এতদিন তা ছিল স্বামী-স্ত্রীর মধ্যেই। তবে আর রইল না কোনও রাখঢাক। প্রকাশ্যেই রণবীর সিং বলে ফেললেন এমন এক কথা যা শুনে তাজ্জব তাঁর ভক্তরাও। ফুলশয্যার দিন তাঁর যৌন অভিজ্ঞতার কথা বলে দিলেন সহজেই। সম্মুখে ছিলেন করণ জোহর, পাশে ছিলেন আলিয়া ভাট। কী বলেছেন তিনি?
করণ জোহর পরিচালিত শো 'কফি উইদ করণ'-এর নতুন পর্ব শুরু হয়েছে। সেখানেই নিজের ব্যক্তিগত একের পর এক তথ্য ফাঁস করতে দেখা গিয়েছে রণবীরকে। ফুলশয্যা নিয়ে আলিয়া ও রণবীর দুইজনের দিকেই প্রশ্ন ছুঁড়ে দেন করণ। আলিয়া জানান , ফুলশয্যা আদপে একটি মিথ।
খোলসা করে আলিয়া যোগ করেন, "এতটাই ক্লান্ত থাকে সকলে যে ফুলশয্যা বলেই কিছু হয় না"। এই কথার বিরোধিতা করেন রণবীর। তিনি জানান, ফুলশয্যার দিন তিনি মোটেও ক্লান্ত ছিলেন না। এমনকি সেই দিন মিলিতও হন স্ত্রীর সঙ্গে। তিনি বলেন, "বেশ উত্তেজিতই ছিলাম আমি"।
এখানেই শেষ নয়, যৌন জীবন নিয়ে আরও নানা তথ্য শেয়ার করে নেন রণবীর। তিনি জানান, ভ্যানিটি ভ্যানের মধ্যেও মিলিত হয়েছেন। এমনকি এও জানান, বিভিন্ন ধরনের যৌনতার জন্য তাঁর রয়েছে বিভিন্ন ধরনের গানের তালিকাও।
এরপরেই যদিও শুরু হয়েছে বিতর্ক। নিজের ব্যক্তিগত কথা কী করে পর্দায় অনায়াসে বলে দিতে পারেন, তা নিয়েও উঠেছে প্রশ্ন। উঠেছে গোটা ঘটনায় দীপিকার প্রতিক্রিয়া কী তা জানার বাসনাও। দীপিকা যদিও এখনও এই ব্যাপারে মুখ খোলেননি।
প্রায় দু'বছর পর 'কফি উইদ করণ'-এঁর নতুন সিজন শুরু হয়েছদ গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই। তবে এবার আর টিভিতে নয়, দেখা যাবে, ওটিটিতে। ডিজনি প্লাস হটস্টারেই দেখা মিলবে করণের শো-এর নতুন পর্বের।