Year Ender 2022: বাংলার অচিন্ত্যর সোনা, ক্রিকেটে রুপো; কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য
২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে এসেছে মোট ৬১টি মেডেল। পদকের হিসেবে কমনওয়েলথে ভারতের পঞ্চম সেরা পারফরম্যান্স। ভারোত্তোলন, লন বল, হকি থেকে কুস্তি, বক্সিং সব ক্ষেত্রেই সাফল্য এসেছে। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্তি হয়েছে মেয়েদের ক্রিকেট। প্রথমবার কমনওয়েলথে পা রেখেই পদক জিতেছে ভারত। বার্মিংহামে ভারতের সাফল্যের দিকে আরও একবার নজর দেওয়া যাক।