UEFA Champions League: লেওয়ানডস্কির হ্যাটট্রিক, বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শুরু বার্সার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা বড় জয় দিয়েই করল বার্সেলোনা। গ্রুপ-সি এর প্রথম ম্যাচে ক্যাম্প ন্যু-তে ভিক্টোরিয়া প্লজেনকে ৫-১ হারাল কাতালান ক্লাবটি। বার্সার হয়ে হ্যাটট্রিক পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কির। জাভির দলের হয়ে অপর দুটি গোল ফ্রাঙ্ক কেসিয়ে ও ফেরান তোরেস। ভিক্টোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন জান সাইকোরা।

| Edited By: | Updated on: Sep 08, 2022 | 1:44 PM
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা বড় জয় দিয়েই করল বার্সেলোনা। গ্রুপ-সি এর প্রথম ম্যাচে ক্যাম্প ন্যু-তে ভিক্টোরিয়া প্লজেনকে ৫-১ হারাল কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে গত মরসুমটা বার্সার ভালো কাটেনি। তাই নতুন মরসুমের শুরু থেকেই জয়ের ধারা ধরে রাখতে চাইছে জাভির দল। (ছবি-বার্সেলোনা টুইটার)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা বড় জয় দিয়েই করল বার্সেলোনা। গ্রুপ-সি এর প্রথম ম্যাচে ক্যাম্প ন্যু-তে ভিক্টোরিয়া প্লজেনকে ৫-১ হারাল কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে গত মরসুমটা বার্সার ভালো কাটেনি। তাই নতুন মরসুমের শুরু থেকেই জয়ের ধারা ধরে রাখতে চাইছে জাভির দল। (ছবি-বার্সেলোনা টুইটার)

1 / 7
হুলেস কোন্দের পাস থেকে ১৩ মিনিটের মাথায় বার্সার হয়ে প্রথম গোলটি করেন ফ্রাঙ্ক কেসিয়ে (Franck Kessie)। (ছবি-বার্সেলোনা টুইটার)

হুলেস কোন্দের পাস থেকে ১৩ মিনিটের মাথায় বার্সার হয়ে প্রথম গোলটি করেন ফ্রাঙ্ক কেসিয়ে (Franck Kessie)। (ছবি-বার্সেলোনা টুইটার)

2 / 7
৩৪ মিনিটের মাথায় কাতালান ক্লাবটির হয়ে ব্যবধান বাড়ান রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। সার্জিও রোবের্তোর পাস থেকে বল জালে জড়িয়ে দেন পোলিশ তারকা। (ছবি-বার্সেলোনা টুইটার)

৩৪ মিনিটের মাথায় কাতালান ক্লাবটির হয়ে ব্যবধান বাড়ান রবার্ট লেওয়ানডস্কি (Robert Lewandowski)। সার্জিও রোবের্তোর পাস থেকে বল জালে জড়িয়ে দেন পোলিশ তারকা। (ছবি-বার্সেলোনা টুইটার)

3 / 7
এর ঠিক ১০ মিনিট পর ভিক্টোরিয়ার হয়ে একটি গোল শোধ করেন, জান সাইকোরা (Jan Sykora)। (ছবি-টুইটার)

এর ঠিক ১০ মিনিট পর ভিক্টোরিয়ার হয়ে একটি গোল শোধ করেন, জান সাইকোরা (Jan Sykora)। (ছবি-টুইটার)

4 / 7
প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+৩ মিনিট) বার্সাকে ফের এগিয়ে গেন লেওয়ানডস্কি। ওসমানে দেম্বেলের পাস থেকে জাল কাঁপান লেওয়ানডস্কি। (ছবি-বার্সেলোনা টুইটার)

প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+৩ মিনিট) বার্সাকে ফের এগিয়ে গেন লেওয়ানডস্কি। ওসমানে দেম্বেলের পাস থেকে জাল কাঁপান লেওয়ানডস্কি। (ছবি-বার্সেলোনা টুইটার)

5 / 7
দ্বিতীয়ার্ধে, ৬৭ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন লেওয়ানডস্কি। এ বার লেওয়ানডস্কিকে অ্যাসিস্ট করেন ফেরান তোরেস। চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক গোলদাতার তালিকায় লিওনেল মেসি (১৪১টি গোল) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (১২৫টি গোল) পরই রয়েছেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি (৮৮টি গোল)। (ছবি-বার্সেলোনা টুইটার)

দ্বিতীয়ার্ধে, ৬৭ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন লেওয়ানডস্কি। এ বার লেওয়ানডস্কিকে অ্যাসিস্ট করেন ফেরান তোরেস। চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক গোলদাতার তালিকায় লিওনেল মেসি (১৪১টি গোল) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (১২৫টি গোল) পরই রয়েছেন পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কি (৮৮টি গোল)। (ছবি-বার্সেলোনা টুইটার)

6 / 7
ভিক্টোরিয়ার বিরুদ্ধে নিজে গোল না পেলেও, দুটি অ্যাসিস্ট করেছেন ওসমানে দেম্বেলে। ৭১ মিনিটের দেম্বেলের পাস থেকে লক্ষ্যভেদ করেন ফেরান তোরেস (Ferran Torres)। (ছবি-বার্সেলোনা টুইটার)

ভিক্টোরিয়ার বিরুদ্ধে নিজে গোল না পেলেও, দুটি অ্যাসিস্ট করেছেন ওসমানে দেম্বেলে। ৭১ মিনিটের দেম্বেলের পাস থেকে লক্ষ্যভেদ করেন ফেরান তোরেস (Ferran Torres)। (ছবি-বার্সেলোনা টুইটার)

7 / 7
Follow Us: