জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। এই লড়াইতে সবার ওপরে রয়েছে ফ্রান্সের কিলিয়ান এনবাপের নাম। এখনও পর্যন্ত এ বারের বিশ্বকাপে তাঁর গোল সংখ্যা ৫। তাঁর সামনে এখনও সুযোগ আছে তা বাড়ানোর। ছবি: টুইটার
এমবাপের পর এই তালিকায় রয়েছেন বেশ কিছু তারকার নাম। তাঁদের মধ্যে সবারই ঝুলিতে রয়েছে ৩টি করে গোল।আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দাঁড়িয়ে রয়েছেন দুই নম্বরে ৩ গোল নিয়ে। ছবি: টুইটার
ব্রাজিল তারকা রিচার্লিসন এ বারের নিজের প্রথম বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে রয়েছে ৩ টি গোল। সামনে আরও সুযোগ রয়েছে তা ছাপিয়ে যাওয়ার। ছবি: টুইটার
স্পেনের তারকা আলভারো মোরাতা, ইংল্যান্ডের বুকায়ো সাকার সম্ভারেও ৩ টি করে গোল এখনও পর্যন্ত। বুকায়োর সামনে সুযোগ রয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বুট প্রাপ্ত তারকা তাঁরই দলের অধিনায়ক হ্যারি কেনের রেকর্ডকে ছাপিয়ে যাওয়ার। ছবি: টুইটার
কাতার বিশ্বকাপে শুরু থেকে বেশ ভালো খেলছিলেন ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া। বিশ্বকাপে তাঁরও গোলের সংখ্যা ৩। তবে ইকুয়েডরের বিশ্বকাপের স্বপ্নে ইতি ঘটায়, তাঁর সামনে আর সুযোগ নেই। তাই গোল্ডেন বুটের দৌড় থেকে বাদ পড়লেন তিনি। ছবি: টুইটার
এ ছাড়াও ৩ গোল নিয়ে একই স্থানে রয়েছেন ফ্রান্সের অলিভিয়ের জিরো ও নেদারল্যান্ডসের কোডি গাকপো। ছবি: টুইটার