মুন্নার: দক্ষিণ ভারতের কাশ্মীর যদি কোনও স্থানকে বলা হয়ে থাকে, তাহলে এটা হল মুন্নার। পশ্চিমঘাট পর্বতমালার পাঁচ হাজার ফুট উঁচুতে অবস্থিত, সবুজ চা ও মশলার বাগানে ঘেরা এই জায়গা। পশ্চিমঘাট পর্বতমালার মনোরম দৃশ্যে ছুটি কাটানোর জন্য অনেকেই কেরালাকে বেছে নেন। আর এই তালিকায় রয়েছে মুন্নারের নাম। ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত হল আদর্শ সময় এখানে যাওয়ার। তিন রাত্রি চার দিনের জন্য ছুটি কাটিয়ে আসতে পারেন মুন্নারে।
কুর্গ: কুর্গ কর্ণাটকে অবস্থিত। এই হিল স্টেশনটি পর্যটকদের কাছে খুবই বিখ্যাত। এটি চা বাগানের জন্য পরিচিত। প্রকৃতিপ্রেমীদের কাছে যেন স্বর্গ। আপনার ব্যস্ত জীবনের মাঝে কয়েকদিন বিশ্রাম নেওয়ার জন্য এটি একটি দুর্দান্ত জায়গা। এছাড়াও, আপনি কুর্গে ট্রেকিং, রক ক্লাইম্বিং এবং অন্যান্য অনেক অ্যাডভেঞ্চার কার্যকলাপ উপভোগ করতে পারেন। কুর্গ ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে এপ্রিল।
উটি: তামিলনাড়ুতে অবস্থিত, উটি বছরের পর বছর ধরে দক্ষিণ ভারতের পর্যটকদের কাছে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। এখানে আপনি বোটানিক্যাল গার্ডেন, টোডা হাট, টয় ট্রেন রাইড ইত্যাদি উপভোগ করতে পারবেন। সবচেয়ে ভাল বিষয় হল এই জায়গাটি দেখার জন্য কোনও নির্দিষ্ট সময় নেই কারণ এটি সারা বছরই খুব সুন্দর থাকে।
গাভী: আপনি যদি কখনও এমন কোনও পাহাড়ি স্টেশনে যেতে চান যা আপনাকে অন্যদের থেকে আলাদা অনুভব প্রদান করে, তবে আপনাকে অবশ্যই কেরালায় অবস্থিত গাভীতে যেতে হবে। এখানে আপনার কাছে হাইকিং, ট্রেকিং, ক্যাম্পিং ইত্যাদি থেকে বেছে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি থাকবে। এ ছাড়া গাভী যাওয়ার পথে মশলার বাগান পরিদর্শন করতে পারেন। গাভি দেখার সেরা সময় হল জুলাই এবং সেপ্টেম্বর মাসের মধ্যে।
কোড়াইকানাল: কোডাইকানাল তামিলনাড়ুতে অবস্থিত। এটি দক্ষিণ ভারতের শীতলতম হিল স্টেশন হিসাবে বিবেচিত হয়। আর এর সৌন্দর্যের জন্য একে প্রিন্সেস অফ হিলস বলা হয়। এখানে ভিড় কম। একটি লেককে ঘিরে জনবসতি গড়ে উঠেছে। এখানে পাইন ফরেস্ট, ককার ওয়াকের মত জায়গায় থেকে পশ্চিমঘাট পর্বতমালা সৌন্দর্য অন্বেষণ করতে পারবেন। এছাড়া আপনি কোড়াই লেকে বোটিং এবং লেক রোডে বোটিং করতে পারবেন।