Indian Air Force: ভারতীয় বায়ু সেনার কিছু দুর্দান্ত ছবি, দেখে নিন
TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে
Oct 04, 2021 | 7:43 PM
Indian Air Force, নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ছবি গুলি প্রকাশ করে লেখা হয়েছে, " যখন আপনি জানেন কিভাবে স্মার্ট ও সুন্দর হতে হয় - এটাই বিশ্বের উপায় (When you know how to be Smart and Pretty - Ways of the World,)
1 / 5
ভারতের সশস্ত্র বাহিনী (Indian Armed Force) নিয়ে গর্বিত নয় এমন ভারতীয় খুঁজে পাওয়া খুবই কঠিন। দেশের সশস্ত্র বাহিনীর অন্যতম বায়ু সেনা (Indian Air Force)। আগামী ৮ অক্টোবর বায়ু সেনার ৮৯ তম জন্ম জয়ন্তী। প্রত্যেক বছরের মতো এই দিনটিও আকাশে নানা নজরকাড়া কসরত প্রর্দশনের মাধ্যমে উদযাপন করবে বায়ু সেনা। এই মহড়া গাজিয়াবাদ (Ghaziabad) বায়ুসেনা ঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বায়ুসেনার তরফে বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। ছবি গুলি আগামী ৮ অক্টোবরে মহড়া হিসেবেই জানা গিয়েছে বায়ু সেনা সূত্রে। ছবি-টুইটার
2 / 5
নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ছবি গুলি প্রকাশ করে লেখা হয়েছে, " যখন আপনি জানেন কিভাবে স্মার্ট ও সুন্দর হতে হয় - এটাই বিশ্বের উপায় (When you know how to be Smart and Pretty - Ways of the World,) " এরই সঙ্গে #TheBoyIsElectric এই হ্যাশট্যাগটি ব্যবহার করেছে বায়ু সেনা। ছবি-টুইটার
3 / 5
বায়ু সেনা প্রকাশিত এক প্রেস বিবৃতি থেকে জানা গিয়েছে, আগামী ৮ অক্টোবর বায়ু সেনার এই প্রদর্শনীতে নানা ধরনের বিমান প্রদর্শিত হবে। এএন ৩২ বিমান দিয়ে সকাল ৮ টার সময় এই প্রদর্শনীর সূচনা হবে। এর পর বেশ কিছু ঐতিহ্যবাহী বিমানের পাশাপাশি, অত্যাধুনিক যাত্রীবাহী বিমান ও যুদ্ধ বিমান প্রদর্শিত হবে। ছবি-টুইটার
4 / 5
৮৯ তম বায়ু সেনা দিবসে (Air Force Day) আকাশের প্রদর্শনী হিন্দান এয়ার ফোর্স স্টেশনে (Hindan Air Force station) আয়োজিত হয়েছে। উজিরপুর ব্রিজ, কারওয়ালনগর, আফজালপুর, হিন্দন, শামলি, জিওয়ানা, চণ্ডীনগর, হিন্দন, হাপুর, ফিলকুয়া, গাজিয়াবাদ, হিন্দানে বিমান মাটির অনেক কাছ দিয়ে উড়বে। এমনটাই বায়ু সেনা সূত্রে জানা গিয়েছে। ছবি-টুইটার
5 / 5
বায়ু সেনার তরফে দিল্লি (Delhi),গাজিয়াবাদ সহ আশেপাশের এলাকার অধিবাসীদের কাছে আবেদন করা হয়েছে সেই দিন কোনও উচ্ছিষ্ট খাবার বা ময়লা যেন রাস্তাঘাটে ফেলা না হয়। এই ধরনের খারাপ পাখিদের আকৃষ্ট করে। বিমান ওড়ানোর ক্ষেত্রে পাখিদের বিপদ হিসেবে মনে করা হয়, বায়ু সেনার প্রকাশিত প্রেস বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। ছবি-টুইটার