পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল ম্যাঞ্চেস্টার সিটির (Manchester Cit) ১৮ বছরের সেনসেশন রিকো লুইসকে (Rico Lewis) চেনেন? ফুটবলে হাতেখড়ি হওয়ার আগে এই রিকো লুইস বক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। (ছবি-রিকো লুইস ইন্সটাগ্রাম)
মাত্র ৪ বছর বয়স থেকে থাই বক্সিং (Thai Boxing) করতেন রিকো লুইস। তাঁর বাবা রিক লুইস দু'বারের ব্রিটিশ লাইটওয়েট চ্যাম্পিয়ন ছিলেন। যে কারণে তাঁর রক্তেই বইছে বক্সিংয়ের একটা আলাদা টান। (ছবি-ইন্সটাগ্রাম)
ফুটবল দুনিয়ায় প্রবেশ করার আগে মুয়াই থাই (Muay Thai)- এ পারদর্শী ছিলেন রিকো লুইস। তিনি এই নিয়ে জানান, থাই বক্সিং ফুটবলেও তাঁকে উন্নতি করতে সাহায্য করেছে। (ছবি-রিকো লুইস ইন্সটাগ্রাম)
রিকোর বাবা, রিক লুইসের উত্তর ম্যাঞ্চেস্টারে একটি জিমের মালিক। যেখানে রিকো ছেলেবেলা থেকে থাই বক্সিংয়ের অনুশীলন করতেন। সেখান থেই তিনি নিজেকে আরও শক্তিশালী করে তোলেন। (ছবি-ইন্সটাগ্রাম)
২০১৩ সাল থেকে ২০২২ সাল অবধি রিকো লুইস ম্যাঞ্চেস্টার সিটির যুব দলের হয়ে খেলেছেন। (ছবি-রিকো লুইস ইন্সটাগ্রাম)
ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন রিকো লুইস। এই তিন পর্যায়ে যথাক্রমে ৪টি, ৭টি ও ৩টি ম্যাচে খেলেছিলেন রিকো। (ছবি-রিকো লুইস ইন্সটাগ্রাম)
২০২২ সালে রিকোর ম্যাঞ্চেস্টার সিটির জাতীয় দলে অভিষেক হয়। এখনও ম্যান সিটির হয়ে অবধি ৭টি ম্যাচ খেলেছেন রিকো। তবে গোলদর্শন হয়নি তাঁর। (ছবি-রিকো লুইস ইন্সটাগ্রাম)