Karim Benzema: হলিউডের পাহাড়ে কত খরচ করে চুপিসাড়ে ছুটি কাটিয়ে এসেছেন বেঞ্জেমা জানেন?

Holiday: কাতার বিশ্বকাপে ফ্রান্সের হয়ে খেলতে পারেননি তারকা স্ট্রাইকার করিম বেঞ্জেমা (Karim Benzema)। কিন্তু ক্লাব ফুটবলে ফিরতেই গোলের দেখা পেয়েছেন বেঞ্জেমা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের খবর অনুযায়ী, প্রকাশ্যে এসেছে যে দিন কয়েক আগে হলিউডের পাহাড়ে বিপুল পরিমাণ গ্যাঁটের কড়ি খরচ করে ছুটি কাটিয়ে এসেছেন বেঞ্জেমা।

| Edited By: | Updated on: Jan 13, 2023 | 7:30 AM
ফ্রান্সের জার্সিতে আর খেলতে দেখা যাবে না বাইশে ব্যালন ডি'অর জয়ী করিম বেঞ্জেমাকে (Karim Benzema)। ১৯ ডিসেম্বর নিজের ৩৫তম জন্মদিনে বেঞ্জেমা জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলকে তিনি বিদায় জানালেন। ফ্রান্সের হয়ে এ বারের কাতার বিশ্বকাপে চোটের কারণে খেলা হয়নি বেঞ্জেমার। (ছবি-টুইটার)

ফ্রান্সের জার্সিতে আর খেলতে দেখা যাবে না বাইশে ব্যালন ডি'অর জয়ী করিম বেঞ্জেমাকে (Karim Benzema)। ১৯ ডিসেম্বর নিজের ৩৫তম জন্মদিনে বেঞ্জেমা জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলকে তিনি বিদায় জানালেন। ফ্রান্সের হয়ে এ বারের কাতার বিশ্বকাপে চোটের কারণে খেলা হয়নি বেঞ্জেমার। (ছবি-টুইটার)

1 / 8
চোট সারিয়ে বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে কামব্যাক হয়েছে বেঞ্জেমার। রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচে নেমেই গোলের দেখাও পেয়েছেন বেঞ্জেমা। (ছবি-টুইটার)

চোট সারিয়ে বিশ্বকাপের পর ক্লাব ফুটবলে কামব্যাক হয়েছে বেঞ্জেমার। রিয়াল মাদ্রিদের হয়ে ম্যাচে নেমেই গোলের দেখাও পেয়েছেন বেঞ্জেমা। (ছবি-টুইটার)

2 / 8
বিশ্বকাপের কারণে, বেশ কিছুদিন ক্লাব ফুটবলের টুর্নামেন্ট গুলি বন্ধ ছিল। সেই সুযোগে পরিবারকে নিয়ে হলিউডের পাহাড়ে নিরিবিলিতে ঘুরে এসেছেন করিম বেঞ্জেমা। (ছবি-টুইটার)

বিশ্বকাপের কারণে, বেশ কিছুদিন ক্লাব ফুটবলের টুর্নামেন্ট গুলি বন্ধ ছিল। সেই সুযোগে পরিবারকে নিয়ে হলিউডের পাহাড়ে নিরিবিলিতে ঘুরে এসেছেন করিম বেঞ্জেমা। (ছবি-টুইটার)

3 / 8
লস অ্যাঞ্জেলেসের যে লাক্সারি হোটেলে থেকেছিলেন বেঞ্জেমা সেখানে এক রাত কাটানোর ভাড়া ১০ হাজার ডলার। (ছবি-টুইটার)

লস অ্যাঞ্জেলেসের যে লাক্সারি হোটেলে থেকেছিলেন বেঞ্জেমা সেখানে এক রাত কাটানোর ভাড়া ১০ হাজার ডলার। (ছবি-টুইটার)

4 / 8
ছুটি কাটাতে গিয়ে যে লাক্সারি হোটেলে উঠেছিলেন বেঞ্জেমা, সেখানে একদিকে ঝাঁ চকচকে গাড়ি নজর কেড়েছে তো, একদিকে হোটেলের ভিউ নজর কেড়েছে। (ছবি-টুইটার)

ছুটি কাটাতে গিয়ে যে লাক্সারি হোটেলে উঠেছিলেন বেঞ্জেমা, সেখানে একদিকে ঝাঁ চকচকে গাড়ি নজর কেড়েছে তো, একদিকে হোটেলের ভিউ নজর কেড়েছে। (ছবি-টুইটার)

5 / 8
লস অ্যাঞ্জেলেসের ওই সকল লাক্সারি হোটেলে ব্যক্তিগত জেট রয়েছে। ব্যক্তিগত শেফ রাখার সুযোগ রয়েছে। এই লোকেশনের হোটেল গুলির ঠিকানা সেভাবে প্রকাশ্যে আনা হয় না। যার ফলে, এখানে যারা আসেন, তাঁদের নিরাপত্তার দিকটিও বিশেষ নজরে থাকে। (ছবি-টুইটার)

লস অ্যাঞ্জেলেসের ওই সকল লাক্সারি হোটেলে ব্যক্তিগত জেট রয়েছে। ব্যক্তিগত শেফ রাখার সুযোগ রয়েছে। এই লোকেশনের হোটেল গুলির ঠিকানা সেভাবে প্রকাশ্যে আনা হয় না। যার ফলে, এখানে যারা আসেন, তাঁদের নিরাপত্তার দিকটিও বিশেষ নজরে থাকে। (ছবি-টুইটার)

6 / 8
মোখতার জাবিলের ফার্ম থেকে এই সকল সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে। মোখতার জাবিল জানান, বেঞ্জেমা যে লস অ্যাঞ্জেলেসের যে লাক্সারি হোটেলে ছিলেন, সেখানে একাধিক তারকা ফুটবলারও থেকেছেন। (ছবি-টুইটার)

মোখতার জাবিলের ফার্ম থেকে এই সকল সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে। মোখতার জাবিল জানান, বেঞ্জেমা যে লস অ্যাঞ্জেলেসের যে লাক্সারি হোটেলে ছিলেন, সেখানে একাধিক তারকা ফুটবলারও থেকেছেন। (ছবি-টুইটার)

7 / 8
হোটেলের দরজার সামনে সমস্ত সুযোগ সুবিধে পৌঁছে দিতে তৈরি থাকেন এই সকল প্রপার্টির সঙ্গে যুক্ত থাকা কর্মচারীরা। দারুণ পরিবেশে শান্তিতে সময় কাটানোর জন্য, বেঞ্জেমার মতো তারকাদের কাছে এক রাত কাটানোর ভাড়া ১০ হাজার ডলার দেওয়াটা কিছুই না। জানা গিয়েছে, দু'সপ্তাহ এই মনোরম পরিবেশে কাটিয়ে এসেছেন বেঞ্জেমা। (ছবি-টুইটার)

হোটেলের দরজার সামনে সমস্ত সুযোগ সুবিধে পৌঁছে দিতে তৈরি থাকেন এই সকল প্রপার্টির সঙ্গে যুক্ত থাকা কর্মচারীরা। দারুণ পরিবেশে শান্তিতে সময় কাটানোর জন্য, বেঞ্জেমার মতো তারকাদের কাছে এক রাত কাটানোর ভাড়া ১০ হাজার ডলার দেওয়াটা কিছুই না। জানা গিয়েছে, দু'সপ্তাহ এই মনোরম পরিবেশে কাটিয়ে এসেছেন বেঞ্জেমা। (ছবি-টুইটার)

8 / 8
Follow Us: