Bangla News » Photo gallery » PM Narendra Modi will dedicate to the nation the redeveloped Hosapete Railway Station of Karnataka
Hosapete Rail Station: হাম্পি মন্দিরের আদলে নির্মিত হোসাপেট রেলস্টেশনের উদ্বোধন হবে নমো-র হাতে, দেখুন ছবি
TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee
Updated on: Mar 11, 2023 | 6:57 PM
ভিআইপি লাউঞ্জ, ফুড কোর্ট থেকে যাত্রীদের জন্য সবরকম সুবিধার ব্যবস্থা করা হয়েছে অত্যাধুনিক মানে উন্নীত হোসাপেট স্টেশনে।
Mar 11, 2023 | 6:57 PM
কর্নাটকের হোসাপেট রেলস্টেশনের মান উন্নীতকরণের কাজ অবশেষে সম্পন্ন। দেখুন স্টেশনের নতুন ছবি।
1 / 8
ভিআইপি লাউঞ্জ, ফুড কোর্ট থেকে সবরকম সুবিধা রয়েছে অত্যাধুনিক মানে উন্নীত হোসাপেট স্টেশনে। এটির উদ্বোধন এখন কেবল সময়ের অপেক্ষা।
2 / 8
রবিবার, ১১ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোসাপেট স্টেশনের উদ্বোধন করবেন। অত্যাধুনিক মানের এই স্টেশনটি দেশবাসীকে উৎসর্গ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
3 / 8
দক্ষিণ-মধ্য রেলওয়ের জংশন স্টেশন হল হোসাপেট। এই স্টেশনের সঙ্গে হুবালি ও টিনাইঘাট স্টেশনের মধ্যে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে।
4 / 8
হোসাপেট রেলস্টেশন
5 / 8
হোসাপেট স্টেশনটির উন্নীতকরণে মোট খরচ হয়েছে ১২ কোটি টাকা।
6 / 8
হোসাপেট স্টেশনের উন্নীতকরণের ফলে কর্নাটকের বাসিন্দা সহ দক্ষিণ-মধ্য রেলওয়ের যাত্রীদের বিশেষ সুবিধা হবে।
7 / 8
সামনেই কর্নাটকে বিধানসভা ভোট। তার আগে হোসাপেট স্টেশনট অত্যাধুনিক করে গড়ে তোলা এবং প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে।