Mashco Piro: পৃথিবীর ‘ফুসফুস’ থেকে বেরিয়ে এল এক দল আদিম মানব, দেখুন ছবি

Jul 20, 2024 | 4:53 PM

Indigenous Tribe: জঙ্গলের পাশে নদীর ধারে এসেছে মাসকো পিরোর একটি দল। নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে তারা। সেই ছবি এখন ঘুরছে নেটমাধ্যমে। আধুনিক সমাজ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে 'আদিম' জনজাতিদের দেখতে উৎসুক নেটিজেনরা।

1 / 10
ব্রাজিলের পাশাপাশি আমাজনের জঙ্গল ছড়িয়ে রয়েছে পেরুর দক্ষিণ-পূর্ব অংশে। এই অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। ব্রাজিল সীমান্ত লাগোয়া পেরুর আমাজনের জঙ্গলে সম্প্রতি দেখা মিলল এক জনজাতির।

ব্রাজিলের পাশাপাশি আমাজনের জঙ্গল ছড়িয়ে রয়েছে পেরুর দক্ষিণ-পূর্ব অংশে। এই অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। ব্রাজিল সীমান্ত লাগোয়া পেরুর আমাজনের জঙ্গলে সম্প্রতি দেখা মিলল এক জনজাতির।

2 / 10
সেই জনজাতির নাম মাসকো পিরো। পেরুতে আমাজনের গভীর অরণ্যে বাস এদের। এই জনজাতি সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এমনকি আমাজনের জঙ্গলে বসবাসকারী অন্য জনজাতিদের সঙ্গেও তেমন যোগাযোগ রাখে না এরা।

সেই জনজাতির নাম মাসকো পিরো। পেরুতে আমাজনের গভীর অরণ্যে বাস এদের। এই জনজাতি সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এমনকি আমাজনের জঙ্গলে বসবাসকারী অন্য জনজাতিদের সঙ্গেও তেমন যোগাযোগ রাখে না এরা।

3 / 10
গভীর জঙ্গলে থাকা এদের দেখাও খুব একটা মেলে না। কিন্তু জুন মাসের শেষের দিকে সারভাইভাল ইন্টারন্যাশনাল নামের এক সংস্থা এদের ছবি তুলতে সক্ষম হয়েছে।

গভীর জঙ্গলে থাকা এদের দেখাও খুব একটা মেলে না। কিন্তু জুন মাসের শেষের দিকে সারভাইভাল ইন্টারন্যাশনাল নামের এক সংস্থা এদের ছবি তুলতে সক্ষম হয়েছে।

4 / 10
সেই ছবিতে দেখা যাচ্ছে জঙ্গলের পাশে নদীর ধারে এসেছে মাসকো পিরোর একটি দল। নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে তারা। সেই ছবি এখন ঘুরছে নেটমাধ্যমে। আধুনিক সমাজ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে 'আদিম' জনজাতিদের দেখতে উৎসুক নেটিজেনরা।

সেই ছবিতে দেখা যাচ্ছে জঙ্গলের পাশে নদীর ধারে এসেছে মাসকো পিরোর একটি দল। নদীর ধারে ঘুরে বেড়াচ্ছে তারা। সেই ছবি এখন ঘুরছে নেটমাধ্যমে। আধুনিক সমাজ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে 'আদিম' জনজাতিদের দেখতে উৎসুক নেটিজেনরা।

5 / 10
কিন্তু এই প্রথম এদের দেখা গেল এমন নয়। এর আগেও বেশ কয়েক বার এদের ছবি তোলা সম্ভব হয়েছে। কিন্তু এত বড় দলের বিচরণের এত স্পষ্ট ছবি এই প্রথম।

কিন্তু এই প্রথম এদের দেখা গেল এমন নয়। এর আগেও বেশ কয়েক বার এদের ছবি তোলা সম্ভব হয়েছে। কিন্তু এত বড় দলের বিচরণের এত স্পষ্ট ছবি এই প্রথম।

