Serampore Housing: বেছে-বেছে ফাঁকা ফ্ল্যাটেই দুষ্কৃতীদের লুঠপাট! আতঙ্কে শ্রীরামপুরের বাসিন্দারা

Hooghly: নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে চুরি হল বুঝে উঠতে পারছেন না বাসিন্দারা।

| Edited By: | Updated on: Dec 05, 2021 | 6:46 PM
ফের চুরির ঘটনা হুগলির শ্রীরামপুরে। পরপর চারটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে।

ফের চুরির ঘটনা হুগলির শ্রীরামপুরে। পরপর চারটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে।

1 / 8
শ্রীরামপুর থানার অন্তর্গত শ্রীরামপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের সুভাষ নগর হাউসিং কমপ্লেক্সে তিনটি আবাসনের চারটি ফ্ল্যাটে তালা ভেঙে চুরির ঘটনা নজরে আসে আজ।

শ্রীরামপুর থানার অন্তর্গত শ্রীরামপুর পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের সুভাষ নগর হাউসিং কমপ্লেক্সে তিনটি আবাসনের চারটি ফ্ল্যাটে তালা ভেঙে চুরির ঘটনা নজরে আসে আজ।

2 / 8
জানা গেছে লক্ষাধিক টাকা ও গহনা চুরি হয়েছে।শ্রীরামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে চুরির কিনারা করতে চাইছে পুলিশ।ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হাউসিং কমপ্লেক্সের বাসিন্দারা।

জানা গেছে লক্ষাধিক টাকা ও গহনা চুরি হয়েছে।শ্রীরামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে চুরির কিনারা করতে চাইছে পুলিশ।ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হাউসিং কমপ্লেক্সের বাসিন্দারা।

3 / 8
যে সব ফ্ল্যাটের বাসিন্দারা বাইরে ছিলেন সেই ফ্ল্যাটেই চুরি হয়।কলাপসিবলের তালা ও দরজার লক ভেঙে ঘরে ঢুকে আলমারির লকার ভেঙে নগদ টাকা ও গহনা লুট করে চোর।

যে সব ফ্ল্যাটের বাসিন্দারা বাইরে ছিলেন সেই ফ্ল্যাটেই চুরি হয়।কলাপসিবলের তালা ও দরজার লক ভেঙে ঘরে ঢুকে আলমারির লকার ভেঙে নগদ টাকা ও গহনা লুট করে চোর।

4 / 8
হাউসিং এর বাসিন্দা প্রভা মেহতা জানান,একের পর এক ফ্ল্যাটে পরিকল্পিতভাবে চুরি করা হয়।পাশের ফ্ল্যাটের কেউ তালা ভাঙার শব্দ শুনতে পায়নি।

হাউসিং এর বাসিন্দা প্রভা মেহতা জানান,একের পর এক ফ্ল্যাটে পরিকল্পিতভাবে চুরি করা হয়।পাশের ফ্ল্যাটের কেউ তালা ভাঙার শব্দ শুনতে পায়নি।

5 / 8
রঞ্জিত কুমার আর্যর ফ্ল্যাটে চুরি হয়েছে।তিনি বলেন,পরিবার নিয়ে সল্টলেকে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। খবর পেয়ে এসে দেখি ফ্ল্যাটের তালা ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়েছে চোরেরা।

রঞ্জিত কুমার আর্যর ফ্ল্যাটে চুরি হয়েছে।তিনি বলেন,পরিবার নিয়ে সল্টলেকে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। খবর পেয়ে এসে দেখি ফ্ল্যাটের তালা ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়েছে চোরেরা।

6 / 8
মনে হচ্ছে কেউ চোরদের ফ্ল্যাট ফাঁকা থাকার তথ্য দিয়েছে।সিসি টিভিতে দেখা গেছে রাত আড়াইটে নাগাদ তিন জন ঢুকেছে হাউসিং এ।

মনে হচ্ছে কেউ চোরদের ফ্ল্যাট ফাঁকা থাকার তথ্য দিয়েছে।সিসি টিভিতে দেখা গেছে রাত আড়াইটে নাগাদ তিন জন ঢুকেছে হাউসিং এ।

7 / 8
হাউসিং কমপ্লেক্সে মোট ২৮টি আবাসন রয়েছে, এক একটিতে ২৪ থেকে ২৮টি করে ফ্ল্যাট রয়েছে তাতে কয়েক হাজার মানুষের বাস।হাউসিং এ নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কী ভাবে চুরি বুঝে উঠতে পারছেন না বাসিন্দারা।

হাউসিং কমপ্লেক্সে মোট ২৮টি আবাসন রয়েছে, এক একটিতে ২৪ থেকে ২৮টি করে ফ্ল্যাট রয়েছে তাতে কয়েক হাজার মানুষের বাস।হাউসিং এ নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কী ভাবে চুরি বুঝে উঠতে পারছেন না বাসিন্দারা।

8 / 8
Follow Us: