TV9 Bangla Digital | Edited By: utsha hazra
Aug 07, 2021 | 10:41 AM
সপ্তাহান্তে মিসেস রোশন যোগাসন করতে পছন্দ করেন। সামান্য কিছু স্ট্রেচিং আর কার্ডিও করে থাকেন তিনি।
সুযোগ পাওয়া গেলেই বৃদ্ধ রোশন দম্পতি সুইমিং পুলে পরস্পরের সাথে কিছুটা সময় কাটান।
যোগ ব্যায়ামের অভ্যেস পিঙ্কির বরাবরই। নিজেকে সব সময় ফিট রাখার চেষ্টা তিনি সব সময় করছেন।
বয়স ৫৫ হলেও, উদ্দীপনায় এখনও ২৫-এর তারুণ্য তাঁর। সব সময়ই আত্মবিহল থাকতে পছন্দ করেন পিঙ্কি।
পিঙ্কি এখানে যোগা করছেন ঠিকই, কিন্তু জলের নীচে। তাঁর এই প্রচেষ্টায় তাঁর ছেলে হৃতিকও প্রশংসা করেছেন।