CWG 2022: মা কা বেটি! মায়ের পদাঙ্ক অনুসরণ করে ৩২ বছর পর সোনা মেয়ের

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 05, 2022 | 9:30 AM

Eilish McColgan Gold In CWG: লাইক মাদার লাইক ডটার। অর্থাৎ যে মেয়ে মায়ের সবরকম দোষগুণ পেয়েছে। কমনওয়েলথ গেমসের মঞ্চে তেমনই এক উদাহরণ পাওয়া গেল। ১০ হাজার মিটার দৌড়ে রেকর্ড গড়ে সোনা জিতলেন স্কটল্যান্ডের এলিস ম্যাককোলগান। ৩২ বছর আগে এই একই ইভেন্টে সোনা জিতেছিলেন তাঁর মা লিজ।

1 / 5
লাইক মাদার লাইক ডটার। অর্থাৎ যে মেয়ে মায়ের সবরকম দোষগুণ পেয়েছে। কমনওয়েলথ গেমসের মঞ্চে তেমনই এক উদাহরণ পাওয়া গেল। ১০ হাজার মিটার দৌড়ে রেকর্ড গড়ে সোনা জিতলেন স্কটল্যান্ডের এলিস ম্যাককোলগান। ৩২ বছর আগে এই একই ইভেন্টে সোনা জিতেছিলেন তাঁর মা লিজ। (ছবি:টুইটার)

লাইক মাদার লাইক ডটার। অর্থাৎ যে মেয়ে মায়ের সবরকম দোষগুণ পেয়েছে। কমনওয়েলথ গেমসের মঞ্চে তেমনই এক উদাহরণ পাওয়া গেল। ১০ হাজার মিটার দৌড়ে রেকর্ড গড়ে সোনা জিতলেন স্কটল্যান্ডের এলিস ম্যাককোলগান। ৩২ বছর আগে এই একই ইভেন্টে সোনা জিতেছিলেন তাঁর মা লিজ। (ছবি:টুইটার)

2 / 5
মায়ের লেগ্যাসি বইছেন মেয়ে। ৩১ বছরের এলিস ৩০ মিনিট ৪৮.৬০ সেকেন্ডে দৌড় শেষ করেন। দর্শকাসনে তখন এলিসের মা লিজ। কমনওয়েলথ গেমসের দশ হাজার মিটার দৌড়ে লিজ সোনা জিতেছিলেন দু'বার। ১৯৮৬ এবং ১৯৯০ সালে।(ছবি:টুইটার)

মায়ের লেগ্যাসি বইছেন মেয়ে। ৩১ বছরের এলিস ৩০ মিনিট ৪৮.৬০ সেকেন্ডে দৌড় শেষ করেন। দর্শকাসনে তখন এলিসের মা লিজ। কমনওয়েলথ গেমসের দশ হাজার মিটার দৌড়ে লিজ সোনা জিতেছিলেন দু'বার। ১৯৮৬ এবং ১৯৯০ সালে।(ছবি:টুইটার)

3 / 5
রেস জিতেই আবেগে ভাসলেন মা ও মেয়ে। জড়িয়ে ধরলেন একে অপরকে। আপ্লুত লিজ স্নেহের চুম্বন এঁকে দিলেন মেয়ের গালে। মেয়ে তাঁকেও ছাপিয়ে গিয়েছে এটা ভেবেই খুশি লিজ।(ছবি:টুইটার)

রেস জিতেই আবেগে ভাসলেন মা ও মেয়ে। জড়িয়ে ধরলেন একে অপরকে। আপ্লুত লিজ স্নেহের চুম্বন এঁকে দিলেন মেয়ের গালে। মেয়ে তাঁকেও ছাপিয়ে গিয়েছে এটা ভেবেই খুশি লিজ।(ছবি:টুইটার)

4 / 5
এখনও ঘোরের মধ্যে রয়েছে এলিস। মায়ের সঙ্গে একাসনে বসাটা স্বপ্নের মতো মনে হচ্ছে তাঁর। স্কটল্যান্ডের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে কেঁদে ফেলেন তারকা অ্যাথলিট।(ছবি:টুইটার)

এখনও ঘোরের মধ্যে রয়েছে এলিস। মায়ের সঙ্গে একাসনে বসাটা স্বপ্নের মতো মনে হচ্ছে তাঁর। স্কটল্যান্ডের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে কেঁদে ফেলেন তারকা অ্যাথলিট।(ছবি:টুইটার)

5 / 5
এলিস ম্যাককোলগান মুহূর্তটির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, "বছরটা ভীষণ চড়াই উতরাইয়ের মধ্যে কেটেছে। আমার পরিবার এবং দর্শকদের পূর্ণ সমর্থন পেয়েছি।"(ছবি:টুইটার)

এলিস ম্যাককোলগান মুহূর্তটির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, "বছরটা ভীষণ চড়াই উতরাইয়ের মধ্যে কেটেছে। আমার পরিবার এবং দর্শকদের পূর্ণ সমর্থন পেয়েছি।"(ছবি:টুইটার)

Next Photo Gallery
Bone and Joint Problem: এই ৫ খাবার হাড়কে ভিতর থেকে উইপোকার মত খেয়ে ফেলে, দূরত্ব বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের
Irrfan Khan: ‘ইরফানের চিকিৎসায় ভুল করে ফেলিনি তো’! মৃত্যুর ২ বছর পরও মেডিক্যাল ফাইল আগলে অস্বস্তিতে স্ত্রী