Sealdah Metro: আর পাঁচটা মেট্রো স্টেশনের থেকে অনেকটাই বেশি উন্নত প্রযুক্তিসম্পন্ন, দেখে নিন শিয়ালদহ মেট্রো স্টেশনের ভিতরের ছবি

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 11, 2022 | 2:11 PM

Sealdah Metro: প্ল্যাটফর্মে মেট্রো ঢুকলেই খুলে যাবে গ্লাস ডোর। তারপর যাত্রীরা মেট্রোয় উঠতে পারবেন।

1 / 6
অত্যাধুনিক ব্যবস্থাপনা রয়েছে শিয়ালদহ মেট্রো স্টেশনে। যাত্রীরা প্রথমে টিকিট কেটে চলমান সিঁড়ি দিয়ে নেমে আসবেন প্ল্যাটফর্মে। সামনেই রয়েছে একটি গ্লাস ডোর।

অত্যাধুনিক ব্যবস্থাপনা রয়েছে শিয়ালদহ মেট্রো স্টেশনে। যাত্রীরা প্রথমে টিকিট কেটে চলমান সিঁড়ি দিয়ে নেমে আসবেন প্ল্যাটফর্মে। সামনেই রয়েছে একটি গ্লাস ডোর।

2 / 6
প্ল্যাটফর্মে মেট্রো ঢুকলেই খুলে যাবে গ্লাস ডোর। তারপর যাত্রীরা মেট্রোয় উঠতে পারবেন। মেট্রো ট্র্যাকে যাতে কেউ পড়ে না যান, কিংবা মেট্রোয় আত্মহত্যার প্রবণতা রুখতেই এই অত্যাধুনিক ব্যবস্থা করা হয়েছে।

প্ল্যাটফর্মে মেট্রো ঢুকলেই খুলে যাবে গ্লাস ডোর। তারপর যাত্রীরা মেট্রোয় উঠতে পারবেন। মেট্রো ট্র্যাকে যাতে কেউ পড়ে না যান, কিংবা মেট্রোয় আত্মহত্যার প্রবণতা রুখতেই এই অত্যাধুনিক ব্যবস্থা করা হয়েছে।

3 / 6
সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলত। তাই লোকাল ট্রেনের যাত্রী কিংবা শিয়ালদহ অঞ্চল থেকে সল্টলেকের দিকে আসতেন, তাঁদের বাস অটোর ঝক্কি পোহাতে হয়। সেই দিন এবার অতীত। শিলায়দহে লোকাল ট্রেন থেকে নেমে মেট্রো চেপে সোজা সেক্টর ফাইভ বা সল্টলেক। যাত্রাপথের দৈর্ঘ্য ৯ কিলোমিটার। ন্যূনতম ভাড়া ১০ টাকা। মাঝে থাকছে ৬টি স্টেশন, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী।

সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলত। তাই লোকাল ট্রেনের যাত্রী কিংবা শিয়ালদহ অঞ্চল থেকে সল্টলেকের দিকে আসতেন, তাঁদের বাস অটোর ঝক্কি পোহাতে হয়। সেই দিন এবার অতীত। শিলায়দহে লোকাল ট্রেন থেকে নেমে মেট্রো চেপে সোজা সেক্টর ফাইভ বা সল্টলেক। যাত্রাপথের দৈর্ঘ্য ৯ কিলোমিটার। ন্যূনতম ভাড়া ১০ টাকা। মাঝে থাকছে ৬টি স্টেশন, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী।

4 / 6
ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে জানা গিয়েছে, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ভাড়া পড়বে ২০ টাকা। শিয়ালদহ থেকে করুণাময়ী, সেন্ট্রাল পার্ক ও সিটি সেন্টার স্টেশন পর্যন্ত ভাড়া অপরিবর্তিত। বেঙ্গল কেমিক্যাল স্টেশন পর্যন্ত ভাড়া লাগবে ১০ টাকা। 
শিয়ালদহ থেকে সল্টলেক স্টেডিয়াম ও ফুলবাগান পর্যন্ত মেট্রোর ভাড়া ১০ টাকা।

ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে জানা গিয়েছে, সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ভাড়া পড়বে ২০ টাকা। শিয়ালদহ থেকে করুণাময়ী, সেন্ট্রাল পার্ক ও সিটি সেন্টার স্টেশন পর্যন্ত ভাড়া অপরিবর্তিত। বেঙ্গল কেমিক্যাল স্টেশন পর্যন্ত ভাড়া লাগবে ১০ টাকা। শিয়ালদহ থেকে সল্টলেক স্টেডিয়াম ও ফুলবাগান পর্যন্ত মেট্রোর ভাড়া ১০ টাকা।

5 / 6
আপাতত ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। সম্পূর্ণ বাতানকুল আধুনিক সুবিধাযুক্ত কামরা, তার সঙ্গে স্টেশন, এস্কালেটর, শৌচালয়-সহ বিভিন্ন সুবিধা থাকবে।

আপাতত ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। সম্পূর্ণ বাতানকুল আধুনিক সুবিধাযুক্ত কামরা, তার সঙ্গে স্টেশন, এস্কালেটর, শৌচালয়-সহ বিভিন্ন সুবিধা থাকবে।

6 / 6
সোমবার বিকেল ৪টে নাগাদ শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো প্রকল্পের উদ্বোধন। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভার্চুয়ালি প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

সোমবার বিকেল ৪টে নাগাদ শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো প্রকল্পের উদ্বোধন। হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ভার্চুয়ালি প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

Next Photo Gallery
UEFA Women’s EURO Cup 2022: হ্যাটট্রিক করে রেকর্ড গ্রেসের, বড় জয় ফ্রান্সের
Shooting World Cup: শুটিং বিশ্বকাপে ভারতকে সোনা এনে দিলেন অর্জুন বাবুতা