Hosapete Rail Station: হাম্পি মন্দিরের আদলে নির্মিত হোসাপেট রেলস্টেশনের উদ্বোধন হবে নমো-র হাতে, দেখুন ছবি

ভিআইপি লাউঞ্জ, ফুড কোর্ট থেকে যাত্রীদের জন্য সবরকম সুবিধার ব্যবস্থা করা হয়েছে অত্যাধুনিক মানে উন্নীত হোসাপেট স্টেশনে।

| Edited By: | Updated on: Mar 11, 2023 | 6:57 PM
কর্নাটকের হোসাপেট রেলস্টেশনের মান উন্নীতকরণের কাজ অবশেষে সম্পন্ন। দেখুন স্টেশনের নতুন ছবি।

কর্নাটকের হোসাপেট রেলস্টেশনের মান উন্নীতকরণের কাজ অবশেষে সম্পন্ন। দেখুন স্টেশনের নতুন ছবি।

1 / 8
ভিআইপি লাউঞ্জ, ফুড কোর্ট থেকে সবরকম সুবিধা রয়েছে অত্যাধুনিক মানে উন্নীত হোসাপেট স্টেশনে। এটির উদ্বোধন এখন কেবল সময়ের অপেক্ষা।

ভিআইপি লাউঞ্জ, ফুড কোর্ট থেকে সবরকম সুবিধা রয়েছে অত্যাধুনিক মানে উন্নীত হোসাপেট স্টেশনে। এটির উদ্বোধন এখন কেবল সময়ের অপেক্ষা।

2 / 8
রবিবার, ১১ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোসাপেট স্টেশনের উদ্বোধন করবেন। অত্যাধুনিক মানের এই স্টেশনটি দেশবাসীকে উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রবিবার, ১১ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোসাপেট স্টেশনের উদ্বোধন করবেন। অত্যাধুনিক মানের এই স্টেশনটি দেশবাসীকে উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

3 / 8
দক্ষিণ-মধ্য রেলওয়ের জংশন স্টেশন হল হোসাপেট। এই স্টেশনের সঙ্গে হুবালি ও টিনাইঘাট স্টেশনের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে।

দক্ষিণ-মধ্য রেলওয়ের জংশন স্টেশন হল হোসাপেট। এই স্টেশনের সঙ্গে হুবালি ও টিনাইঘাট স্টেশনের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে।

4 / 8
হোসাপেট রেলস্টেশন

হোসাপেট রেলস্টেশন

5 / 8
 হোসাপেট স্টেশনটির উন্নীতকরণে মোট খরচ হয়েছে ১২ কোটি টাকা।

হোসাপেট স্টেশনটির উন্নীতকরণে মোট খরচ হয়েছে ১২ কোটি টাকা।

6 / 8
হোসাপেট স্টেশনের উন্নীতকরণের ফলে কর্নাটকের বাসিন্দা সহ দক্ষিণ-মধ্য রেলওয়ের যাত্রীদের বিশেষ সুবিধা হবে।

হোসাপেট স্টেশনের উন্নীতকরণের ফলে কর্নাটকের বাসিন্দা সহ দক্ষিণ-মধ্য রেলওয়ের যাত্রীদের বিশেষ সুবিধা হবে।

7 / 8
সামনেই কর্নাটকে বিধানসভা ভোট। তার আগে হোসাপেট স্টেশনট অত্যাধুনিক করে গড়ে তোলা এবং প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

সামনেই কর্নাটকে বিধানসভা ভোট। তার আগে হোসাপেট স্টেশনট অত্যাধুনিক করে গড়ে তোলা এবং প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।

8 / 8
Follow Us: