Sawan Monday Fasting: একে মলমাস, তার উপর শ্রাবণ মাসের সোমবার! শিব-পার্বতীর কৃপা পেতে এভাবে করুন উপোস

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jul 23, 2023 | 2:07 PM

Sawan 2023: প্রতি সোমবার শিবের পুজো যারা করেন, তাদের কাছে শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয় শিবের মাসে উপবাস পালন করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় অতিসহজে।

1 / 10
বাংলা ক্যালেন্ডার অনুসারে, পবিত্র শ্রাবণ মাস শুরু হয়েছে গত ১৮ জুলাই থেকে। আগামী ২৪ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। তবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ১৯ বছর পর শ্রাবণ মাস পালিত হচ্ছে মাত্র ২ মাস। এবার ৪ নয়, মোট ৮ সোমবার পালন করছেন শিবভক্তরা।

বাংলা ক্যালেন্ডার অনুসারে, পবিত্র শ্রাবণ মাস শুরু হয়েছে গত ১৮ জুলাই থেকে। আগামী ২৪ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার। তবে হিন্দু ক্যালেন্ডার অনুসারে, ১৯ বছর পর শ্রাবণ মাস পালিত হচ্ছে মাত্র ২ মাস। এবার ৪ নয়, মোট ৮ সোমবার পালন করছেন শিবভক্তরা।

2 / 10
প্রতি সোমবার শিবের পুজো যারা করেন, তাদের কাছে শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয় শিবের মাসে উপবাস পালন করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় অতিসহজে। শিবের কৃপায় ভক্তরা সুখ-শান্তি-সমৃদ্ধি, স্বাস্থ্য ও সম্পদ বৃদ্ধি পায় নিমেষে।

প্রতি সোমবার শিবের পুজো যারা করেন, তাদের কাছে শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয় শিবের মাসে উপবাস পালন করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় অতিসহজে। শিবের কৃপায় ভক্তরা সুখ-শান্তি-সমৃদ্ধি, স্বাস্থ্য ও সম্পদ বৃদ্ধি পায় নিমেষে।

3 / 10
পঞ্চাঙ্গ অনুসারে শ্রাবণ মাসের প্রথম সোমবার একসঙ্গে পালিত হচ্ছে সুকর্ম যোগ, রেবতি নক্ষত্র  ও শ্রাবণ কৃষ্ণ অষ্টমী তিথি হিসেবে পালন করা হয়।

পঞ্চাঙ্গ অনুসারে শ্রাবণ মাসের প্রথম সোমবার একসঙ্গে পালিত হচ্ছে সুকর্ম যোগ, রেবতি নক্ষত্র ও শ্রাবণ কৃষ্ণ অষ্টমী তিথি হিসেবে পালন করা হয়।

4 / 10
এদিন ভক্তরা মধু, দই, দুধ, ফুল, বেলপাতা, ঘি ও চিনি নিবেদন করে ভগবান শিবকে খুশি করার চেষ্টা করতেন। ভক্তদের ইচ্ছা, বাসনা পূরণের জন্য শিবের উপবাস রাখা হয়। প্রশম সোমবার উপবাস করা দেশের একাধিক এলাকায় সাধারণ অভ্যেস হিসেবে পালন করা হয়।

এদিন ভক্তরা মধু, দই, দুধ, ফুল, বেলপাতা, ঘি ও চিনি নিবেদন করে ভগবান শিবকে খুশি করার চেষ্টা করতেন। ভক্তদের ইচ্ছা, বাসনা পূরণের জন্য শিবের উপবাস রাখা হয়। প্রশম সোমবার উপবাস করা দেশের একাধিক এলাকায় সাধারণ অভ্যেস হিসেবে পালন করা হয়।

5 / 10
শিবের কৃপা পেতে শ্রাবণ সোমবার উপবাস পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এদিন সমস্ত বিধিনিষেধ মেনে সারাদিন উপবাস পালন করলে পুণ্যলাভ করতে পারেন ভক্তরা।

