কেন্দ্রীয় সরকার। সোনার গয়নায় এ বার থেকে শুধু হলমার্ক নয়, থাকবে হুইড (HUID) অর্থাত্, হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর (HALLMARK UNIQUE IDENTIFICATION NUMBER)। এই HUID ছাড়া কোনও সোনার গয়না বিক্রি করা যাবে না বলেই জানিয়েছে কেন্দ্র। ফলে মাথায় হাত স্বর্ণ ব্যবসায়ীদের। আগামী, ৩১ অগস্টের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। (প্রতীকি ছবি)