Roy of Bengal: সত্যজিৎ রায়ের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান রবীন্দ্রতীর্থতে

Roy of Bengal: শতবর্ষ পরও বাংলা প্রবাদ প্রতীম পরিচালক সত্যজিৎ রায়কে নিয়ে চারিদিকে চলছে নানা অনুষ্ঠান। রাজাহাটে হিডিকো আর "রে অব বেঙ্গল"-এর উদ্যোগে বিশেষ অনুষ্ঠান

| Edited By: | Updated on: Jul 24, 2022 | 10:51 PM
দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্সের হেরিটেজ কমিটি এবং শিল্প পশ্চিমবঙ্গের সঙ্গে  যৌথভাবে "রে অব বেঙ্গল" আয়োজন করে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (HIDCO) শনিবার ২৩শে জুলাই, ২০২২ দুপুর ১২টা থেকে রবীন্দ্র তীর্থে, নিউ টাউনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে 'পথের' পাঁচালী' এবং 'হীরক রাজার দেশে'র বিশেষ স্ক্রিনিংও হয়।

দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্সের হেরিটেজ কমিটি এবং শিল্প পশ্চিমবঙ্গের সঙ্গে যৌথভাবে "রে অব বেঙ্গল" আয়োজন করে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (HIDCO) শনিবার ২৩শে জুলাই, ২০২২ দুপুর ১২টা থেকে রবীন্দ্র তীর্থে, নিউ টাউনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে 'পথের' পাঁচালী' এবং 'হীরক রাজার দেশে'র বিশেষ স্ক্রিনিংও হয়।

1 / 5
ছবি দেখানোর পরে একটি প্যানেল আলোচনা হয় যার বিষয় ছিল 'আজকের সময়ে রায়ের প্রাসঙ্গিকতা'। এই উদ্যোগ নেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন করার জন্য। দুপুর ১২টায় সিনিয়র সহ-সভাপতি গৌতম রায় উদ্বোধন করেন এই অনুষ্ঠানের। চেয়ারপারসন মিঃ জি এম কাপুর এবং মিঃ দেবাদিত্য চৌধুরী যিনি এই অনুষ্ঠানের উদ্ভাবকও তাঁরা ছিলেন।

ছবি দেখানোর পরে একটি প্যানেল আলোচনা হয় যার বিষয় ছিল 'আজকের সময়ে রায়ের প্রাসঙ্গিকতা'। এই উদ্যোগ নেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন করার জন্য। দুপুর ১২টায় সিনিয়র সহ-সভাপতি গৌতম রায় উদ্বোধন করেন এই অনুষ্ঠানের। চেয়ারপারসন মিঃ জি এম কাপুর এবং মিঃ দেবাদিত্য চৌধুরী যিনি এই অনুষ্ঠানের উদ্ভাবকও তাঁরা ছিলেন।

2 / 5
প্যানেলে ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। যাদবপুরের সিনেমা বিভাগের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, ‘অভিযাত্রিক’ ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অরিজিৎ দত্ত  (প্রিয়া সিনেমা হল মালিক)।

প্যানেলে ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। যাদবপুরের সিনেমা বিভাগের অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়, ‘অভিযাত্রিক’ ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অরিজিৎ দত্ত (প্রিয়া সিনেমা হল মালিক)।

3 / 5
মিঃ জি এম কাপুর, চেয়ারপারসন, হেরিটেজ কমিটি, দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বলেন, “বেঙ্গল চেম্বার কিংবদন্তীর ১০১তম জন্মবার্ষিকী অত্যন্ত গর্বের সঙ্গে উদযাপিত হচ্ছে”। সত্যজিৎ রায় বাংলার গর্ব এবং বাংলাকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিয়েছে। তাঁর কাজ বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে একটা অন্য মাত্রা দিয়েছে। রায় পরিচালিত সিনেমাগুলো বাস্তবের মূলবোধকে তুলে ধরে। আলোচনায় এই সব বিষয়ই উঠে আসে।

মিঃ জি এম কাপুর, চেয়ারপারসন, হেরিটেজ কমিটি, দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বলেন, “বেঙ্গল চেম্বার কিংবদন্তীর ১০১তম জন্মবার্ষিকী অত্যন্ত গর্বের সঙ্গে উদযাপিত হচ্ছে”। সত্যজিৎ রায় বাংলার গর্ব এবং বাংলাকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিয়েছে। তাঁর কাজ বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে একটা অন্য মাত্রা দিয়েছে। রায় পরিচালিত সিনেমাগুলো বাস্তবের মূলবোধকে তুলে ধরে। আলোচনায় এই সব বিষয়ই উঠে আসে।

4 / 5
বিশিষ্ট ব্যক্তিদের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সমৃদ্ধ করে। এমন অনুষ্ঠান আগামী দিনে আরও হলে বাংলা সিনেমার সঙ্গে যুক্ত হতে চাওয়া ছাত্র-ছাত্রীদের জন্যও লাভদায়ক হবে।

বিশিষ্ট ব্যক্তিদের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সমৃদ্ধ করে। এমন অনুষ্ঠান আগামী দিনে আরও হলে বাংলা সিনেমার সঙ্গে যুক্ত হতে চাওয়া ছাত্র-ছাত্রীদের জন্যও লাভদায়ক হবে।

5 / 5
Follow Us: