Propose Day 2022: মনের কথা মন খুলে বলার জন্য বিশ্বের কোন ডেস্টিনেশনটি সেরা? দেখুন ছবিতে

TV9 Bangla Digital | Edited By: megha

Feb 08, 2022 | 12:59 PM

শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইনস উইক। যদিও শহরে এখনও বসন্ত আসেনি। তবুও বাতাসে বইছে প্রেমের গন্ধ। এটাই তো সময় আপনার মনের কথা মন খুলে বলার। যদি এর মধ্যে আপনি ওয়ার্ল্ড ট্যুরের কথা প্ল্যান করেন, তাহলে এমন কোনও রোম্যান্টিক ডেস্টিনেশন বেছে নিন, যেখানে আপনি কিছুটা সময় আপনার সঙ্গীর সঙ্গে একান্তে কাটাতে পারবেন।

1 / 6
প্যারিস- প্রেমের শহর প্যারিস। এই শহরে গেলেই মনে হবে 'লাভ ইজ ইন দ্য এয়ার'। এই শহরের বসন্তে আপনি সঙ্গীর সঙ্গে কিছুটা মুহূর্ত একান্তে কাটাতে পারেন।

প্যারিস- প্রেমের শহর প্যারিস। এই শহরে গেলেই মনে হবে 'লাভ ইজ ইন দ্য এয়ার'। এই শহরের বসন্তে আপনি সঙ্গীর সঙ্গে কিছুটা মুহূর্ত একান্তে কাটাতে পারেন।

2 / 6
বুদাপেস্ট- বুদাপেস্টের সৌন্দর্য সম্পর্কে যত বলা হবে তা খুব কমই হবে। এই জায়গাটি শুরু থেকেই তার সৌন্দর্যের জন্য পরিচিত। সঙ্গীর সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটানোর জন্য এই জায়গাটি খুবই সুন্দর। বুদাপেস্টে আপনার সঙ্গীকে প্রস্তাব দেওয়ার পরে, এই শহরের সন্ধ্যায় একটা ক্যান্ডেল লাইট ডিনারও উপভোগ করতে পারেন।

বুদাপেস্ট- বুদাপেস্টের সৌন্দর্য সম্পর্কে যত বলা হবে তা খুব কমই হবে। এই জায়গাটি শুরু থেকেই তার সৌন্দর্যের জন্য পরিচিত। সঙ্গীর সঙ্গে রোমান্টিক মুহূর্ত কাটানোর জন্য এই জায়গাটি খুবই সুন্দর। বুদাপেস্টে আপনার সঙ্গীকে প্রস্তাব দেওয়ার পরে, এই শহরের সন্ধ্যায় একটা ক্যান্ডেল লাইট ডিনারও উপভোগ করতে পারেন।

3 / 6
ফ্লোরেন্স‌- রোমান্টিক গন্তব্যগুলির মধ্যে একটি হল ইতালির ফ্লোরেন্স শহর। যেখানে ইতিহাস এবং স্থাপত্য তার নিজস্ব একটি গল্প বলে। ফ্লোরেন্সের মত শহর সঙ্গীকে মনের কথা বলতে পারেন আপনিও।

ফ্লোরেন্স‌- রোমান্টিক গন্তব্যগুলির মধ্যে একটি হল ইতালির ফ্লোরেন্স শহর। যেখানে ইতিহাস এবং স্থাপত্য তার নিজস্ব একটি গল্প বলে। ফ্লোরেন্সের মত শহর সঙ্গীকে মনের কথা বলতে পারেন আপনিও।

4 / 6
থাইল্যান্ড- সস্তা এবং সুন্দর দেশগুলোর মধ্যে যার নাম সবার আগে আসে তা হল থাইল্যান্ড। থাইল্যান্ডকে দম্পতি জন্য সেরা জায়গা। সঙ্গীর সঙ্গে হৃদয়ের কথা বলার জন্য এখানে অনেক জায়গা রয়েছে। মাউন্টেন রিট্রিটস, সমুদ্র সৈকত, ফান সিটি লাইফ, অ্যানিমেল সেঞ্চুরির মতো জায়গায় ঘুরে দিনটিকে আরও বিশেষ করে তুলতে পারেন এখানে।

থাইল্যান্ড- সস্তা এবং সুন্দর দেশগুলোর মধ্যে যার নাম সবার আগে আসে তা হল থাইল্যান্ড। থাইল্যান্ডকে দম্পতি জন্য সেরা জায়গা। সঙ্গীর সঙ্গে হৃদয়ের কথা বলার জন্য এখানে অনেক জায়গা রয়েছে। মাউন্টেন রিট্রিটস, সমুদ্র সৈকত, ফান সিটি লাইফ, অ্যানিমেল সেঞ্চুরির মতো জায়গায় ঘুরে দিনটিকে আরও বিশেষ করে তুলতে পারেন এখানে।

5 / 6
মলদ্বীপ- স্বল্প বাজেটে সৌন্দর্যে হারিয়ে যাওয়ার জায়গা হল মলদ্বীপ। এখানে বিশ্বের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত আছে। মলদ্বীপ আজকাল দম্পতিদের প্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। নিরিবিলিতে নীল সমুদ্রের সামনে সময় কাটানোর এই সুযোগ কে মিস করতে চায় বলুন!

মলদ্বীপ- স্বল্প বাজেটে সৌন্দর্যে হারিয়ে যাওয়ার জায়গা হল মলদ্বীপ। এখানে বিশ্বের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত আছে। মলদ্বীপ আজকাল দম্পতিদের প্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। নিরিবিলিতে নীল সমুদ্রের সামনে সময় কাটানোর এই সুযোগ কে মিস করতে চায় বলুন!

6 / 6
ইন্দোনেশিয়া- ইন্দোনেশিয়ায় অবস্থিত বালিকে বিশ্বের সবচেয়ে সুন্দর রোমান্টিক গন্তব্য হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর শত শত দম্পতি রোমান্টিক মুহূর্ত কাটাতে এখানে আসেন। সমুদ্র সৈকত ছাড়াও এখানে আরও অনেক পর্যটন কেন্দ্র রয়েছে।

ইন্দোনেশিয়া- ইন্দোনেশিয়ায় অবস্থিত বালিকে বিশ্বের সবচেয়ে সুন্দর রোমান্টিক গন্তব্য হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর শত শত দম্পতি রোমান্টিক মুহূর্ত কাটাতে এখানে আসেন। সমুদ্র সৈকত ছাড়াও এখানে আরও অনেক পর্যটন কেন্দ্র রয়েছে।

Next Photo Gallery