করিম বেঞ্জেমার পাস থেকে ম্যাচের ৫ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন গ্যারেথ বেল। (সৌজন্যে-রিয়াল মাদ্রিদ টুইটার)
দ্বিতীয়ার্ধের শুরুতেই রজার মার্তির গোলে সমতায় ফেরে লেভান্তে। (সৌজন্যে-লেভান্তে টুইটার)
৫৭ মিনিটে হোসে ক্যাম্পানার গোলে লেভান্তে নিজেদের ঘরের মাঠে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। (সৌজন্যে-লেভান্তে টুইটার)
ম্যাচের ৭৩ মিনিটে গ্যারাথ বেলের পরিবর্তে নামা ভিনিসিয়াস জুনিয়র রিয়ালকে সমতায় ফেরান। (সৌজন্যে-রিয়াল মাদ্রিদ টুইটার)
৭৯ মিনিটে রবার পিয়েরের গোলে আবার লেভান্তে এগিয়ে যায়। (সৌজন্যে-লেভান্তে টুইটার)
ম্যাচের ৮৫ মিনিটে বেঞ্জেমার পাস থেকে গোল করে ফের দলকে সমতায় ফিরিয়ে হারা ম্যাচ ড্র তে বদলে দেন ভিনিসিয়াস জুনিয়র। (সৌজন্যে-রিয়াল মাদ্রিদ টুইটার)
নিজে গোল না পেলেও করিম বেঞ্জেমা করিয়েছেন দুই গোল। (সৌজন্যে-রিয়াল মাদ্রিদ টুইটার)