RSWS 2022: সচিন নামলেন, দল জিতল, সেই যেন অতীতে ফেরা

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় সংস্করণ শুরু হল। প্রথম ম্যাচে মুখোমুখি হয় সচিন তেন্ডুলকরের নেতৃত্বাত্বীন ইন্ডিয়া লেজেন্ড এবং জন্টি রোডসের দক্ষিণ আফ্রিকা লেজেন্ড দিয়ে। বড় জয় ইন্ডিয়া লেজেন্ডের।

| Edited By: | Updated on: Sep 11, 2022 | 6:30 AM
টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ওপেনিং জুটিতে নমন ওঝার সঙ্গে ৪৬ রানের পার্টনারশিপ মাস্টারব্লাস্টারের। (ছবি : টুইটার)

টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ওপেনিং জুটিতে নমন ওঝার সঙ্গে ৪৬ রানের পার্টনারশিপ মাস্টারব্লাস্টারের। (ছবি : টুইটার)

1 / 5
দু-বার ক্যাচ মিস হয় সচিনের। শুরুর দিকে পিচ মন্থর হওয়ায় বড় শট খেলতে পারছিলেন না। মাত্র ১৬ রানেই আউট লিটল মাস্টার। (ছবি : টুইটার)

দু-বার ক্যাচ মিস হয় সচিনের। শুরুর দিকে পিচ মন্থর হওয়ায় বড় শট খেলতে পারছিলেন না। মাত্র ১৬ রানেই আউট লিটল মাস্টার। (ছবি : টুইটার)

2 / 5
স্টুয়ার্ট বিনি, সুরেশ রায়না এবং শেষ দিকে ইউসুফ পাঠানের বিধ্বংসী ইনিংস। প্রথমে ব্যাট করে ২১৭-৪ স্কোর ইন্ডিয়া লেজেন্ডের। (ছবি : টুইটার)

স্টুয়ার্ট বিনি, সুরেশ রায়না এবং শেষ দিকে ইউসুফ পাঠানের বিধ্বংসী ইনিংস। প্রথমে ব্যাট করে ২১৭-৪ স্কোর ইন্ডিয়া লেজেন্ডের। (ছবি : টুইটার)

3 / 5
ভারতীয় স্পিনারদের সামলাতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা লেজেন্ডরা। লেগ স্পিনার রাহুল শর্মা ৩ উইকেট নেন। দুই বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা ও যুবরাজ সিং (Yuvraj Singh) নেন ২ ও ১টি উইকেট। (ছবি : টুইটার)

ভারতীয় স্পিনারদের সামলাতে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা লেজেন্ডরা। লেগ স্পিনার রাহুল শর্মা ৩ উইকেট নেন। দুই বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা ও যুবরাজ সিং (Yuvraj Singh) নেন ২ ও ১টি উইকেট। (ছবি : টুইটার)

4 / 5
নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ করে দক্ষিণ আফ্রিকা লেজেন্ড। সর্বাধিক ৩৮ রানের অপরাজিত ইনিংস জন্টি রোডসের (Jonty Rhodes)। ভারত জেতে ৬১ রানের বড় ব্যবধানে। (ছবি : টুইটার)

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ করে দক্ষিণ আফ্রিকা লেজেন্ড। সর্বাধিক ৩৮ রানের অপরাজিত ইনিংস জন্টি রোডসের (Jonty Rhodes)। ভারত জেতে ৬১ রানের বড় ব্যবধানে। (ছবি : টুইটার)

5 / 5
Follow Us: