Premier League: ক্যাসেমিরোর শুভ আগমনের দিন লিভারপুলকে হারাল ম্যান ইউ, স্বস্তিতে টেন হ্যাগ
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Aug 23, 2022 | 10:53 AM
সময়টা ভালো যাচ্ছিল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। একে প্রিমিয়র লিগের মরসুমের শুরুতেই দুটো ম্যাচে হার। তার উপর মালিকপক্ষের বিরুদ্ধে ক্ষোভের আঁচে পুড়ছিলেন সমর্থকরা। এই দুঃসময় থেকে বেরোতে ওল্ড ট্র্যাফোর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিরুদ্ধে ভীষণ জয় প্রয়োজন ছিল। তরুণদের নিয়ে গড়া টেন হ্যাগের দল বহুকাঙ্খিত জয় এনে দিল।
1 / 6
সময়টা ভালো যাচ্ছিল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। একে প্রিমিয়র লিগের মরসুমের শুরুতেই দুটো ম্যাচে হার। তার উপর মালিকপক্ষের বিরুদ্ধে ক্ষোভের আঁচে পুড়ছিলেন সমর্থকরা। এই দুঃসময় থেকে বেরোতে ওল্ড ট্র্যাফোর্ডে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিরুদ্ধে ভীষণ জয় প্রয়োজন ছিল। তরুণদের নিয়ে গড়া টেন হ্যাগের দল বহুকাঙ্খিত জয় এনে দিল। (ছবি:টুইটার)
2 / 6
সোমবার মাঝরাতে লিভারপুরকে ২-১ গোলে হারিয়ে মরসুমের প্রথম জয় পেয়েছেন রেড ডেভিলরা। কোচ হিসেবে এরিক টেন হ্য়াগেরও এটি প্রথম জয়। হারের সরণী থেকে বেরিয়ে সালাহদের বিরুদ্ধে জয়ে কিছুটা স্বস্তিতে ম্যান ইউ কোচ।(ছবি:টুইটার)
3 / 6
ব্রেন্টফোর্ডের কাছে ০-৪ গোলে দুরমুশ হওয়া ম্যান ইউকে মোটেও এগিয়ে রাখেননি বিশেষজ্ঞরা। বরং যুর্গেন ক্লপের টিম বেশি প্রাধান্য পাচ্ছিল। শুরুতেই চমকে দেন হ্যাগ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, হ্যারি ম্যাগুয়েরদের মতো সিনিয়রদের বসিয়ে তরুণদের সুযোগ করে দেন।(ছবি:টুইটার)
4 / 6
কোচের বিশ্বাসের দাম দিলেন ছেলেরা। দলের পরিবর্তনে খেলাতেও বদল আসে চকিতে। ১৬ মিনিটে জ্যাডন স্য়াঞ্চোর গোলে এগিয়ে যায় ইউনাইটেড।(ছবি:টুইটার)
5 / 6
৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাশফোর্ড। ৮১ মিনিটে মহম্মদ সালাহর গোলে ব্যবধান কমায় লিভারপুল। এরপর বহু চেষ্টাতেও গোল আসেনি কোনও পক্ষ থেকে। (ছবি:টুইটার)
6 / 6
রিয়াল মাদ্রিদ থেকে ক্যাসেমিরোর শুভ আগমনের দিন জয়ে ফিরল ম্য়াঞ্চেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে তাঁকে স্বাগত জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। কোচ হ্যাগের সঙ্গে কোলাকুলি করতে দেখা যায়। (ছবি:টুইটার)