আজও কি বৃষ্টিতে ভিজবে কলকাতা! জানাল হাওয়া অফিস। ফাইল চিত্র।
শুক্রবারও কলকাতা-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ছবি: PTI
গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের চেয়ে ৪২১% বেশি বৃষ্টি হয়েছে কলকাতায়। পশ্চিম মেদিনীপুরে স্বাভাবিকের চেয়ে ১২৬৫% বেশি বৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুরে স্বাভাবিকের চেয়ে ৮৮২% বেশি বৃষ্টি হয়েছে। ছবি: PTI
এই মুহূর্তে নিম্নচাপটি ছত্তীসগঢ় লাগোয়া ওড়িশার দিকে সরে গিয়েছে ঠিকই, তবে নিম্নচাপের শক্তি খুব বেশি ক্ষয় হয়নি।
শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের ইঙ্গিত। ছবি: PTI
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী শনিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেটি ক্রমশ পশ্চিম-উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।