এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ভারতের সরিতা মোর ও সুষমা শোখিনের
Asian Wrestling Championship: এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে জোড়া পদক ভারতের। টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন ছিলেন সরিতা মোর। তবে এ বার নিজের চেনা ছন্দে ছিলেন না সরিতা। তা সত্ত্বেও শেষ অবধি টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরছেন না তিনি। ৫৯ কেজি রেসলিং বিভাগে তিনি ব্রোঞ্জ পেয়েছেন।