Rishabh Pant: উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে উচ্ছ্বসিত ঋষভ পন্থ

২০২১ সালের ডিসেম্বরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ঘোষণা করেছিলেন। সেই সময় ভার্চুয়ালি পন্থকে শুভেচ্ছাও জানিয়েছিলেন ধামি। এ বার দিল্লির উত্তরাখণ্ড সদনে মুখোমুখি সাক্ষাৎ হল পন্থ ও ধামির। সেখানেই তাঁকে সংবর্ধনা জানিয়েছেন ধামি।

| Edited By: | Updated on: Aug 12, 2022 | 2:54 PM
২০২১ সালের ডিসেম্বরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে (Rishabh Pant) রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ঘোষণা করেছিলেন। সেই সময় ভার্চুয়ালি পন্থকে শুভেচ্ছাও জানিয়েছিলেন ধামি। এ বার দিল্লির উত্তরাখণ্ড সদনে মুখোমুখি সাক্ষাৎ হল পন্থ ও ধামির। সেখানেই তাঁকে সংবর্ধনা জানিয়েছেন ধামি। (ছবি-ঋষভ পন্থ টুইটার)

২০২১ সালের ডিসেম্বরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে (Rishabh Pant) রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ঘোষণা করেছিলেন। সেই সময় ভার্চুয়ালি পন্থকে শুভেচ্ছাও জানিয়েছিলেন ধামি। এ বার দিল্লির উত্তরাখণ্ড সদনে মুখোমুখি সাক্ষাৎ হল পন্থ ও ধামির। সেখানেই তাঁকে সংবর্ধনা জানিয়েছেন ধামি। (ছবি-ঋষভ পন্থ টুইটার)

1 / 5
উত্তরাখণ্ডের (Uttarakhand) নয়া দায়িত্ব পাওয়ার পর টুইটারে ঋষভ পন্থ লেখেন, "আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ পুষ্করধামিজি। নিঃসন্দেহে এটা একটা দুর্দান্ত অনুভূতি এবং একটা বিশাল দায়িত্ব। সকল তরুণদের কাছে আমার বার্তা হল, তোমরা যা চাও সেটাই করতে পারবে। তার জন্য নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এবং তোমাদের মনকে সেইমতো পরিচালনা করতে হবে। এবং কঠোর পরিশ্রম করে যেতে হবে। তা হলেই সাফল্য ধরা দেবে।" (ছবি-ঋষভ পন্থ টুইটার)

উত্তরাখণ্ডের (Uttarakhand) নয়া দায়িত্ব পাওয়ার পর টুইটারে ঋষভ পন্থ লেখেন, "আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ পুষ্করধামিজি। নিঃসন্দেহে এটা একটা দুর্দান্ত অনুভূতি এবং একটা বিশাল দায়িত্ব। সকল তরুণদের কাছে আমার বার্তা হল, তোমরা যা চাও সেটাই করতে পারবে। তার জন্য নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এবং তোমাদের মনকে সেইমতো পরিচালনা করতে হবে। এবং কঠোর পরিশ্রম করে যেতে হবে। তা হলেই সাফল্য ধরা দেবে।" (ছবি-ঋষভ পন্থ টুইটার)

2 / 5
ঋষভ পন্থের শেয়ার করা ছবির উত্তরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি টুইটারে লেখেন, "ঋষভ পন্থজি আপনাকে উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নিশ্চই আপনার মাধ্যমে রাজ্যের যুবকরা খেলাধূলা ও জনস্বাস্থ্যের প্রতি উৎসাহ পাবে।" (ছবি-টুইটার)

ঋষভ পন্থের শেয়ার করা ছবির উত্তরে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি টুইটারে লেখেন, "ঋষভ পন্থজি আপনাকে উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নতুন দায়িত্ব পাওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। নিশ্চই আপনার মাধ্যমে রাজ্যের যুবকরা খেলাধূলা ও জনস্বাস্থ্যের প্রতি উৎসাহ পাবে।" (ছবি-টুইটার)

3 / 5
উত্তরাখণ্ডের ছেলে ঋষভ পন্থ। বিশ্বমঞ্চে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফলে তাঁকে দেখে সেখানকার তরুণরা অনুপ্রেরণা পাবে। এই কথা মাথায় রেখেই পন্থকে উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে বেছে নেওয়া হয়েছে। (ছবি-টুইটার)

উত্তরাখণ্ডের ছেলে ঋষভ পন্থ। বিশ্বমঞ্চে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফলে তাঁকে দেখে সেখানকার তরুণরা অনুপ্রেরণা পাবে। এই কথা মাথায় রেখেই পন্থকে উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে বেছে নেওয়া হয়েছে। (ছবি-টুইটার)

4 / 5
পন্থকে উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেন, "বিশ্বে নিজের পরিচিতি তৈরি করেছে ঋষভ পন্থ। ও দেশকে এবং রাজ্যকে সাফল্য এনে দিয়েছে। তরুণদের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করেছে উত্তরাখণ্ডের রাজ্য সরকার। যাতে তাঁরা দেশে এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের ছাপ ফেলতে পারে। এবং ঋষভ পন্থের মতো খেলোয়াড় সেই কাজের জন্য সকলকে অনুপ্রাণিত করবে।" (ছবি-টুইটার)

পন্থকে উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেন, "বিশ্বে নিজের পরিচিতি তৈরি করেছে ঋষভ পন্থ। ও দেশকে এবং রাজ্যকে সাফল্য এনে দিয়েছে। তরুণদের জন্য একটা ভালো পরিবেশ তৈরি করেছে উত্তরাখণ্ডের রাজ্য সরকার। যাতে তাঁরা দেশে এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের ছাপ ফেলতে পারে। এবং ঋষভ পন্থের মতো খেলোয়াড় সেই কাজের জন্য সকলকে অনুপ্রাণিত করবে।" (ছবি-টুইটার)

5 / 5
Follow Us:
কেন নিশানায় সুশান্ত? কসবার মাটিতেই লুকিয়ে রহস্য?
কেন নিশানায় সুশান্ত? কসবার মাটিতেই লুকিয়ে রহস্য?
কাঞ্চনের কোন সিক্রেট ফাঁস করলেন শ্রীময়ী?
কাঞ্চনের কোন সিক্রেট ফাঁস করলেন শ্রীময়ী?
দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
দিল্লি-লাহোরের দূষণের দায় কার? ক্রিকেট মাঠের বাইরে লড়াইয়ে ভারত-পাক
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
ইচ্ছেমতো বাসের ভাড়াবৃদ্ধি! কী বলছেন পরিবহন মন্ত্রী?
Arijit Singh: "আমি খারাপ...", কেন এমন হাহাকার অরিজিতের কণ্ঠে?
Arijit Singh:
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
দেদার বালি পাচার দক্ষিণ দিনাজপুরে, তৎপর প্রশাসন
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'কাছেই বাড়ি', এই অজুহাতে হেলমেট পরেন না অনেকেই...বিপদ ঘটলে সেই দায় কা
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'তৃণমূলের প্রচারক, ভোটার সবই তো বাংলাদেশ থেকে আসে', বিস্ফোরক দিলীপ ঘোষ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
'রাশিয়ান বিষ' দিয়ে প্রাণহানির আশঙ্কা, সরকারের দিকে একের পর এক নিশানা অ
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,"আমার ছেলে-মেয়েকে..."
শিশুদিবসে কাতর আর্জি কাঞ্চনের! অভিনেতা বললেন,