Sawan 2024: সামনেই শ্রাবণ মাস! পরম শিবভক্ত হলে গোটা মাসে এই খাবার ছুঁয়েও দেখবেন না

Food Rules of Sawan Month: কথিত আছে, স্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সমুদ্র থেকে উত্থিত হয়েছিল তীব্র বিষ। সেই বিষের প্রভাবে গোটা সৃষ্টিই ধ্বংসের মুখে চলে গিয়েছিল। সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে নিজ কণ্ঠে হলাহল ধারণ করেন মহাদিদেব। সেই বিষের জ্বালায় তাঁর কন্ঠ নীল বর্ণ ধারণ করেন। শুরু হয় তীব্র জ্বালা। বিষের জ্বালা প্রশমনের চেষ্টা করেছিলেন দেবী পার্বতী।

| Updated on: Jul 16, 2024 | 2:48 PM
সামনেই পড়ছে শ্রাবণ মাস। গোটা মাস জুড়ে শিবভক্তরা মহাদেবের পুজো করে থাকেন। শিবলিঙ্গের মাথায় দুধ ও জল ঢেলে উপবাস পালন করেন বহু ভক্ত। পবিত্র শ্রাবণ মাসে বিধি মেনে শিবের আরাধনা করলে মনের ইচ্ছা পূরণ হয়। পাওয়া যায় মহাদেবের অশেষ কৃপা। 

সামনেই পড়ছে শ্রাবণ মাস। গোটা মাস জুড়ে শিবভক্তরা মহাদেবের পুজো করে থাকেন। শিবলিঙ্গের মাথায় দুধ ও জল ঢেলে উপবাস পালন করেন বহু ভক্ত। পবিত্র শ্রাবণ মাসে বিধি মেনে শিবের আরাধনা করলে মনের ইচ্ছা পূরণ হয়। পাওয়া যায় মহাদেবের অশেষ কৃপা। 

1 / 9
শ্রাবণ মাসের সোমবার ব্রত ও উপবাস পালন করলে মনে চলতে হয় বিশেষ কিছু নিয়ম। হিন্দু শাস্ত্র মতে, শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র ও শুদ্ধ মাস বলে মনে করা হয়। বিশেষ আচারবিধি মেনে মহাদেবের আরাধনা করা হয়। পুরাণ ও শাস্ত্র মতে, মহাদেব হলেন মনস্কামনা পূরক দেবতা। সব অমঙ্গলের সংহারক। তাঁর সেবা করলে মানবসমাজের কল্যান বর্ষিত হয়। 

শ্রাবণ মাসের সোমবার ব্রত ও উপবাস পালন করলে মনে চলতে হয় বিশেষ কিছু নিয়ম। হিন্দু শাস্ত্র মতে, শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র ও শুদ্ধ মাস বলে মনে করা হয়। বিশেষ আচারবিধি মেনে মহাদেবের আরাধনা করা হয়। পুরাণ ও শাস্ত্র মতে, মহাদেব হলেন মনস্কামনা পূরক দেবতা। সব অমঙ্গলের সংহারক। তাঁর সেবা করলে মানবসমাজের কল্যান বর্ষিত হয়। 

2 / 9
কথিত আছে, স্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সমুদ্র থেকে উত্থিত হয়েছিল তীব্র বিষ। সেই বিষের প্রভাবে গোটা সৃষ্টিই ধ্বংসের মুখে চলে গিয়েছিল। সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে নিজ কণ্ঠে হলাহল ধারণ করেন মহাদিদেব। সেই বিষের জ্বালায় তাঁর কন্ঠ নীল বর্ণ ধারণ করেন। শুরু হয় তীব্র জ্বালা। বিষের জ্বালা প্রশমনের চেষ্টা করেছিলেন দেবী পার্বতী।

কথিত আছে, স্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল। সমুদ্র থেকে উত্থিত হয়েছিল তীব্র বিষ। সেই বিষের প্রভাবে গোটা সৃষ্টিই ধ্বংসের মুখে চলে গিয়েছিল। সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে নিজ কণ্ঠে হলাহল ধারণ করেন মহাদিদেব। সেই বিষের জ্বালায় তাঁর কন্ঠ নীল বর্ণ ধারণ করেন। শুরু হয় তীব্র জ্বালা। বিষের জ্বালা প্রশমনের চেষ্টা করেছিলেন দেবী পার্বতী।

3 / 9
হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, শ্রাবণ মাস শুরু হতে চলেছে আগামী ২২ জুলাই থেকে। শেষ হবে  এবছর ১৭ অগস্ট পর্যন্ত। শিবের মাসে বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যক। কথিত আছে, দই-দুধ ছাড়া বেশ কিছু খাবার খাওয়া এই মাসে নিষিদ্ধ। খেলে হতে পারে মহাপাপ। 

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, শ্রাবণ মাস শুরু হতে চলেছে আগামী ২২ জুলাই থেকে। শেষ হবে  এবছর ১৭ অগস্ট পর্যন্ত। শিবের মাসে বেশ কিছু নিয়ম মেনে চলা আবশ্যক। কথিত আছে, দই-দুধ ছাড়া বেশ কিছু খাবার খাওয়া এই মাসে নিষিদ্ধ। খেলে হতে পারে মহাপাপ। 

