AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohan Bopanna’s Wife: মনের অসুখ সারান, বোপান্নার সুন্দরী স্ত্রী মন কাড়লেন নেটিজেনদের

Supriya Bopanna: অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে জুটি বেঁধে খেলেছেন সানিয়া মির্জা ও রোহন বোপান্না। গ্র্যান্ড স্লাম জেতা হয়নি ভারতীয় জুটির। তবে গ্র্যান্ড স্লামের খোঁজে ম্যাচ দেখতে বসা দর্শকদের মাথা ঘুরে গিয়েছে অন্য কারণে। রড লেভার এরিনার গ্যালারি আলো করে বসেছিলেন রোহন বোপান্নার স্ত্রী। কালো পোশাকে বোপান্নার স্ত্রীকে দেখে নেটিজেনরা বলছেন, "পৃথিবী সেরা সুন্দরী মহিলা।"

| Edited By: | Updated on: Jan 30, 2023 | 11:29 PM
Share
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেললেন রোহন বোপান্না। জুটি হিসেবে টেনিস জগতের সেরা সুন্দরী সানিয়া মির্জা। অথচ সানিয়া-বোপান্নাকে ছেড়ে নেটিজেনদের আলোচনার বিষয়, ম্যাচ দেখতে আসা এক সুন্দরী মহিলা। (ছবি: ইনস্টাগ্রাম)

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেললেন রোহন বোপান্না। জুটি হিসেবে টেনিস জগতের সেরা সুন্দরী সানিয়া মির্জা। অথচ সানিয়া-বোপান্নাকে ছেড়ে নেটিজেনদের আলোচনার বিষয়, ম্যাচ দেখতে আসা এক সুন্দরী মহিলা। (ছবি: ইনস্টাগ্রাম)

1 / 9
পরণে কালো পোশাক ও মিষ্টি হাসির ওই মহিলাকে নেটিজেনরা 'সবচেয়ে সুন্দরী' আখ্যা দিয়েছেন। সানিয়া-বোপান্নার ফাইনাল দেখতে আসা ওই মহিলা আসলে টেনিস তারকা রোহন বোপান্নার স্ত্রী সুপ্রিয়া। টিভির পর্দায় সুপ্রিয়াকে দেখে বেদম ক্রাশ খেয়েছেন নেটিজেনরা।(ছবি: ইনস্টাগ্রাম)

পরণে কালো পোশাক ও মিষ্টি হাসির ওই মহিলাকে নেটিজেনরা 'সবচেয়ে সুন্দরী' আখ্যা দিয়েছেন। সানিয়া-বোপান্নার ফাইনাল দেখতে আসা ওই মহিলা আসলে টেনিস তারকা রোহন বোপান্নার স্ত্রী সুপ্রিয়া। টিভির পর্দায় সুপ্রিয়াকে দেখে বেদম ক্রাশ খেয়েছেন নেটিজেনরা।(ছবি: ইনস্টাগ্রাম)

2 / 9
কে এই সুপ্রিয়া বোপান্না? টেনিস তারকা স্ত্রী ছাড়া তাঁর কি অন্য পরিচয় আছে? যাঁর দিক থেকে চোখ ফেরতে পারছে না নেটমাধ্যম।(ছবি: ইনস্টাগ্রাম)

কে এই সুপ্রিয়া বোপান্না? টেনিস তারকা স্ত্রী ছাড়া তাঁর কি অন্য পরিচয় আছে? যাঁর দিক থেকে চোখ ফেরতে পারছে না নেটমাধ্যম।(ছবি: ইনস্টাগ্রাম)

3 / 9
বিয়ের আগে ছিলেন সুপ্রিয়া অন্নেয়া। পেশায় একজন মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট। মনের অসুখের সমাধান যাঁর হাতে, তিনিই মন কেড়েছেন টেনিস ভক্তদের। (ছবি: ইনস্টাগ্রাম)

বিয়ের আগে ছিলেন সুপ্রিয়া অন্নেয়া। পেশায় একজন মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট। মনের অসুখের সমাধান যাঁর হাতে, তিনিই মন কেড়েছেন টেনিস ভক্তদের। (ছবি: ইনস্টাগ্রাম)

4 / 9
রোহন-সুপ্রিয়ার বিয়ে হয়েছে এক দশকের বেশি। ২০১২ সালে ছিমছাম করে বিয়ে সারেন যুগলে। কর্নাটকের ক্রুগে জন্ম বোপান্নার সঙ্গে সুপ্রিয়ার পরিচয় এক কাজিন মারফত। একটি রেস্তরাঁয় আলাপ। যা পরে প্রেমে পরিণত হয়।  (ছবি: ইনস্টাগ্রাম)

রোহন-সুপ্রিয়ার বিয়ে হয়েছে এক দশকের বেশি। ২০১২ সালে ছিমছাম করে বিয়ে সারেন যুগলে। কর্নাটকের ক্রুগে জন্ম বোপান্নার সঙ্গে সুপ্রিয়ার পরিচয় এক কাজিন মারফত। একটি রেস্তরাঁয় আলাপ। যা পরে প্রেমে পরিণত হয়। (ছবি: ইনস্টাগ্রাম)

5 / 9
'রোহন বোপান্না টেনিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন'-এর ডিরেক্টরের পদে রয়েছেন সুপ্রিয়া।  (ছবি: ইনস্টাগ্রাম)

'রোহন বোপান্না টেনিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন'-এর ডিরেক্টরের পদে রয়েছেন সুপ্রিয়া। (ছবি: ইনস্টাগ্রাম)

6 / 9
সম্প্রতি বোপান্নাকে টুইটারে ট্যাগ করে এক অনুরাগী লেখেন, 'আপনার স্ত্রী সবচেয়ে সুন্দরী।' এর জবাব দিয়েছেন ৪২ বছরের টেনিস তারকা। সেই জবাব মন জয় করেছে নেটিজেনদের। লিখেছেন, "এই বিষয়ে আমি একমত।" (ছবি: ইনস্টাগ্রাম)

সম্প্রতি বোপান্নাকে টুইটারে ট্যাগ করে এক অনুরাগী লেখেন, 'আপনার স্ত্রী সবচেয়ে সুন্দরী।' এর জবাব দিয়েছেন ৪২ বছরের টেনিস তারকা। সেই জবাব মন জয় করেছে নেটিজেনদের। লিখেছেন, "এই বিষয়ে আমি একমত।" (ছবি: ইনস্টাগ্রাম)

7 / 9
বর্তমানে রোহন ও সুপ্রিয়া এক ফুটফুটে কন্যাসন্তানের অভিভাবক। তাঁদের মেয়ের নাম ত্রিধা বোপান্না।(ছবি: ইনস্টাগ্রাম)

বর্তমানে রোহন ও সুপ্রিয়া এক ফুটফুটে কন্যাসন্তানের অভিভাবক। তাঁদের মেয়ের নাম ত্রিধা বোপান্না।(ছবি: ইনস্টাগ্রাম)

8 / 9
রোহন ও সুপ্রিয়ার পেশার মধ্যে কোনও মিল নেই। কিন্তু ওই কথায় বলে না, বিপরীত চরিত্রের মানুষের প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি। রোহন-সুপ্রিয়ার সুখের সংসারের রহস্য লুকিয়ে সেখানেই।(ছবি: ইনস্টাগ্রাম)

রোহন ও সুপ্রিয়ার পেশার মধ্যে কোনও মিল নেই। কিন্তু ওই কথায় বলে না, বিপরীত চরিত্রের মানুষের প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি। রোহন-সুপ্রিয়ার সুখের সংসারের রহস্য লুকিয়ে সেখানেই।(ছবি: ইনস্টাগ্রাম)

9 / 9