AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Roger Federer: ফেডেক্সের রোলেক্সপ্রীতি…

টেনিস কিংবদন্তি রজার ফেডেরার (Roger Federer) সদ্য অবসর ঘোষণা করেছেন। সুইস তারকার ঘড়ির বিপুল সম্ভারে জায়গা করে নিয়েছে রোলেক্সের বিভিন্ন ঘড়ির কালেকশন।

| Edited By: | Updated on: Oct 05, 2022 | 8:30 AM
Share
টেনিস কিংবদন্তি রজার ফেডেরার সদ্য অবসর ঘোষণা করেছেন। সুইস তারকার ঘড়ির বিপুল সম্ভারে জায়গা করে নিয়েছে রোলেক্সের বিভিন্ন ঘড়ির কালেকশন।

টেনিস কিংবদন্তি রজার ফেডেরার সদ্য অবসর ঘোষণা করেছেন। সুইস তারকার ঘড়ির বিপুল সম্ভারে জায়গা করে নিয়েছে রোলেক্সের বিভিন্ন ঘড়ির কালেকশন।

1 / 5
চলতি বছরের লেভার কাপে রাজা রজার বিদায়ী ম্যাচে খেলেছিলেন। ফেডেক্সের অবসর ম্যাচে তাঁর হাতে ছিল ৭ হাজার ৪০০ ডলারের রোলেক্স এয়ার কিং ঘড়িটি।

চলতি বছরের লেভার কাপে রাজা রজার বিদায়ী ম্যাচে খেলেছিলেন। ফেডেক্সের অবসর ম্যাচে তাঁর হাতে ছিল ৭ হাজার ৪০০ ডলারের রোলেক্স এয়ার কিং ঘড়িটি।

2 / 5
রোলেক্সের স্কাই ডয়েলার থেকে শুরু করে রোলেক্স ডেটজাস্ট ৪১ এমএম ঘড়িও রয়েছে ফেডেরারের ঘড়ির কালেকশনে।

রোলেক্সের স্কাই ডয়েলার থেকে শুরু করে রোলেক্স ডেটজাস্ট ৪১ এমএম ঘড়িও রয়েছে ফেডেরারের ঘড়ির কালেকশনে।

3 / 5
ফেডেরারের বেশ কয়েকটি স্মৃতি বিজড়িত ঘড়ি রয়েছে। সেগুলি হল - রোলেক্স জিএমটি- মাস্টার টু - দ্য ব্যাটম্যান ওয়াচ, রোলেক্স কসমোগ্রাফ ডেটোনা, রোলেক্স ডেটজাস্ট।

ফেডেরারের বেশ কয়েকটি স্মৃতি বিজড়িত ঘড়ি রয়েছে। সেগুলি হল - রোলেক্স জিএমটি- মাস্টার টু - দ্য ব্যাটম্যান ওয়াচ, রোলেক্স কসমোগ্রাফ ডেটোনা, রোলেক্স ডেটজাস্ট।

4 / 5
রোলেক্সের পক্ষ থেকে রজারের বিদায়বেলায় এক হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা দেওয়া হয়েছিল। এক ভিডিয়ো প্রকাশ করেছিল রোলেক্স। তাতে বলা হয়েছিল, "কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো সংখ্যায় প্রকাশ করা যায় না। তিনি শৃঙ্খলার মধ্যেও সৌন্দর্য স্থাপন করেছিলেন। বছরের পর বছর তাঁর খেলাকে সমৃদ্ধ এবং নিখুঁত করে তুলেছিলেন। কোর্টের ভিতরে এবং বাইরে তাঁর সহৃদয় মানসিকতা তাঁকে সবচেয়ে শ্রদ্ধেয় ক্রীড়াবিদদের একজন করে তুলেছে।"

রোলেক্সের পক্ষ থেকে রজারের বিদায়বেলায় এক হৃদয় ছুঁয়ে যাওয়া বার্তা দেওয়া হয়েছিল। এক ভিডিয়ো প্রকাশ করেছিল রোলেক্স। তাতে বলা হয়েছিল, "কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো সংখ্যায় প্রকাশ করা যায় না। তিনি শৃঙ্খলার মধ্যেও সৌন্দর্য স্থাপন করেছিলেন। বছরের পর বছর তাঁর খেলাকে সমৃদ্ধ এবং নিখুঁত করে তুলেছিলেন। কোর্টের ভিতরে এবং বাইরে তাঁর সহৃদয় মানসিকতা তাঁকে সবচেয়ে শ্রদ্ধেয় ক্রীড়াবিদদের একজন করে তুলেছে।"

5 / 5