TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 18, 2022 | 7:36 PM
'রণবীর সিং গ্রেফতার হবেন পোশাক না পরার জন্য', এমন একটি মন্তব্য করেছিলেন শাহরুখ খান।
২০১৬ সালের 'কফি উইথ করণ'-এর একটি ক্লিপ এই মুহূর্তে ভাইরাল। সেই ক্লিপে এমনই একটি উক্তি করেছিলেন শাহরুখ।
করণ তাঁকে জিজ্ঞেস করেছিলেন, "রণবীরকে যদি কোনও কারণে গ্রেফতার করা হয়, তাহলে সেটা কী হবে?"
একটুও না ভেবে শাহরুখ জবাব দিয়েছিল, "পোশাক পরার জন্য এবং পোশাক না পরার জন্য গ্রেফতার হতে পারেন শাহরুখ"।
৫ বছর আগে করা শাহরুখের এই মন্তব্য আজ ভাইরাল। তার কারণ কয়েক দিন আগেই নিজের সম্পূর্ণ নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আলোচনার কেন্দ্রে এসেছিলেন রণবীর।
কয়েকদিন আগেই নগ্নফোটোশুটে চরম সমালোচিত হয়েছেন তিনি। তবে দীপিকা পাড়ুকোনের ফ্যাশন দুনিয়ায় বেশ সমাদৃত। বিভিন্ন সময় তাঁর পোশাক নিয়ে ও ফ্যাশন-টেস্টের জন্য প্রশংসিত হন। তবে এবার কী সঙ্গদোষেই এই পরিস্থিতি!