TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Feb 05, 2023 | 7:19 PM
রাত পোহালেই বিয়ের পিঁড়িতে কিয়ারা-সিদ্ধার্থ। গালা বিয়ের আসর, তবে সেই বিয়ের পরই কোনও রোম্যান্টিক হানিমুনের আয়োজন থাকছে না। ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ বেশ সুন্দর করে পরিকল্পনা করেছিলেন হানিমুনের।
কিন্তু কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা আলিয়া ভাট ও রণবীর কাপুরের পথেই হাঁটলেন। তাঁদের কথায় বিয়ের পর কোনও হানিমুন নয়। সূত্রের খবর অনুযায়ী এমনই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
কারণ, দুজনেরই হাতে বর্তমানে কাজের চাপ। একের পর এক ছবির কাজ করে চলেছেন কিয়ারা আডবাণী। সিদ্ধার্থও ব্যস্ত রয়েছেন তাঁর ওটিটির কাজ নিয়ে।
সেই সূত্রেই কিয়ারা ও ভিকি দুজনেই বিয়ের পর ফিরবেন সেটে। তবে এখন নজরে কেবলই তাঁদের বিয়ের খবর। ভাইরাল হয়েছে ইতিমধ্যে মেনুও। তালিকায় কী কী আছে জানেন?
কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের সব খবর নেটপাড়ায় ভাইরাল। এবার ফাঁস হল মেনু। থাকছে রাজস্থানের সাবেকি নানান পদ। সঙ্গে অতিথিদের জন্য থাকবে চাইনিজ, জাপানিজ, ইটালিয়ান, আফগানি কাবাব, মোগলাই খানাও।
পঞ্জাবের স্পেশ্যাল মাকাইয়ের রুটি, সরষো কা শাকও বাদ পড়েনি লিস্ট থেকে। সঙ্গে থাকছে লাড্ডু থেকে রাবড়ি, ক্ষীর থেকে সোহন হালুয়া।