Robert Lewandowski’s wife: অ্যাথলিট, নিউট্রিশনিস্ট স্ত্রীর সমর্থনই শক্তি লেওয়ানডস্কির

Anna Lewandowski: অ্যানা লেওয়ানডস্কি। সদ্য বার্সোলোনায় যোগ দেওয়া পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কির স্ত্রী। ফুটবলার স্বামীকে কেরিয়ারের প্রতিটি বাঁকে সমর্থন জুগিয়ে আসছেন অ্যানা।

| Edited By: | Updated on: Aug 23, 2022 | 8:30 AM
অ্যানা লেওয়ানডস্কি। সদ্য বার্সোলোনায় যোগ দেওয়া পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কির স্ত্রী। ফুটবলার স্বামীকে কেরিয়ারের প্রতিটি বাঁকে সমর্থন জুগিয়ে আসছেন অ্যানা। (ছবি:টুইটার)

অ্যানা লেওয়ানডস্কি। সদ্য বার্সোলোনায় যোগ দেওয়া পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কির স্ত্রী। ফুটবলার স্বামীকে কেরিয়ারের প্রতিটি বাঁকে সমর্থন জুগিয়ে আসছেন অ্যানা। (ছবি:টুইটার)

1 / 5
সুন্দরী অ্যানা নিজেও একজন অ্যাথলিট। ক্যারাটেতে ভুরি ভুরি পদক তাঁর ঘরে। বিশ্ব, ইউরোপিয়ান এবং জাতীয় চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন।(ছবি:টুইটার)

সুন্দরী অ্যানা নিজেও একজন অ্যাথলিট। ক্যারাটেতে ভুরি ভুরি পদক তাঁর ঘরে। বিশ্ব, ইউরোপিয়ান এবং জাতীয় চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন।(ছবি:টুইটার)

2 / 5
৩১ বছরের অ্যানা সর্বগুণসম্পন্না। তিনি একজন নিউট্রিশন স্পেশালিস্ট এবং ওয়ারশ-র একটি অ্যাকাডেমি থেকে ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছেন।(ছবি:টুইটার)

৩১ বছরের অ্যানা সর্বগুণসম্পন্না। তিনি একজন নিউট্রিশন স্পেশালিস্ট এবং ওয়ারশ-র একটি অ্যাকাডেমি থেকে ফিজিক্যাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছেন।(ছবি:টুইটার)

3 / 5
অ্যানা ও লেওয়ানডস্কি পরিচয় ২০০৮ সালে। ২০১৩ সালে পোল্যান্ডে চারহাত এক হয় দু'জনের। বর্তমানে ক্লারা এবং লরা নামে দুই সন্তানের বাবা-মা তাঁরা।(ছবি:টুইটার)

অ্যানা ও লেওয়ানডস্কি পরিচয় ২০০৮ সালে। ২০১৩ সালে পোল্যান্ডে চারহাত এক হয় দু'জনের। বর্তমানে ক্লারা এবং লরা নামে দুই সন্তানের বাবা-মা তাঁরা।(ছবি:টুইটার)

4 / 5
২০২০ সালের মার্চ মাসে করোনা রিলিফ ফান্ডে ১ মিলিয়ন ইউরো দান করেছিলেন লেওয়ানডস্কির স্ত্রী।(ছবি:টুইটার)

২০২০ সালের মার্চ মাসে করোনা রিলিফ ফান্ডে ১ মিলিয়ন ইউরো দান করেছিলেন লেওয়ানডস্কির স্ত্রী।(ছবি:টুইটার)

5 / 5
Follow Us: