La Liga: ভিনিসিয়াস-লুকার গোলে রিয়াল মাদ্রিদের জয়, বেতিসের বিরুদ্ধে বার্সার হার
লা লিগায় (La Liga) শনিবার ক্যাম্প ন্যুতে রিয়াল বেতিসের (Real Betis) কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা (Barcelona)। অন্যদিকে রিয়াল সোসিয়েদাদের (Real Sociedad) ঘরের মাঠে গিয়ে ২-০ গোলে তাদের হারিয়েছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ভিনিসিয়ার জুনিয়ার এবং লুকা জোভিকের গোলে ম্যাচ জিতে লিগ টেবলের শীর্ষে রইলেন করিম বেঞ্জেমারা। অন্যদিকে জাভির কোচিংয়ে প্রথম হারের মুখ দেখল কাতালান ক্লাব। বার্সেলোনা-রিয়াল বেতিস ম্যাচের ৭৯ মিনিটে একমাত্র গোলটি করেন বেতিসের জুয়ানমি। এ দিন গোলের একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি জর্ডি আলবারা।
Most Read Stories