AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sawan Somwar: শ্রাবণ মাসের সোমবার কী ভাবে শিবের ব্রত পালন করলে মিলবে রাশি রাশি টাকা? কাটবে দাম্পত্যের কষ্টও

কেবল শিবের ব্রত করলেই তো আর হল না। ভাল ফল পেতে গেলে মানতে হয় কিছু নিয়মকানুন, কথিত তবেই মিলবে সুফল। এই মাসে ভক্তিভরে শিবের কাছে কয়েকটি জিনিস নিবেদন করলে ঘুচে যায় অর্থ-কষ্ট, থাকে না জীবনের দুঃখ, অশান্তি।

| Updated on: Aug 04, 2024 | 9:22 AM
Share
চলছে শ্রাবণ মাস। মহাদেবের ভক্তদের কাছে তো বটেই, হিন্দুদের কাছেও এই মাসের গুরত্ব অপরিসীম। বিশ্বাস এই মাসে দেবাদিদেব শিবের কাছে শুদ্ধ মনে নিয়ম মেনে পুজো দিয়ে কোনও মনষ্কামনা করলে তা পূরণ হয়।

চলছে শ্রাবণ মাস। মহাদেবের ভক্তদের কাছে তো বটেই, হিন্দুদের কাছেও এই মাসের গুরত্ব অপরিসীম। বিশ্বাস এই মাসে দেবাদিদেব শিবের কাছে শুদ্ধ মনে নিয়ম মেনে পুজো দিয়ে কোনও মনষ্কামনা করলে তা পূরণ হয়।

1 / 8
তার উপর কাল সোমবার। সোমবার মানে শিবের বার! এই দিন শিবের উপাসনা করার জন্য আদর্শ। তবে কেবল শিবের ব্রত করলেই তো আর হল না। ভাল ফল পেতে গেলে মানতে হয় কিছু নিয়মকানুন, কথিত তবেই মিলবে সুফল। এই মাসে ভক্তিভরে শিবের কাছে কয়েকটি জিনিস নিবেদন করলে ঘুচে যায় অর্থ-কষ্ট, থাকে না জীবনের দুঃখ, অশান্তি।

তার উপর কাল সোমবার। সোমবার মানে শিবের বার! এই দিন শিবের উপাসনা করার জন্য আদর্শ। তবে কেবল শিবের ব্রত করলেই তো আর হল না। ভাল ফল পেতে গেলে মানতে হয় কিছু নিয়মকানুন, কথিত তবেই মিলবে সুফল। এই মাসে ভক্তিভরে শিবের কাছে কয়েকটি জিনিস নিবেদন করলে ঘুচে যায় অর্থ-কষ্ট, থাকে না জীবনের দুঃখ, অশান্তি।

2 / 8
কিন্তু কী সেই উপায়, যা মানলে সন্তুষ্ট হবেন শিব? বলা হয় দুধ ভগবান শিবের খুব প্রিয়। তাই শ্রাবণ মাসের সোমবার অবশ্যই শিবকে দুগ্ধাভিষেক করানো উচিত। দুধ, গঙ্গা জল, ঘি মধু নিবেদন করে স্নান করান শিবকে।

কিন্তু কী সেই উপায়, যা মানলে সন্তুষ্ট হবেন শিব? বলা হয় দুধ ভগবান শিবের খুব প্রিয়। তাই শ্রাবণ মাসের সোমবার অবশ্যই শিবকে দুগ্ধাভিষেক করানো উচিত। দুধ, গঙ্গা জল, ঘি মধু নিবেদন করে স্নান করান শিবকে।

3 / 8
শিবপুরাণ অনুযায়ী বেলপাতার গুরুত্ব অপরিসীম। শ্রাবণ মাসের সোমবার শুদ্ধ মনে ভগবান শিবকে বেলপাতা অর্পণ করলে মনবাঞ্ছা পূরণ হয়।

