La Liga: ভিনিসিয়াস-লুকার গোলে রিয়াল মাদ্রিদের জয়, বেতিসের বিরুদ্ধে বার্সার হার

লা লিগায় (La Liga) শনিবার ক্যাম্প ন্যুতে রিয়াল বেতিসের (Real Betis) কাছে ১-০ গোলে হেরেছে বার্সেলোনা (Barcelona)। অন্যদিকে রিয়াল সোসিয়েদাদের (Real Sociedad) ঘরের মাঠে গিয়ে ২-০ গোলে তাদের হারিয়েছে রিয়াল মাদ্রিদ (Real Madrid)। ভিনিসিয়ার জুনিয়ার এবং লুকা জোভিকের গোলে ম্যাচ জিতে লিগ টেবলের শীর্ষে রইলেন করিম বেঞ্জেমারা। অন্যদিকে জাভির কোচিংয়ে প্রথম হারের মুখ দেখল কাতালান ক্লাব। বার্সেলোনা-রিয়াল বেতিস ম্যাচের ৭৯ মিনিটে একমাত্র গোলটি করেন বেতিসের জুয়ানমি। এ দিন গোলের একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি জর্ডি আলবারা।

| Edited By: | Updated on: Dec 05, 2021 | 4:41 PM
লা লিগায় রিয়াল সোসিয়েদাদের (Real Sociedad) বিরুদ্ধে ম্যাচের ৪৭ মিনিটে লুকা জোভিকের বিরুদ্ধে প্রথম গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়ার (Vinicius Jr)।

লা লিগায় রিয়াল সোসিয়েদাদের (Real Sociedad) বিরুদ্ধে ম্যাচের ৪৭ মিনিটে লুকা জোভিকের বিরুদ্ধে প্রথম গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়ার (Vinicius Jr)।

1 / 5
দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে কাসিমিরোর পাস থেকে স্কোরলাইন ২-০ করেন লুকা জোভিক (Luka Jovic)।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে কাসিমিরোর পাস থেকে স্কোরলাইন ২-০ করেন লুকা জোভিক (Luka Jovic)।

2 / 5
লা লিগায় (La Liga) এখনও পর্যন্ত ১৬টি ম্যাচের ১২টিতে জয়, ৩টিতে ড্র ও ১টিতে হেরে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

লা লিগায় (La Liga) এখনও পর্যন্ত ১৬টি ম্যাচের ১২টিতে জয়, ৩টিতে ড্র ও ১টিতে হেরে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

3 / 5
 ক্যাম্প ন্যু-তে বার্সার বিরুদ্ধে ৭৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন জুয়ানমি (Juanmi)।

ক্যাম্প ন্যু-তে বার্সার বিরুদ্ধে ৭৯ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন জুয়ানমি (Juanmi)।

4 / 5
এখনও পর্যন্ত ১৫টি ম্যাচে খেলে ৬টিতে জয়, ৫টিতে ড্র ও ৪টিতে হেরে লিগ টেবলের সাত নম্বরে রয়েছে বার্সেলোনা।

এখনও পর্যন্ত ১৫টি ম্যাচে খেলে ৬টিতে জয়, ৫টিতে ড্র ও ৪টিতে হেরে লিগ টেবলের সাত নম্বরে রয়েছে বার্সেলোনা।

5 / 5
Follow Us: