Thibaut Courtois-Mishel Gerzig: ইজরায়েলি বান্ধবীর সঙ্গে ছুটিতে কুর্তোয়া, সঙ্গী আরও কে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 18, 2022 | 8:00 AM

এ বার ইজরায়েলি বান্ধবী মিশেল গার্জিককে (Mishel Gerzig) নিয়ে ছুটি কাটাচ্ছেন রিয়াল মাদ্রিদের তারকা থিবো কুর্তোয়া (Thibaut Courtois)। তবে তাঁদের সঙ্গী কে? জানলে অবাক হবেন আপনিও। ইজরায়েলের এক সমুদ্রতটে বাগদত্তা মিশেলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন থিবো। সমুদ্রে ডলফিনের সঙ্গে খুনশুটিও করেছেন থিবো-মিশেল। সোশ্যাল মিডিয়ায় তাঁরা তুলে ধরেছেন সেই ছবি।

1 / 5
 ইজরায়েলি বাগদত্তা মিশেল গার্জিকের (Mishel Gerzig) সঙ্গে চুটিয়ে ছুটি উপভোগ করছেন রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কুর্তোয়া (Thibaut Courtois)।

ইজরায়েলি বাগদত্তা মিশেল গার্জিকের (Mishel Gerzig) সঙ্গে চুটিয়ে ছুটি উপভোগ করছেন রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কুর্তোয়া (Thibaut Courtois)।

2 / 5
যে সমুদ্রতটে সময় কাটাচ্ছেন মিশেল-থিবো, সেখানে তাঁদের সঙ্গে দেখা হয়েছে সুন্দর সুন্দর কয়েকটি ডলফিনের।

যে সমুদ্রতটে সময় কাটাচ্ছেন মিশেল-থিবো, সেখানে তাঁদের সঙ্গে দেখা হয়েছে সুন্দর সুন্দর কয়েকটি ডলফিনের।

3 / 5
ডলফিন রিফ-এলিট থেকে ডলফিনের সঙ্গে সময় কাটিয়েছেন থিবো-মিশেল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন থিবোর বাগদত্তা।

ডলফিন রিফ-এলিট থেকে ডলফিনের সঙ্গে সময় কাটিয়েছেন থিবো-মিশেল। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন থিবোর বাগদত্তা।

4 / 5
সমুদ্রের জলে পা ডুবিয়ে ডলফিনের মাথায় হাত বুলিয়ে তাদের সঙ্গে খুনসুটিতে মেতেছেন থিবো ও মিশেল।

সমুদ্রের জলে পা ডুবিয়ে ডলফিনের মাথায় হাত বুলিয়ে তাদের সঙ্গে খুনসুটিতে মেতেছেন থিবো ও মিশেল।

5 / 5
সুন্দর ডলফিনের ছবি পোস্ট করে তাঁর ক্যাপশনে মিশেল গার্জিক লিখেছেন, 'ম্যাজিকেল প্লেস।'

সুন্দর ডলফিনের ছবি পোস্ট করে তাঁর ক্যাপশনে মিশেল গার্জিক লিখেছেন, 'ম্যাজিকেল প্লেস।'

Next Photo Gallery