শিবপুরাণ অনুযায়ী বেলপাতার গুরুত্ব অপরিসীম। শ্রাবণ মাসের সোমবার শুদ্ধ মনে ভগবান শিবকে বেলপাতা অর্পণ করলে মনবাঞ্ছা পূরণ হয়।

4 / 8
এই দিনেই শিবকে শমী পাতা অর্পণের নিয়ম রয়েছে। শাস্ত্র মতে শমী গাছে বাস করেন স্বয়ং শনি দেব। তাই এই দিনে শমী পাতা অর্পণ করলে ভগবান শিবের সঙ্গে সঙ্গেই শনি দেবের আশির্বাদ পাওয়া যায়।

এই দিনেই শিবকে শমী পাতা অর্পণের নিয়ম রয়েছে। শাস্ত্র মতে শমী গাছে বাস করেন স্বয়ং শনি দেব। তাই এই দিনে শমী পাতা অর্পণ করলে ভগবান শিবের সঙ্গে সঙ্গেই শনি দেবের আশির্বাদ পাওয়া যায়।

5 / 8
যে কোনও দোষ থেকে অথবা পিতৃদোষ থেকে মুক্তি পেতে চাইলে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করে দেখতে পারেন। আবার শিবলিঙ্গে চাল অর্পণ করলে শিবের সঙ্গে মেলে মা লক্ষ্মীর আশির্বাদও। তাই শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে কালো তিল এবং চাল অর্পণ করে দেখতে পারেন।

যে কোনও দোষ থেকে অথবা পিতৃদোষ থেকে মুক্তি পেতে চাইলে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করে দেখতে পারেন। আবার শিবলিঙ্গে চাল অর্পণ করলে শিবের সঙ্গে মেলে মা লক্ষ্মীর আশির্বাদও। তাই শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে কালো তিল এবং চাল অর্পণ করে দেখতে পারেন।

6 / 8
দাম্পত্য জীবনের আদর্শ দম্পতি হলেন শিব-পার্বতি জুটি। আর আপনার নিজের দাম্পত্য জীবন যদি সুখ, শান্তিতে ভরে দিতে চান তা হলে সোমবার ভগবান শিবকে গম অর্পণ করে দেখতে পারেন। মনে করা হয়, শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে গম নিবেদন করলে দাম্পত্য জীবনের সমস্যা এবং সন্তান ধারণের বাধা কেটে যায়।

দাম্পত্য জীবনের আদর্শ দম্পতি হলেন শিব-পার্বতি জুটি। আর আপনার নিজের দাম্পত্য জীবন যদি সুখ, শান্তিতে ভরে দিতে চান তা হলে সোমবার ভগবান শিবকে গম অর্পণ করে দেখতে পারেন। মনে করা হয়, শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে গম নিবেদন করলে দাম্পত্য জীবনের সমস্যা এবং সন্তান ধারণের বাধা কেটে যায়।

7 / 8
যদি কোনও সমস্যা থেকে মুক্তি পেতে রুদ্রাক্ষ ধারণের কথা ভেবে থাকেন, তা হলে এই মাস তার উপযুক্ত সময়। শাস্ত্র মতে এই সময় রুদ্রাক্ষ ধারণ করলে সবচেয়ে বেশি ফল মেলে। আবার বাড়িতে স্ফটিক-শিবলিঙ্গ বসাতে পারেন। তবে শ্রাবণ মাসে প্রতিদিন স্নানের পরে শিবস্তোত্র পাঠ করলে আরও ভাল।

যদি কোনও সমস্যা থেকে মুক্তি পেতে রুদ্রাক্ষ ধারণের কথা ভেবে থাকেন, তা হলে এই মাস তার উপযুক্ত সময়। শাস্ত্র মতে এই সময় রুদ্রাক্ষ ধারণ করলে সবচেয়ে বেশি ফল মেলে। আবার বাড়িতে স্ফটিক-শিবলিঙ্গ বসাতে পারেন। তবে শ্রাবণ মাসে প্রতিদিন স্নানের পরে শিবস্তোত্র পাঠ করলে আরও ভাল।

8 / 8