Remedy of Alum: ফটকিরির এত গুণ! এক টুকরোতেই ঋণমুক্ত হবেন রাতারাতি, জ্বলজ্বল করবে ভাগ্য
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Nov 16, 2022 | 7:30 AM
Astrological Tips: দিনের পর দিন, কঠোর পরিশ্রম করেও কোনও আকাঙ্খা পূরণ হয় না অনেকসময়। দিনরাত এক করে, হার ভাঙা পরি্শ্রম করেও প্রাপ্য সাফল্য অর্জন করা হয়ে ওঠে না।
1 / 6
যে কোনও কাজে বার বার ব্য়াঘাত তৈরি হলে বুঝতে হবে কোনও শক্তি আপনাকে আঁকড়ে ধরেছে। যদি এমন কিছু আপনার সাথে ঘটতে থাকে, লক্ষ প্রচেষ্টার পরেও ভাগ্য আপনাকে সমর্থন না করে, তবে চিন্তা করার দরকার নেই।
2 / 6
জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে অনুযায়ী,অনুসারে কিছু সহজ ব্যবস্থা বা প্রতিকার আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফটকিরি।
3 / 6
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির ভাগ্য সমর্থন না করে এবং তিনি বারবার সাফল্যের মুখোমুখি হতে থাকেন, তবে আপনাকে অবশ্যই ফটকিরির এই বিশেষ প্রতিকারটি অবলম্বন করতে পারেন। এ জন্য কিছু ফিটকিরি এনে একটি কালো রঙের কাপড়ে বেঁধে একটি বান্ডিল তৈরি করুন। এর পরে, আপনার বাড়ির মূল দরজায় প্রায় ৬ ফুট ভিতরে এই বান্ডিলটি বেঁধে দিতে হবে।
4 / 6
যদি কোনও ব্যক্তি আর্থিক সঙ্কটের মুখোমুখি হন এবং তার আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে এক টুকরো ফটকিরি নিয়ে এসে আপনার ঘরের দেওয়ালের আলারিতে রাখুন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই প্রতিকার আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে।
5 / 6
অশুভ দৃষ্টি দূর করতেও ফটকিরি ব্যবহার করা হয়। এর সাহায্যে কুনজর থেকে মুক্তি পাওয়া যায়। এক টুকরো ফটকিরি নিয়ে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৭ বার ঘোরান।
6 / 6
এক টুকরো ফটকিরি নিয়ে একটি কালো কাপড়ে বেঁধে একটি বান্ডিল তৈরি করুন। আপনার ব্যবসায় সাফল্যের জন্য, দোকানের মূল দরজার ভিতরে এই বান্ডিলটি বেঁধে রাখাও উপকারী বলে প্রমাণিত। এতে করে আপনার ঘরে ও দোকানে অশুভ শক্তি ধারেকাছথ আসবে না এবং ভাগ্য আপনাকে সব কাজে সাহায্য করবে।