Skin Care Tips: পুজোর আগে নিখুঁত ত্বক হবেই, যদি রূপচর্চায় থাকে নিম ও অ্যালোভেরা
TV9 Bangla Digital | Edited By: megha
Sep 05, 2022 | 4:21 PM
Beauty Tips: বাজারে যতই নামী-দামি ব্র্যান্ডের প্রসাধনী পণ্য পাওয়া যাক না কেন, রূপচর্চায় ঘরোয়া টোটকার জুড়ি মেলা ভার। আর এই ঘরোয়া টোটকার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হল নিম ও অ্যালোভেরা।
1 / 6
বাজারে যতই নামী-দামি ব্র্যান্ডের প্রসাধনী পণ্য পাওয়া যাক না কেন, রূপচর্চায় ঘরোয়া টোটকার জুড়ি মেলা ভার। আর এই ঘরোয়া টোটকার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হল নিম ও অ্যালোভেরা।
2 / 6
নিম এবং অ্যালোভেরা দুটোই প্রাকৃতিক উপাদান এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যে সমৃদ্ধ। ত্বকের যাবতীয় সমস্যাকে গোড়া থেকে নির্মূল করতে পারেন এই দুটো উপাদান।
3 / 6
ত্বককে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে নিম। অন্যদিকে, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে অ্যালোভেরা। আর এই দুটি উপাদান ত্বকের প্রদাহ কমায়। কিন্তু এই উপাদান দুটোকে কীভাবে ব্যবহার করবেন রূপচর্চায়? দেখে নিন...
4 / 6
নিমপাতা বাটা আর অ্যালোভেরা জেলকে একসঙ্গে মিশিয়ে নিয়ে মুখের উপর লাগাতে পারেন। এতে ত্বকের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। বিশেষত এই মিশ্রণটি ব্রণর সমস্যা এবং ত্বকের প্রদাহ কমাতে কার্যকর ভূমিকা পালন করে।
5 / 6
নিমপাতা বাটা আর অ্যালোভেরা জেলকে একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের যে কোনও সংক্রমণকে এড়ানো যায়। পাশাপাশি এতে যদি সামান্য কাঁচা হলুদ মিশিয়ে দেন তাহলে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে।
6 / 6
ত্বকের পাশাপাশি চুলের সমস্যাও দূর করতে জুড়ি মেলা ভার নিম এবং অ্যালোভেরা। নারকেল তেলে নিম পাতা ফুটিয়ে নিন। সেই তেল চুলে মালিশ করতে পারেন। এছাড়াও টক দইয়ের সঙ্গে অ্যালোভেরা জেল ও নিমের গুঁড়ো মিশিয়েও চুল ও স্ক্যাল্পে লাগাতে পারেন।