Holi 2022: রঙের উৎসবে কাছের মানুষকে আরও একটু কাছ থেকে পাওয়ার আশা কম-বেশি সকলের মনেই থাকে। নিজেদের মত করে এই বিশেষ দিন সেলিব্রেশনের সাধও থাকে অনেকের।
Mar 17, 2022 | 7:10 PM
রঙের উৎসবে কাছের মানুষকে আরও একটু কাছ থেকে পাওয়ার আশা কম-বেশি সকলের মনেই থাকে। নিজেদের মত করে এই বিশেষ দিন সেলিব্রেশনের সাধও থাকে অনেকের।
1 / 6
এই বিশেষ দিনে সম্পর্ক রঙিন করে তুলতে প্রতিটা পদে পদে সাবধানতা অবলম্বণ করা একান্ত প্রয়োজন, আর কাছের মানুষের মন কাড়তে নিঃসন্দেহে এদিন মাথায় রাখুন কয়েকটি টিপস।
2 / 6
কখনই এই বিশেষ দিনে পুরোনো পোশাক পরে ভালোবাসার মানুষটির সামনে যাওয়া নয়। বরং সাদা পোশাকে সুন্দর করে জেনে নিজেকে উপস্থাপনা করুন, পোশাকের মায়া ত্যাগ করুন।
3 / 6
রোম্যান্টিক মুডে এদিন প্রেমিক বা প্রেমিকার ঘুম কাড়তেই কাছাকাছি যাওয়াতে সমস্যা নেই, তবে পার্টনারের সহমত ছাড়া মোটেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবেন না।
4 / 6
সাদাদিন মজার মজার কাণ্ডে জমিয়ে দিতে পারেন হোলি পার্টি, এতে সকলের নজরের কেন্দ্রে থাকবেন আপনি।
5 / 6
আপনার পার্টনারের যদি রঙ খেলতে পছন্দ না হয়ে থাকে, তবে জোর করে তাঁর গায়ে রঙ না দেওয়াই ভালো, একান্তে ভালো ছবি দেখে এই বিশেষ দিনটিকে সেলিব্রেট করতেই পারেন।