শিবের কৃপা পেতে শ্রাবণ সোমবার উপবাস পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এদিন সমস্ত বিধিনিষেধ মেনে সারাদিন উপবাস পালন করলে পুণ্যলাভ করতে পারেন ভক্তরা।

6 / 10
শ্রাবণ মাসের উপবাস পালন করলে ভক্তরা মাংস, ডিম, রসুন, পেঁয়াজ ও অন্যান্য আমিষ বা তামসিক খাবার খাওয়া এড়িয়ে চলুন। সাধারণ লবণ এড়িয়ে চলুন। সাত্ত্বিক খাবার বেছে নিন। কিন্তু সেই রান্নায় যেন রক সল্ট থাকা উচিত।

শ্রাবণ মাসের উপবাস পালন করলে ভক্তরা মাংস, ডিম, রসুন, পেঁয়াজ ও অন্যান্য আমিষ বা তামসিক খাবার খাওয়া এড়িয়ে চলুন। সাধারণ লবণ এড়িয়ে চলুন। সাত্ত্বিক খাবার বেছে নিন। কিন্তু সেই রান্নায় যেন রক সল্ট থাকা উচিত।

7 / 10
মদ ও অ্যালকোহল জাতীয় পানীয় বা খাবার খাওয়া থেকে এড়িয়ে যাওয়া উচিত। ভগবান শিবকে হলুদ, নারকেল, তুলসী পাতা ইত্যাদি নিবেদন করবেন না এদিন। এগুলি মহাদেবকে নিবেদন করা নিষিদ্ধ।

মদ ও অ্যালকোহল জাতীয় পানীয় বা খাবার খাওয়া থেকে এড়িয়ে যাওয়া উচিত। ভগবান শিবকে হলুদ, নারকেল, তুলসী পাতা ইত্যাদি নিবেদন করবেন না এদিন। এগুলি মহাদেবকে নিবেদন করা নিষিদ্ধ।

8 / 10
শ্রাবণ সোমবারে উপবাস পালন করলে ভক্তরা শিব ও পার্বতীর আশীর্বাদ পান একসঙ্গে। উপবাস পালন করলে ভক্তদের খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে শিবমন্দিরে পুজো দিতে যেতে হবে।

শ্রাবণ সোমবারে উপবাস পালন করলে ভক্তরা শিব ও পার্বতীর আশীর্বাদ পান একসঙ্গে। উপবাস পালন করলে ভক্তদের খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে শিবমন্দিরে পুজো দিতে যেতে হবে।

9 / 10
মন্দিরে গিয়ে ভোলেবাবার কাছে নিজের ইচ্ছাপূরণের কথা জানিয়ে প্রণাম করতে হবে। শিবের উপাসনা করা দরকার এদিন। শিব ও পারব্তীকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা দরকার। এছাড়া নৈবেদ্য হিসেবে মিষ্টি ও ফল দিতে পারেন।

মন্দিরে গিয়ে ভোলেবাবার কাছে নিজের ইচ্ছাপূরণের কথা জানিয়ে প্রণাম করতে হবে। শিবের উপাসনা করা দরকার এদিন। শিব ও পারব্তীকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা দরকার। এছাড়া নৈবেদ্য হিসেবে মিষ্টি ও ফল দিতে পারেন।

10 / 10
শ্রাবণ মাসের সোমবারে প্রত্য়ক শিবমন্দিরে প্রচুর ভক্তের ভিড় হয়। সঙ্গে শিবমন্ত্র শ্লোক উচ্চারিত হয়। শ্রাবণ মাসের উপবাস রাখলে সাত্ত্বিক খাবার ও ফলমূল খেয়ে উপোস ভঙ্গ করতে পারেন।

শ্রাবণ মাসের সোমবারে প্রত্য়ক শিবমন্দিরে প্রচুর ভক্তের ভিড় হয়। সঙ্গে শিবমন্ত্র শ্লোক উচ্চারিত হয়। শ্রাবণ মাসের উপবাস রাখলে সাত্ত্বিক খাবার ও ফলমূল খেয়ে উপোস ভঙ্গ করতে পারেন।

Next Photo Gallery