AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Relationship Tips: একান্তে প্রেম নিবেদন! হোলিতে রোম্যান্সে ডুব দিতে মন কাড়ুন কয়েকটি টিপসে

Holi 2022: রঙের উৎসবে কাছের মানুষকে আরও একটু কাছ থেকে পাওয়ার আশা কম-বেশি সকলের মনেই থাকে। নিজেদের মত করে এই বিশেষ দিন সেলিব্রেশনের সাধও থাকে অনেকের।

| Edited By: | Updated on: Mar 17, 2022 | 7:10 PM
Share
রঙের উৎসবে কাছের মানুষকে আরও একটু কাছ থেকে পাওয়ার আশা কম-বেশি সকলের মনেই থাকে। নিজেদের মত করে এই বিশেষ দিন সেলিব্রেশনের সাধও থাকে অনেকের।

রঙের উৎসবে কাছের মানুষকে আরও একটু কাছ থেকে পাওয়ার আশা কম-বেশি সকলের মনেই থাকে। নিজেদের মত করে এই বিশেষ দিন সেলিব্রেশনের সাধও থাকে অনেকের।

1 / 6
এই বিশেষ দিনে সম্পর্ক রঙিন করে তুলতে প্রতিটা পদে পদে সাবধানতা অবলম্বণ করা একান্ত প্রয়োজন, আর কাছের মানুষের মন কাড়তে নিঃসন্দেহে এদিন মাথায় রাখুন কয়েকটি টিপস।

এই বিশেষ দিনে সম্পর্ক রঙিন করে তুলতে প্রতিটা পদে পদে সাবধানতা অবলম্বণ করা একান্ত প্রয়োজন, আর কাছের মানুষের মন কাড়তে নিঃসন্দেহে এদিন মাথায় রাখুন কয়েকটি টিপস।

2 / 6
কখনই এই বিশেষ দিনে পুরোনো পোশাক পরে ভালোবাসার মানুষটির সামনে যাওয়া নয়। বরং সাদা পোশাকে সুন্দর করে জেনে নিজেকে উপস্থাপনা করুন, পোশাকের মায়া ত্যাগ করুন।

কখনই এই বিশেষ দিনে পুরোনো পোশাক পরে ভালোবাসার মানুষটির সামনে যাওয়া নয়। বরং সাদা পোশাকে সুন্দর করে জেনে নিজেকে উপস্থাপনা করুন, পোশাকের মায়া ত্যাগ করুন।

3 / 6
রোম্যান্টিক মুডে এদিন প্রেমিক বা প্রেমিকার ঘুম কাড়তেই কাছাকাছি যাওয়াতে সমস্যা নেই, তবে পার্টনারের সহমত ছাড়া মোটেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবেন না।

রোম্যান্টিক মুডে এদিন প্রেমিক বা প্রেমিকার ঘুম কাড়তেই কাছাকাছি যাওয়াতে সমস্যা নেই, তবে পার্টনারের সহমত ছাড়া মোটেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবেন না।

4 / 6
সাদাদিন মজার মজার কাণ্ডে জমিয়ে দিতে পারেন হোলি পার্টি, এতে সকলের নজরের কেন্দ্রে থাকবেন আপনি।

সাদাদিন মজার মজার কাণ্ডে জমিয়ে দিতে পারেন হোলি পার্টি, এতে সকলের নজরের কেন্দ্রে থাকবেন আপনি।

5 / 6
আপনার পার্টনারের যদি রঙ খেলতে পছন্দ না হয়ে থাকে, তবে জোর করে তাঁর গায়ে রঙ না দেওয়াই ভালো, একান্তে ভালো ছবি দেখে এই বিশেষ দিনটিকে সেলিব্রেট করতেই পারেন।

আপনার পার্টনারের যদি রঙ খেলতে পছন্দ না হয়ে থাকে, তবে জোর করে তাঁর গায়ে রঙ না দেওয়াই ভালো, একান্তে ভালো ছবি দেখে এই বিশেষ দিনটিকে সেলিব্রেট করতেই পারেন।

6 / 6