Blood Sugar Level: ডায়াবেটিসে আক্রান্ত না হয়েও বেড়ে গিয়েছে সুগার লেভেল? কেন ঘটে এমন…
TV9 Bangla Digital | Edited By: megha
Jul 09, 2022 | 8:47 AM
Non-diabetics Patients: ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তে শর্করার মাত্রা যখন-তখন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অনেক সময় এমনও হয়, ডায়াবেটিসে আক্রান্ত না হয়েই দেহে হঠাৎ বেড়ে যেতে পারে শর্করার পরিমাণ।
1 / 6
ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তে শর্করার মাত্রা যখন-তখন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অনেক সময় এমনও হয়, ডায়াবেটিসে আক্রান্ত না হয়েই দেহে হঠাৎ বেড়ে যেতে পারে শর্করার পরিমাণ। চিকিৎসার ভাষায় এই অবস্থাকে ‘হাইপারগ্লাইসেমিয়া’ বলে। এই সমস্যা দেখা দিলে স্ট্রোক ও হৃদ্রোগের আশঙ্কা দেখা দিতে পারে। কিন্তু এই ঘটনা কোন-কোন ক্ষেত্রে দেখা দেয়?
2 / 6
পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অর্থাৎ PCOS, এই সমস্যায় অনেক ক্ষেত্রে বেড়ে যেতে পারে রক্তে শর্করার মাত্রা। এখন বেশিরভাগ মহিলাদের মধ্যেই এই সমস্যা দেখা দেয়। আর এই কারণে হরমোনের ভারসাম্যহীনতাও ঘটে। টেস্টোস্টেরন, ইনস্যুলিন ও সাইটোকাইন ক্ষরণ বেড়ে যায়। একইভাবে ইনসুলিন ক্ষরণও বেড়ে যায়।
3 / 6
ডায়াবেটিস আক্রান্ত না হয়েও বেড়ে গিয়েছে সুগার লেভেল? অত্যধিক মানসিক চিন্তা করেন নিশ্চয়ই। মানসিক চাপ ও উদ্বেগ বাড়িয়ে দেয় কর্টিসোল ও অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণের মাত্রা। এই হরমোনের ভারসাম্য নষ্ট হলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়।
4 / 6
যে কোনও ধরনের সংক্রমণ থেকে অনেক সময় শর্করার মাত্রার উপর প্রভাব ফেলে। সংক্রমণের ফলে কর্টিসোলের ক্ষরণ বৃদ্ধি পায়। এই হরমোনের জন্য ইনসুলিন রক্ত থেকে অতিরিক্ত শর্করা হ্রাস করার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে বেড়ে যায় শরীরে সুগার লেভেল।
5 / 6
অনেক ক্ষেত্রে বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে। ডোপামাইন, নর-এপিনেফ্রিনযুক্ত ওষুধ বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে ব্যবহৃত ওষুধ শরীরে নানা প্রভাব ফেলে। তারই পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রক্তে আচমকা বেড়ে যেতে পারে শর্করার পরিমাণ।
6 / 6
ওবেসিটি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ। ডায়াবেটিস না থাকলেও আপনার ওজন তুলনামূলক বেশি হয় তখন এটা ইনসুলিনের কার্যকারিতার উপর প্রভাব ফেলে। তখন হঠাৎ করে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে কিংবা কমে যেতে পারে।