4 / 9
ভগবান শিবকে সন্তুষ্ট করতে ও তাঁর আশীর্বাদ পেতে সাওয়ান মাসকে খুব বিশেষ বলে মনে করা হয়। এই পবিত্র মাসে ভুল করেও পেঁয়াজ, রসুন, মদ, মাংস ইত্যাদি খাওয়া উচিত নয়। এগুলি খাওয়ার ফলে শরীর গরম হয়ে ওঠে। তাতে মন আধ্যাত্মিক শক্তির আরাধনা থেকে সরে যেতে পারে, ভুল পথে চালিত হতে পারে বলে মনে করা হয়। 

ভগবান শিবকে সন্তুষ্ট করতে ও তাঁর আশীর্বাদ পেতে সাওয়ান মাসকে খুব বিশেষ বলে মনে করা হয়। এই পবিত্র মাসে ভুল করেও পেঁয়াজ, রসুন, মদ, মাংস ইত্যাদি খাওয়া উচিত নয়। এগুলি খাওয়ার ফলে শরীর গরম হয়ে ওঠে। তাতে মন আধ্যাত্মিক শক্তির আরাধনা থেকে সরে যেতে পারে, ভুল পথে চালিত হতে পারে বলে মনে করা হয়। 

5 / 9
সুস্থ থাকার জন্য সবুজ শাক-সবজি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে বৃষ্টির কারণ শাক-সবজির বৃদ্ধিও হয় ভাল। তবে এই বৃষ্টির দিনেই শাক-সবজিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত বৃদ্ধি পায়। যদি কেউ জেনে-বুঝে এসব খেয়ে থাকেন, তাহলে তিনি পাপের ফল ভোগ করতে পারেন।

সুস্থ থাকার জন্য সবুজ শাক-সবজি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রাবণ মাসে বৃষ্টির কারণ শাক-সবজির বৃদ্ধিও হয় ভাল। তবে এই বৃষ্টির দিনেই শাক-সবজিতে ব্যাকটেরিয়া ও ভাইরাস দ্রুত বৃদ্ধি পায়। যদি কেউ জেনে-বুঝে এসব খেয়ে থাকেন, তাহলে তিনি পাপের ফল ভোগ করতে পারেন।

6 / 9
জ্যোতিষশাস্ত্র অনুসারে, দই শুধুমাত্র দুধ থেকে তৈরি হয়, তাই এই সময়ে দই খাওয়াও নিষিদ্ধ। মনে করা হয়, এই সময় দই ব্যাকটেরিয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে। তাই টকদই যদি নিয়মিত গ্রহণ করে থাকেন, তাহলে পাপবোধ কাজ করতে পারে। ভুল পথে চালিত হতে পারেন আপনি। 

জ্যোতিষশাস্ত্র অনুসারে, দই শুধুমাত্র দুধ থেকে তৈরি হয়, তাই এই সময়ে দই খাওয়াও নিষিদ্ধ। মনে করা হয়, এই সময় দই ব্যাকটেরিয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে। তাই টকদই যদি নিয়মিত গ্রহণ করে থাকেন, তাহলে পাপবোধ কাজ করতে পারে। ভুল পথে চালিত হতে পারেন আপনি। 

7 / 9
জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত। কথিত আছে, বৃষ্টির সময় বেগুনে পোকামাকড় থাকার সম্ভাবনা বেড়ে যায়। এই সময় বেগুন খেলে মানুষ পশুর প্রতি অত্যাচার করে পাপ কাজ করতে পারে। এই মাসে যতটা সম্ভব বেগুন খাওয়া থেকে বিরত থাকা উচিত।

জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত। কথিত আছে, বৃষ্টির সময় বেগুনে পোকামাকড় থাকার সম্ভাবনা বেড়ে যায়। এই সময় বেগুন খেলে মানুষ পশুর প্রতি অত্যাচার করে পাপ কাজ করতে পারে। এই মাসে যতটা সম্ভব বেগুন খাওয়া থেকে বিরত থাকা উচিত।

8 / 9
শ্রাবণ মাসের বৃষ্টিতে মাটি উর্বরা হয়ে ওঠে। ঘাস-পাতা সতেজ হয়ে চরচর করে বেডে ওঠে। হিন্দুধর্ম মতে, এই সময় ভাইরাস ও পোকামাকড় জন্মায়, তা গরু, মোষ, ভেড়া সেই ঘাস খেয়ে থাকে। এর ফলে গরু-মহিষের দুধও ব্যকটেরিয়াপূর্ণ হয়ে থাকে। তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা হলে পাপ হতে পারে। তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা একেবারেই উচিত নয়।

শ্রাবণ মাসের বৃষ্টিতে মাটি উর্বরা হয়ে ওঠে। ঘাস-পাতা সতেজ হয়ে চরচর করে বেডে ওঠে। হিন্দুধর্ম মতে, এই সময় ভাইরাস ও পোকামাকড় জন্মায়, তা গরু, মোষ, ভেড়া সেই ঘাস খেয়ে থাকে। এর ফলে গরু-মহিষের দুধও ব্যকটেরিয়াপূর্ণ হয়ে থাকে। তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা হলে পাপ হতে পারে। তাই শ্রাবণ মাসে কাঁচা দুধ পান করা একেবারেই উচিত নয়।

9 / 9
Follow Us: