Ranveer Singh Birthday: আইএমডিবি রেটিং অনুসারে রণবীরের সেরা ১০ ছবি

অদ্ভূত সব জামাকাপড় পরেন, ভীষণ লাউড কিংবা সারাক্ষণ পিডিএ—এসবের অভিযোগ থাকলেও যা বলা যেতে পারে তাঁর নামে আরও, তা হল অসামান্য অভিনেতা। আইএমডিবিতে রেটিংয়ে সেরা দশে রয়েছে রণবীর সিংয়ের কোন ছবিগুলো। দেখে নিন এক ঝলকে।

| Edited By: | Updated on: Jul 06, 2021 | 4:14 PM
মুম্বইয়ের বস্তি থেকে উঠে আসা এক র‍্যাপ সঙ্গীত শিল্পীর গল্প। ‘গালি বয়’। রেটিং—৮।

মুম্বইয়ের বস্তি থেকে উঠে আসা এক র‍্যাপ সঙ্গীত শিল্পীর গল্প। ‘গালি বয়’। রেটিং—৮।

1 / 10
‘লুটেরা’-র বক্স অফিসে লক্ষ্মীলাভ ঠিকঠাক হয়নি। কিন্তু পারফর্ম্যান্সের দিক থেকে রণবীরের অন্যতম সেরা ছবি। রেটিং—৭.২।

‘লুটেরা’-র বক্স অফিসে লক্ষ্মীলাভ ঠিকঠাক হয়নি। কিন্তু পারফর্ম্যান্সের দিক থেকে রণবীরের অন্যতম সেরা ছবি। রেটিং—৭.২।

2 / 10
ঐতিহাসিক প্রেম গাঁথা। বাজিরাও এবং মস্তানির প্রেমের ছবি। রণবীর-দীপিকার কেমিস্ট্রি কাবিলে তারিফ! রেটিং—৭.২।

ঐতিহাসিক প্রেম গাঁথা। বাজিরাও এবং মস্তানির প্রেমের ছবি। রণবীর-দীপিকার কেমিস্ট্রি কাবিলে তারিফ! রেটিং—৭.২।

3 / 10
‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ। কে ভুলতে পারে বিট্টু শর্মার অতিকথন? রেটিং—৭.২।

‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ। কে ভুলতে পারে বিট্টু শর্মার অতিকথন? রেটিং—৭.২।

4 / 10
‘পদ্মাবত’-এ তিনি একেবারে ‘ডার্ক লর্ড’ খিলজি। এক অন্ধকার জগতের সাম্রাজ্য বিস্তার করেছিলেন রণবীর। রেটিং—৭।

‘পদ্মাবত’-এ তিনি একেবারে ‘ডার্ক লর্ড’ খিলজি। এক অন্ধকার জগতের সাম্রাজ্য বিস্তার করেছিলেন রণবীর। রেটিং—৭।

5 / 10
বড়লোক বাবার ছেলে রণবীরের উদার মন বারবার ফুটে উঠেছিল জো়য়া আখতারের ছবি ‘দিল ধড়কনে দো’ ছবিতে। রেটিং—৬.৯।

বড়লোক বাবার ছেলে রণবীরের উদার মন বারবার ফুটে উঠেছিল জো়য়া আখতারের ছবি ‘দিল ধড়কনে দো’ ছবিতে। রেটিং—৬.৯।

6 / 10
‘গোঁলিয়ো কা রাসলীলা—রামলীলা’ ছবি ছিল শেক্সপিয়ারের ‘রোমিও জুলিয়েট’-এর অনুপ্রেরণায় তৈরি। একেবারে ইনটেন্স প্রেমিক লুকে রণবীর সুপারহিট। রেটিং—৬.৪।

‘গোঁলিয়ো কা রাসলীলা—রামলীলা’ ছবি ছিল শেক্সপিয়ারের ‘রোমিও জুলিয়েট’-এর অনুপ্রেরণায় তৈরি। একেবারে ইনটেন্স প্রেমিক লুকে রণবীর সুপারহিট। রেটিং—৬.৪।

7 / 10
‘লেডিজ় ভার্সাস রিকি বেহল’ ছবিতে দ্বিতীয়বার কন ম্যানের চরিত্রে অভিনয় রণবীরের। রেটিং—৬।

‘লেডিজ় ভার্সাস রিকি বেহল’ ছবিতে দ্বিতীয়বার কন ম্যানের চরিত্রে অভিনয় রণবীরের। রেটিং—৬।

8 / 10
একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ ছিলেন ছবিতে পরে একাবারে ৩৬০ ডিগ্রি বদলে ফেলে মানুষের পাশে দাঁড়ান রণবীর। রেটিং—৫.৬।

একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ ছিলেন ছবিতে পরে একাবারে ৩৬০ ডিগ্রি বদলে ফেলে মানুষের পাশে দাঁড়ান রণবীর। রেটিং—৫.৬।

9 / 10
এক অদ্ভূত প্রেমের গল্প ছিল ‘বেফিকরে’। ‘গুন্ডে’ আরও ভাল ছবি। কিন্তু মানুষের পছন্দ করেছে ‘বেফিকরে’। রেটিং—৩.৯।

এক অদ্ভূত প্রেমের গল্প ছিল ‘বেফিকরে’। ‘গুন্ডে’ আরও ভাল ছবি। কিন্তু মানুষের পছন্দ করেছে ‘বেফিকরে’। রেটিং—৩.৯।

10 / 10
Follow Us: