UEFA Champions League: রিয়ালের জয়, মেসির গোলেও পয়েন্ট নষ্ট পিএসজির

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ঘরের মাঠে শাখতার ডোনেৎস্ককে ২-১ হারাল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে লিওনেল মেসির গোলে বেনফিকার বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ অবধি পয়েন্ট নষ্ট করে মাঠ ছাড়ে পিএসজি।

| Edited By: | Updated on: Oct 07, 2022 | 1:41 PM
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ঘরের মাঠে শাখতার ডোনেৎস্ককে (Shakhtar Donetsk) ২-১ হারাল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। অন্যদিকে লিওনেল মেসির গোলে বেনফিকার বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ অবধি পয়েন্ট নষ্ট করে মাঠ ছাড়ে পিএসজি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ঘরের মাঠে শাখতার ডোনেৎস্ককে (Shakhtar Donetsk) ২-১ হারাল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। অন্যদিকে লিওনেল মেসির গোলে বেনফিকার বিরুদ্ধে এগিয়ে থেকেও শেষ অবধি পয়েন্ট নষ্ট করে মাঠ ছাড়ে পিএসজি।

1 / 6
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-এইচের ম্যাচে, বেনফিকার বিরুদ্ধে ২২ মিনিটের মাথায় নেইমারের পাস থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। লিওর বাঁ পায়ের সেই বাঁকানো শটের সাক্ষী রইল ফুটবলপ্রেমীরা। চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে ৪০টি আলাদা দলের বিরুদ্ধে গোলের রেকর্ড গড়লেন মেসি।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ-এইচের ম্যাচে, বেনফিকার বিরুদ্ধে ২২ মিনিটের মাথায় নেইমারের পাস থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। লিওর বাঁ পায়ের সেই বাঁকানো শটের সাক্ষী রইল ফুটবলপ্রেমীরা। চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে ৪০টি আলাদা দলের বিরুদ্ধে গোলের রেকর্ড গড়লেন মেসি।

2 / 6
 দানিলো পেরেইরাকে ৪১ মিনিটে বেনফিকার এনজো ফার্নান্ডেজের সুইং করা ক্রস ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন। যার ফলে শেষ অবধি পয়েন্ট নষ্ট করে মাঠ ছাড়ে পিএসজি।

দানিলো পেরেইরাকে ৪১ মিনিটে বেনফিকার এনজো ফার্নান্ডেজের সুইং করা ক্রস ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন। যার ফলে শেষ অবধি পয়েন্ট নষ্ট করে মাঠ ছাড়ে পিএসজি।

3 / 6
অন্যদিকে গ্রুপ-এফ এর ম্যাচে শাখতার ডোনেৎস্ককে ২-১ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৩ মিনিটের মাথায় রিয়ালের হয়ে প্রথম গোল রদ্রিগোর (Rodrygo)।

অন্যদিকে গ্রুপ-এফ এর ম্যাচে শাখতার ডোনেৎস্ককে ২-১ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৩ মিনিটের মাথায় রিয়ালের হয়ে প্রথম গোল রদ্রিগোর (Rodrygo)।

4 / 6
এরপর ২৮ মিনিটের মাথায় রদ্রিগোর পাস থেকে গোল করে রিয়ালকে আরও এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr)।

এরপর ২৮ মিনিটের মাথায় রদ্রিগোর পাস থেকে গোল করে রিয়ালকে আরও এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr)।

5 / 6
প্রথমার্ধেই ১ গোল শোধ করে শাখতার ডোনেৎস্ক। ৩৯ মিনিটের মাথায় গোল করেন অলেক্সান্ডার জুবকভ (Oleksandr Zubkov)। পুরো ম্যাচ জুড়ে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছেন রিয়ালের ফুটবলাররা। তা সত্ত্বেও শেষ অবধি ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছেন করিম বেঞ্জেমারা।

প্রথমার্ধেই ১ গোল শোধ করে শাখতার ডোনেৎস্ক। ৩৯ মিনিটের মাথায় গোল করেন অলেক্সান্ডার জুবকভ (Oleksandr Zubkov)। পুরো ম্যাচ জুড়ে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছেন রিয়ালের ফুটবলাররা। তা সত্ত্বেও শেষ অবধি ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছেন করিম বেঞ্জেমারা।

6 / 6
Follow Us: