Sawan 2023: কোন ফুলে কোন ফল মিলবে? শ্রাবণ মাসে মনের ইচ্ছে পূরণ হবে শিবের প্রিয় ফুলেই
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Jul 16, 2023 | 12:16 PM
Favourite Flowers: ভগবান শিব শীঘ্রই তাঁর ভক্তদের প্রতি সন্তুষ্ট হন ও ভক্তদের কল্যাণ করেন। কিন্তু এমন কিছু ফুল আছে, সেগুলি মহেশ্বরকে নিবেদন করলে খুব শীঘ্রই আশীর্বাদ পান।
1 / 9
শ্রাবণ মাস হল ভগবান শিবের সবচেয়ে প্রিয়। ভগবান শিব শীঘ্রই তাঁর ভক্তদের প্রতি সন্তুষ্ট হন ও ভক্তদের কল্যাণ করেন। কিন্তু এমন কিছু ফুল আছে, সেগুলি মহেশ্বরকে নিবেদন করলে খুব শীঘ্রই আশীর্বাদ পান।
2 / 9
সুখী বিবাহিত জীবনের জন্য: বিল্বপত্র ও বেল ফল, ফুল মহাদেবের কাছে সবচেয়ে প্রিয়। শ্রাবণ মাসে শিবলিঙ্গে অর্পণ করে দাম্পত্য জীবনে কোনও ধরনের সমস্যা থাকলে তা দ্রুত অবসান হয়।
3 / 9
মোক্ষলাভের জন্য: সোম বা শনিবার শিবলিঙ্গে শমী গাছের ফুল ও পাতা অর্পণ করলে চঞ্চল মনে স্থিরতা আসে। এমনটা করলে মোক্ষ লাভের অধিকারী হয়।
4 / 9
স্বাস্থ্য উপকারের জন্য: ডুমুর গাছ ঘরের বাইরে পুঁতলে তা শুভ বলে মনে করা হয়। শ্রাবণ মাসে শিবের আরাধনা ও প্রতিকৃতির ফুল দিয়ে রুদ্রী পাঠ করলে সকল প্রকার রোগ নাশ হয়। স্বাস্থ্য উপকার পাওয়া যায়।
5 / 9
অর্থনৈতিক উপকারের জন্য: শ্রাবণ মাসে শিব-সহ দেবী লক্ষ্মী ও শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ পেতে শিবলিঙ্গে তিসি ফুল নিবেদন করা উচিত। রোগ থেকে মুক্তির পাশাপাশি অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করবে।
6 / 9
সমস্যা থেকে মুক্তি পেতে: জুঁই তেল ও ফুল শঙ্কটমোচন হনুমানজির খুব প্রিয়। ভগবান শিবের অবতার, সেই সঙ্গে এই ফুলের ব্যবহারে মঙ্গল পুজোয় উপকার পাওয়া যায়।
7 / 9
শিবের পুজোয় এই ফুলের ব্যবহার বাহনের সুখ বৃদ্ধি করে ও ঘন ঘন দুর্ঘটনা ঘটে, অবশ্যই শ্রাবণ মাসে এই ফুলটি শিবলিঙ্গে অর্পণ করবেন।
8 / 9
সন্তান ধারণের জন্য: ধুতুরা ভগবান শিবের খুব প্রিয়, তাই এর ফুল শিবের কৃপা যে পাবেনই তা শিবলিঙ্গে ধুতুরা ফুল অর্পণ করলে সন্তান লাভের বাধা দূর হয়। পুত্র লাভের উদ্দেশ্যে শিবলিঙ্গে ফুল অর্পণ করলে মনোবাঞ্ছা অবশ্যই পূরণ হয়।
9 / 9
সুখ ও সমৃদ্ধির জন্য: কাঠকরবী ফুলের আভা এবং সুবাস মহেশ্বরের খুব প্রিয় ও তাতে তুষ্টও হন। এই ফুল নিবেদন করলে জীবনে সুখ, সমৃদ্ধি ও সম্পদ আসে।