লা লিগায় (La Liga) লেভান্তের (Levante) ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের (Real Madrid) বিরুদ্ধে ৬ গোলের থ্রিলার দেখা গেল। হাড্ডাহাড্ডি ম্যাচের ফলাফল যদিও শেষ পর্যন্ত ড্র। ২০১৯ সালের পর এই প্রথম লা লিগায় গোলের মুখ দেখলেন গ্যারেথ বেল। প্রথমার্ধে রিয়াল এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়েন বেঞ্জেমারা। তবে শেষমেশ ভিনিসিয়াসের জোড়া গোলে হারের মুখ দেখতে হল না রিয়াল মাদ্রিদকে। ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল রিয়াল।