High Cholesterol: ঘন ঘন পায়ে টান ধরছে? শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়নি তো!

TV9 Bangla Digital | Edited By: megha

Jul 09, 2022 | 8:29 AM

Symptoms: কোলেস্টেরল হল নীরব ঘাতক। যতক্ষণ না বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাচ্ছে সহজে তা ধরা পড়ে না। তবে বেশ কিছু উপসর্গ রয়েছে যা কোনওভাবেই এড়িয়ে চলা উচিত নয়।

1 / 6
শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া মোটেই ভাল লক্ষণ নয়। এতে শরীরে রক্তপ্রবাহে বাধা পায়। আর এখান থেকেই আসে হার্টের নানা সমস্যা। অনেকেই হয়তো জানেন না যে কোলেস্টেরল বাড়লে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বেড়ে যায়।

শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া মোটেই ভাল লক্ষণ নয়। এতে শরীরে রক্তপ্রবাহে বাধা পায়। আর এখান থেকেই আসে হার্টের নানা সমস্যা। অনেকেই হয়তো জানেন না যে কোলেস্টেরল বাড়লে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও বেড়ে যায়।

2 / 6
কিন্তু সমস্যা হল, শরীরে কোলেস্টেরলের মাত্রা যে বাড়ছে সেটা আমরা সহজে বুঝতে পারি না। কোলেস্টেরল হল নীরব ঘাতক। যতক্ষণ না বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাচ্ছে সহজে তা ধরা পড়ে না। তবে বেশ কিছু উপসর্গ রয়েছে যা কোনওভাবেই এড়িয়ে চলা উচিত নয়।

কিন্তু সমস্যা হল, শরীরে কোলেস্টেরলের মাত্রা যে বাড়ছে সেটা আমরা সহজে বুঝতে পারি না। কোলেস্টেরল হল নীরব ঘাতক। যতক্ষণ না বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যাচ্ছে সহজে তা ধরা পড়ে না। তবে বেশ কিছু উপসর্গ রয়েছে যা কোনওভাবেই এড়িয়ে চলা উচিত নয়।

3 / 6
রক্তনালিতে কোলেস্টেরল জমলে রক্ত স্বাভাবিক ভাবে প্রবাহিত হতে পারে না। অনেক সময় পায়ে সঠিক ভাবে অক্সিজেন পৌঁছাতে পারে না। যে কারণে অনেক সময় পায়ের পেশিতে ব্যথাও হয়। এটা কোলেস্টেরলের লক্ষণ।

রক্তনালিতে কোলেস্টেরল জমলে রক্ত স্বাভাবিক ভাবে প্রবাহিত হতে পারে না। অনেক সময় পায়ে সঠিক ভাবে অক্সিজেন পৌঁছাতে পারে না। যে কারণে অনেক সময় পায়ের পেশিতে ব্যথাও হয়। এটা কোলেস্টেরলের লক্ষণ।

4 / 6
আবার অনেক ক্ষেত্রে কোলেস্টেরল পায়ের টেন্ডন লিগামেন্টগুলিতে প্রভাব ফেলে। এর জন্যও পায়ের অসম্ভব যন্ত্রণা শুরু হয়। এই ধরনের ব্যথা উরু বা হাঁটুর নীচে পিছনের দিকে বেশি হয়। হাঁটার সময় ব্যথা আরও বাড়ে।

আবার অনেক ক্ষেত্রে কোলেস্টেরল পায়ের টেন্ডন লিগামেন্টগুলিতে প্রভাব ফেলে। এর জন্যও পায়ের অসম্ভব যন্ত্রণা শুরু হয়। এই ধরনের ব্যথা উরু বা হাঁটুর নীচে পিছনের দিকে বেশি হয়। হাঁটার সময় ব্যথা আরও বাড়ে।

5 / 6
কোলেস্টেরল বাড়লে চাপ পড়ে হার্টের উপর। যেখান থেকে পেরিফেরাল আর্টারি ডিজিজ ( PDA) সম্ভাবনাও বাড়ে। তখন জোরে হাঁটা, দৌড়নো এসব কিছুই করা যায় না। পাশাপাশি শরীরে নানা জটিলতা দেখা দেয়।

কোলেস্টেরল বাড়লে চাপ পড়ে হার্টের উপর। যেখান থেকে পেরিফেরাল আর্টারি ডিজিজ ( PDA) সম্ভাবনাও বাড়ে। তখন জোরে হাঁটা, দৌড়নো এসব কিছুই করা যায় না। পাশাপাশি শরীরে নানা জটিলতা দেখা দেয়।

6 / 6
অনেক সময় চোয়ালে তীব্র ব্যথা হয়। সেক্ষেত্রে খাবার চিবিয়ে খেতেও কষ্ট হয়। হৃৎপিন্ডে রক্ত সঞ্চালন বাধা পেলে তখনই চোয়ালে সমস্যা হয়। চোয়ালের ব্যথা থেকেও পরবর্তীতে বুকে ব্যথা বাড়ে। তাই আগে-ভাগেই সচেতন হন।

অনেক সময় চোয়ালে তীব্র ব্যথা হয়। সেক্ষেত্রে খাবার চিবিয়ে খেতেও কষ্ট হয়। হৃৎপিন্ডে রক্ত সঞ্চালন বাধা পেলে তখনই চোয়ালে সমস্যা হয়। চোয়ালের ব্যথা থেকেও পরবর্তীতে বুকে ব্যথা বাড়ে। তাই আগে-ভাগেই সচেতন হন।

Next Photo Gallery