PV Sindhu: বিশ্বচ্যাম্পিয়নশিপে নামতে না পারায় দুঃখপ্রকাশ সিন্ধুর

সদ্য বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে সোনা নিয়ে দেশে ফিরেছেন পিভি সিন্ধু। কিন্তু মন ভালো নেই ভারতের তারকা শাটলারের। আর তাঁর মন ভালো থাকবেই বা কী করে! চোটের কারণে আসন্ন বিশ্বচ্যাম্পিয়নশিপে যে তাঁর নামা হচ্ছে না। তার জন্যই কষ্ট পাচ্ছেন সিন্ধু।

| Edited By: | Updated on: Aug 15, 2022 | 7:30 AM
সদ্য বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে সোনা নিয়ে দেশে ফিরেছেন পিভি সিন্ধু (PV Sindhu)। কিন্তু মন ভালো নেই ভারতের তারকা শাটলারের। আর তাঁর মন ভালো থাকবেই বা কী করে! চোটের কারণে আসন্ন বিশ্বচ্যাম্পিয়নশিপে যে তাঁর নামা হচ্ছে না। তার জন্যই কষ্ট পাচ্ছেন সিন্ধু। (ছবি-পিভি সিন্ধু টুইটার)

সদ্য বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে সোনা নিয়ে দেশে ফিরেছেন পিভি সিন্ধু (PV Sindhu)। কিন্তু মন ভালো নেই ভারতের তারকা শাটলারের। আর তাঁর মন ভালো থাকবেই বা কী করে! চোটের কারণে আসন্ন বিশ্বচ্যাম্পিয়নশিপে যে তাঁর নামা হচ্ছে না। তার জন্যই কষ্ট পাচ্ছেন সিন্ধু। (ছবি-পিভি সিন্ধু টুইটার)

1 / 5
দু'বারের অলিম্পিকজয়ী পিভি সিন্ধু টুইটারে নিজের চোটের কথা জানিয়ে লেখেন, "কমনওয়েলথ গেমসে দেশের হয়ে সোনা জয়ের পর আমার আত্মবিশ্বাস তুঙ্গে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে চোটের জন্য শেষ পর্যন্ত আসন্ন ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে নিজেকে সরিয়ে নিতে হল।" (ছবি-পিভি সিন্ধু টুইটার)

দু'বারের অলিম্পিকজয়ী পিভি সিন্ধু টুইটারে নিজের চোটের কথা জানিয়ে লেখেন, "কমনওয়েলথ গেমসে দেশের হয়ে সোনা জয়ের পর আমার আত্মবিশ্বাস তুঙ্গে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে চোটের জন্য শেষ পর্যন্ত আসন্ন ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে নিজেকে সরিয়ে নিতে হল।" (ছবি-পিভি সিন্ধু টুইটার)

2 / 5
কমনওয়েলথের কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন সিন্ধু। চোট এতটাই গভীর ছিল যে ক্ষত বেড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। তবুও সিন্ধু তাঁর কোচ, ফিটনেস ট্রেনার, ফিজিও-র সাহায্যে ফাইনাল খেলতে কোর্টে নেমেছিলাম। এবং চোট নিয়েই খেলে সোনা জেতেন। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর আর থাকতে পারেননি তিনি। স্টেডিয়াম থেকে সোজা ডাক্তারের কাছে চলে যান। এমনটাই জানান সিন্ধু। (ছবি-পিভি সিন্ধু টুইটার)

কমনওয়েলথের কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলার সময় চোট পেয়েছিলেন সিন্ধু। চোট এতটাই গভীর ছিল যে ক্ষত বেড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। তবুও সিন্ধু তাঁর কোচ, ফিটনেস ট্রেনার, ফিজিও-র সাহায্যে ফাইনাল খেলতে কোর্টে নেমেছিলাম। এবং চোট নিয়েই খেলে সোনা জেতেন। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর আর থাকতে পারেননি তিনি। স্টেডিয়াম থেকে সোজা ডাক্তারের কাছে চলে যান। এমনটাই জানান সিন্ধু। (ছবি-পিভি সিন্ধু টুইটার)

3 / 5
হায়দরাবাদে ফিরে আসার পর তাঁকে তাঁর চিকিৎসক বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়। যার ফলে তিনি আসন্ন বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। (ছবি-পিভি সিন্ধু টুইটার)

হায়দরাবাদে ফিরে আসার পর তাঁকে তাঁর চিকিৎসক বিশ্রাম নেওয়ার পরামর্শ দেয়। যার ফলে তিনি আসন্ন বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। (ছবি-পিভি সিন্ধু টুইটার)

4 / 5
বার্মিংহ্যামে সোনা জেতা ছাড়া, চলতি বছরে সিন্ধুর সৈয়দ মোদী আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং সুইস ওপেন- এই দুটো সুপার ৩০০ টুর্নামেন্ট জেতেন। পাশাপাশি  সিঙ্গাপুর ওপেনও এই প্রথম বার জিতেছেন সিন্ধু। এ বার সুস্থ হয়ে কোর্টে ফেরার অপেক্ষায় হায়দরাবাদী শাটলারের দিন গোনার পালা।(ছবি-পিভি সিন্ধু টুইটার)

বার্মিংহ্যামে সোনা জেতা ছাড়া, চলতি বছরে সিন্ধুর সৈয়দ মোদী আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং সুইস ওপেন- এই দুটো সুপার ৩০০ টুর্নামেন্ট জেতেন। পাশাপাশি সিঙ্গাপুর ওপেনও এই প্রথম বার জিতেছেন সিন্ধু। এ বার সুস্থ হয়ে কোর্টে ফেরার অপেক্ষায় হায়দরাবাদী শাটলারের দিন গোনার পালা।(ছবি-পিভি সিন্ধু টুইটার)

5 / 5
Follow Us: