AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rakhi Gifts: জামা-জুতো না, রাখিতে বোনকে এই উপহার দিন, আজীবন আসবে টাকা

Raksha Bandhan: ব্যাগ, পার্স বা জামা জুতো তো অনেক দিয়েছেন, এবার বোন বা দিদিকে এমন কিছু উপহার দিন, যা সাময়িক নয়, আজীবন লাভবান করবে।

| Updated on: Aug 16, 2024 | 7:15 PM
Share
আর দিন কয়েক বাদেই রাখি। ভাই-বোনের মধুর  সম্পর্ক উদযাপনের দিন এটা। তবে প্রতিবারই রাখিতে ভাই বা দাদাদের চিন্তা  থাকে যে আদরের বোনকে কী উপহার দেবেন?

আর দিন কয়েক বাদেই রাখি। ভাই-বোনের মধুর সম্পর্ক উদযাপনের দিন এটা। তবে প্রতিবারই রাখিতে ভাই বা দাদাদের চিন্তা থাকে যে আদরের বোনকে কী উপহার দেবেন?

1 / 8
 ব্যাগ, পার্স বা জামা জুতো তো অনেক দিয়েছেন, এবার বোন বা দিদিকে এমন কিছু উপহার দিন, যা সাময়িক নয়, আজীবন লাভবান করবে।

ব্যাগ, পার্স বা জামা জুতো তো অনেক দিয়েছেন, এবার বোন বা দিদিকে এমন কিছু উপহার দিন, যা সাময়িক নয়, আজীবন লাভবান করবে।

2 / 8
অনেকেই কী উপহার দেবেন, তা বুঝতে না পেরে হাতে টাকা গুঁজে দেন। কিন্তু টাকার বদলে আপনি এমন কিছু উপহার দিতে পারেন, যা আপনার বোন বা দিদির ভবিষ্যতকে সুরক্ষিত করবে।

অনেকেই কী উপহার দেবেন, তা বুঝতে না পেরে হাতে টাকা গুঁজে দেন। কিন্তু টাকার বদলে আপনি এমন কিছু উপহার দিতে পারেন, যা আপনার বোন বা দিদির ভবিষ্যতকে সুরক্ষিত করবে।

3 / 8
মিউচুয়াল ফান্ড- আপনি দিদি বা বোনের জন্য মিউচুয়াল ফান্ড বা সেভিং অ্যাকাউন্ট খুলে দিতে পারেন।

মিউচুয়াল ফান্ড- আপনি দিদি বা বোনের জন্য মিউচুয়াল ফান্ড বা সেভিং অ্যাকাউন্ট খুলে দিতে পারেন।

4 / 8
এসআইপি- সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি-ও চালু করে দিতে পারেন বোনের জন্য। অল্প টাকা দিয়েই এসআইপি শুরু সম্ভব। ভবিষ্যতও সুরক্ষিত হবে এতে।

এসআইপি- সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি-ও চালু করে দিতে পারেন বোনের জন্য। অল্প টাকা দিয়েই এসআইপি শুরু সম্ভব। ভবিষ্যতও সুরক্ষিত হবে এতে।

5 / 8
সোনা বা রুপোর কয়েন- সোনা বা রুপোর কয়েনও দিতে পারেন উপহার হিসাবে। এটা যেমন মূল্যবান উপহার, তেমনই বিপদের সময়ে সাহায্যও করবে।

সোনা বা রুপোর কয়েন- সোনা বা রুপোর কয়েনও দিতে পারেন উপহার হিসাবে। এটা যেমন মূল্যবান উপহার, তেমনই বিপদের সময়ে সাহায্যও করবে।

6 / 8
ফিক্সড ডিপোজিট- ফিক্সড ডিপোজিট বা এফডি হল নিশ্চিত বিনিয়োগ উপহার।

ফিক্সড ডিপোজিট- ফিক্সড ডিপোজিট বা এফডি হল নিশ্চিত বিনিয়োগ উপহার।

7 / 8
গিফট কার্ড- আপনার বাজেট যদি কম হয়, তবে আপনি গিফট কার্ডও উপহার দিতে পারেন। আপনার বোন পছন্দ মতো উপহার কিনে নিতে পারবে।

গিফট কার্ড- আপনার বাজেট যদি কম হয়, তবে আপনি গিফট কার্ডও উপহার দিতে পারেন। আপনার বোন পছন্দ মতো উপহার কিনে নিতে পারবে।

8 / 8