Bangla News Photo gallery Since 2009, in 27 home bilateral series that India have played, they won 24 matches and makes a record
Team India: ঘরের মাঠে ওডিআই সিরিজে মেন ইন ব্লুর জয়ের রেকর্ড
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 25, 2023 | 10:59 PM
ODI: ওডিআই বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার (Team India) প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ঘরের মাঠে নতুন বছরে পর পর দুটো ওডিআই সিরিজ জিতল টিম ইন্ডিয়া। তার সঙ্গেই মেন ইন ব্লু ঘরের মাঠে ওডিআই সিরিজ জয়ের দিক থেকে রেকর্ড গড়েছে।
1 / 8
২০০৯ সালের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে এসে টিম ইন্ডিয়াকে ওডিআই সিরিজে ৪-২ ব্যবধানে হারিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। এর পর থেকে দেশের মাটিতে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে ভারত দুরন্ত পারফর্ম করেছে। (ছবি-বিসিসিআই টুইটার)
2 / 8
২০০৯ সালে ভারতের মাটিতে ওডিআই সিরিজে হারার পর মোট ২৭টি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ খেলেছে মেন ইন ব্লু। যার মধ্যে ২৪টি সিরিজে জিতেছে টিম ইন্ডিয়া এবং ৩টি সিরিজে হেরেছে। (ছবি-বিসিসিআই টুইটার)
3 / 8
২০০৯-২০২৩ সালের মধ্যে দেশের মাটিতে যে তিনটি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে ভারত হেরেছে সেগুলি হল - ক) পাকিস্তানের কাছে ২-১ ব্যবধানে (২০১২-২৩), দক্ষিণ আফ্রিকার কাছে ৩-২ ব্যবধানে (২০১৫-১৬) এবং অস্ট্রেলিয়ার কাছে ৩-২ ব্যবধানে (২০১৮-১৯)। (ছবি-বিসিসিআই টুইটার)
4 / 8
২০০৯ সালের পর থেকে ভারত দেশের মাটিতে যে ২৭টি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ খেলেছে তার মধ্যে ৭৩টি ম্যাচে জয় এসেছে ভারতের ঝুলিতে এবং ২৮টি ম্যাচে হেরেছে টিম ইন্ডিয়া (টাই ১, অমীমাংসিত ২)। (ছবি-বিসিসিআই টুইটার)
5 / 8
২০২৩ সালে দাসুন শানাকার শ্রীলঙ্কার পর টম ল্যাথামের নিউজিল্যান্ডকে ওডিআই সিরিজে হারিয়েছে ভারত। (ছবি-বিসিসিআই টুইটার)
6 / 8
সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ওডিআই সিরিজে হারিয়েছে ভারত। ২০১৯ সালের ১৫ ডিসেম্বরের পর, ভারত দেশের মাটিতে টানা ৭টি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ জিতল। (ছবি-বিসিসিআই টুইটার)
7 / 8
২০১৯ সাল থেকে ভারতের মাটিতে টিম ইন্ডিয়ার কাছে ৭টি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে হেরেছে যে দলগুলি সেগুলি হল - ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। (ছবি-বিসিসিআই টুইটার)
8 / 8
২০১৯ সাল থেকে দেশের মাটিতে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে ৩-০ ব্যবধানে ভারতের কাছে হেরেছে যে দলগুলি, সেগুলি হল - ওয়েস্ট ইন্ডিজ (২০২১-২২), শ্রীলঙ্কা (২০২৩) ও নিউজিল্যান্ড (২০২৩)। (ছবি-বিসিসিআই টুইটার)