Bangla News » Photo gallery » Ravindra Jadeja bags massive Record in Test Cricket, he Joins Kapil Dev in Elite List
Ravindra Jadeja: ইন্দোরে জাডেজার জাদু, ভাগ বসালেন কপিল দেবের রেকর্ডে
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Mar 01, 2023 | 8:45 PM
Ravindra Jadeja's Record: ইন্দোরে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট ম্যাচ। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে আপাতত ২-০ এগিয়ে রয়েছে ভারত। ইন্দোর টেস্টের প্রথম দিন মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। টিম ইন্ডিয়ার ব্যাটিং ভরাডুবির দিন টিম টিম করে জ্বলতে থাকা দলকে ৪ উইকেট এনে দিয়েছেন রবীন্দ্র জাডেজা। রেকর্ড গড়ে তিনি ভারতের তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের এক রেকর্ডে ভাগ বসিয়েছেন। কী সেই রেকর্ড?
Mar 01, 2023 | 8:45 PM
ইন্দোরে বর্ডার গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টের প্রথম দিন টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ১০৯ রানে গুটিয়ে যায়। ভারতের ব্যাটিং ভরাডুবির দিন বল হাতে ছন্দে দেখিয়েছে একমাত্র তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja)। (ছবি-বিসিসিআই টুইটার)
1 / 8
ইন্দোরে অজিদের বিরুদ্ধে আন্তর্জাতিক কেরিয়ারের ৫০০ উইকেট পূর্ণ করেছেন রবীন্দ্র জাডেজা। একইসঙ্গে ৫০০০ আন্তর্জাতিক রান করা ও ৫০০ আন্তর্জাতিক উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার তিনি। (ছবি-এএফপি)
2 / 8
কিংবদন্তি কপিল দেব এর আগে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে দেশের জার্সিতে ৫০০টি উইকেট এবং ৫০০০ রান করেছিলেন। সেই রেকর্ডে এ বার ভাগ বসালেন জাড্ডু। (ছবি-বিসিসিআই টুইটার)
3 / 8
ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোলকার স্টেডিয়ামে মাত্র ৪ রান করেন জাডেজা। বল হাতে প্রথম দিন সেই পারফরম্যান্সে কিছুটা মলম লাগানোর চেষ্টা করেছেন জাডেজা। (ছবি-এএফপি)
4 / 8
চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের পর থেকেই জাডেজা দারুণ বোলিংয়ে মুগ্ধ করছেন সকলকে। ইন্দোর টেস্টেও বল হাতে অনবদ্য ফর্ম অব্যাহত। (ছবি-এএফপি)
5 / 8
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এর আগে বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছিলেন। এ বার দেখার ইন্দোরে সেই পারফরম্যান্সকে ছাপিয়ে যেতে পারেন কিনা। (ছবি-এএফপি)
6 / 8
ইন্দোর টেস্টে অজিদের প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রেভিস হেডকে (৯) এলবিডব্লিউ করে প্রথম ধাক্কা দেন জাডেজা। (ছবি-এএফপি)
7 / 8
এরপর ছন্দে থাকা মার্নাস লাবুশেনের (৩১) স্টাম্প ছিটকে দেন জাড্ডু। প্রথম দিনের শেষে ট্রেভিস ও মার্নাস ছাড়া অজি ওপেনার উসমান খোয়াজা (৬০) এবং অধিনায়ক স্টিভ স্মিথের (২৬) উইকেটও তুলে নেন জাডেজা। (ছবি-এএফপি)