6 / 10
২০০৭ সালে এক দল ইকোলজিস্ট হেলিকপ্টার থেকে এই দলের ছবি তুলেছিলেন। ২০ জন সদস্যের ছবি ধরা পড়েছিল সে বার। ব্রাজিল-পেরু সীমান্তের কাছে জঙ্গলের মধ্যে লাস পেইদ্রাস নদীর ধারে দেখা গিয়েছিল। এ বার ওই এলাকাতেই দেখা গিয়েছ এদের।

২০০৭ সালে এক দল ইকোলজিস্ট হেলিকপ্টার থেকে এই দলের ছবি তুলেছিলেন। ২০ জন সদস্যের ছবি ধরা পড়েছিল সে বার। ব্রাজিল-পেরু সীমান্তের কাছে জঙ্গলের মধ্যে লাস পেইদ্রাস নদীর ধারে দেখা গিয়েছিল। এ বার ওই এলাকাতেই দেখা গিয়েছ এদের।

7 / 10
২০১২ সালে সারভাইভাল ইন্টারন্যাশনাল এদের ছবি প্রকাশ করেছিল। এদের ছবি তুলতে গিয়ে এক গবেষকের মৃত্যু হয়। তার মাথায় কাঠের তির বিদ্ধ ছিল। মাসকো পিরো জনজাতির লোকেরাই তাঁকে মেরে ফেলেছিল বলে মনে করা হয়।

২০১২ সালে সারভাইভাল ইন্টারন্যাশনাল এদের ছবি প্রকাশ করেছিল। এদের ছবি তুলতে গিয়ে এক গবেষকের মৃত্যু হয়। তার মাথায় কাঠের তির বিদ্ধ ছিল। মাসকো পিরো জনজাতির লোকেরাই তাঁকে মেরে ফেলেছিল বলে মনে করা হয়।

8 / 10
ইন্ডিজেনাস ট্রাইব নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরমের সময় মাছ ধরার জন্য এরা নদীর ধারে থাকে। সেখানে তালপাতা দিয়ে ঘর বানায়। কিন্তু বর্ষায় জঙ্গলের ভিতরে ঘর বানিয়ে থাকে।

ইন্ডিজেনাস ট্রাইব নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরমের সময় মাছ ধরার জন্য এরা নদীর ধারে থাকে। সেখানে তালপাতা দিয়ে ঘর বানায়। কিন্তু বর্ষায় জঙ্গলের ভিতরে ঘর বানিয়ে থাকে।

9 / 10
পিরো ভাষায় কথা বলে এই জনজাতির লোকেরা। এই ভাষার সঙ্গে ইয়িন উপজাতির ভাষার মিল রয়েছে। ইয়িন উপজাতির গ্রামের কাছেই মাসকো পিরোদের সম্প্রতি দেখা মিলেছে।

পিরো ভাষায় কথা বলে এই জনজাতির লোকেরা। এই ভাষার সঙ্গে ইয়িন উপজাতির ভাষার মিল রয়েছে। ইয়িন উপজাতির গ্রামের কাছেই মাসকো পিরোদের সম্প্রতি দেখা মিলেছে।

10 / 10
কিন্তু আমাজনে বসবাসকারী অন্য উপজাতিদের সঙ্গেও তেমন যোগাযোগ রাখে না এরা। নিজেদের সম্পূর্ণ বিচ্ছিন্নই করে রাখে। বাইরের লোক দেখলেই এরা পালিয়ে যায় জঙ্গলে। সে জন্যই এদের ছবি অতীতে খুব একটা সামনে আসেনি।

কিন্তু আমাজনে বসবাসকারী অন্য উপজাতিদের সঙ্গেও তেমন যোগাযোগ রাখে না এরা। নিজেদের সম্পূর্ণ বিচ্ছিন্নই করে রাখে। বাইরের লোক দেখলেই এরা পালিয়ে যায় জঙ্গলে। সে জন্যই এদের ছবি অতীতে খুব একটা সামনে আসেনি।

Next Photo Gallery