Bangla News » Photo gallery » Psychic lion predicts winner of England vs France quarter final clash in FIFA World Cup 2022
FIFA World Cup 2022: শেষ চারে যাবে থ্রি লায়ন্স নাকি ফ্রান্স? জানুন সিংহের ভবিষ্যদ্বাণী
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Dec 09, 2022 | 11:54 AM
১১ ডিসেম্বর, রবিবার কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাজিমাত করবে ইংল্যান্ড নাকি ফ্রান্স? ভবিষ্যদ্বাণী করল এক সিংহ। এই সিংহের ভবিষ্যদ্বাণী মিলেছে প্রায় ৯০ শতাংশ। প্রত্যেক ফুটবল বিশ্বকাপেই ভবিষ্যদ্বাণীর জন্য কিছু প্রাণী শিরোনামে চলে আসে। এ বারও আছে তেমনই এক প্রাণী। বাজপাখি নেয়ার। এ বারের বিশ্বকাপের শেষ চারে যাবে থ্রি লায়ন্স নাকি ফ্রান্স? কাকে বাছল ওই সিংহ?
Dec 09, 2022 | 11:54 AM
১১ ডিসেম্বর, রবিবার কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) কোয়ার্টার ফাইনালে বাজিমাত করবে ইংল্যান্ড (England) নাকি ফ্রান্স (France)? ভবিষ্যদ্বাণী করল এক সিংহ (Lion)। অতীতে এই সিংহের ভবিষ্যদ্বাণী মিলেছে প্রায় ৯০ শতাংশ।
1 / 5
প্রত্যেক ফুটবল বিশ্বকাপেই ভবিষ্যদ্বাণীর জন্য কিছু প্রাণী শিরোনামে চলে আসে। এ বারও আছে তেমনই এক প্রাণী। বাজপাখি নেয়ার। কাতার বিশ্বকাপে নোয়ারের ভবিষ্যদ্বাণী মিলেছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। কাতার বনাম ইকুয়েডরের মধ্যে সে বেছেছিল ইকুয়েডরকে। আয়োজক কাতারকে প্রথম ম্যাচেই হারিয়েছিল ইকুয়েডর। এ বার দেখার এ বারের বিশ্বকাপের শেষ চারে যাবে থ্রি লায়ন্স নাকি ফ্রান্স? জানেন কাকে বাছল ওই সিংহ?
2 / 5
চিড়িয়াখানার মধ্যে একটি দড়ি দিয়ে ফ্রান্স ও ইংল্যান্ডের পতাকা দু'টি টাঙিয়ে দেওয়া হয়েছিল। তার সঙ্গে দেওয়া ছিল দু'টি চিকেন ড্রামস্টিক। ধীরে ধীরে চোয়াও বয় (ওই সিংহটির নাম) পতাকা দু'টির সামনে গিয়ে দাঁড়ায়। এরপর সে ফ্রান্সের পতাকাটির দিকে লাফ দেয়। যার ফলে সকলেই ধরে নেওয়া শুরু করেছে থ্রি লায়ন্স বনাম ফ্রান্স ম্যাচের বিজেতা হবে ফ্রান্স।
3 / 5
ফুটবল ম্যাচের বিজয়ী বাছাই করার ক্ষেত্রে থাইল্যান্ডের খোন খায়েনের চিড়িয়াখানার এই সিংহের ভবিষ্যদ্বাণী একাধিকবার মিলেছে। সেই সিংহই রবিবার ফ্রান্সের সঙ্গে ইংল্যান্ডের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে কে জিতবে তা জানিয়েছে। ওই চিড়িয়াখানার দেখভালের দায়িত্বে থাকা কর্মীদের মতে, এই সিংহের করা ভবিষ্যদ্বাণী মিলেছে প্রায় ৯০ শতাংশ।
4 / 5
ওই চিড়িয়াখানার দায়িত্বে থাকা প্রধান কর্তা নরংউইত চোদচয় জানান, এই সিংহের চ্যাম্পিয়ন বাছাইয়ের ক্ষেত্রে সাফল্যের হার অসাধারণ। এই থাই সিংহটি সম্প্রতি হল্যান্ডের জায়গায় আর্জেন্টিনাকে বেছে নিয়েছিল। ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচের জন্য বিজেতা হিসেবে বেছে নিয়েছে ব্রাজিলকে। এবং তার ভবিষ্যদ্বাণী দেখতে হলে, পর্তুগালকে নাকি টুর্নামেন্ট থেকে বিদায় করবে মরক্কো। এ বার দেখার এই সিংহের কোয়ার্টার ফাইনালের জন্য করা ভবিষ্যদ্বাণী কতটা মেলে।