Monsoon Skin Allergy: বর্ষায় বাড়ে ত্বকের অ্যালার্জি, প্রথমেই দাম নিয়ে ওষুধ না কিনে কাজে লাগান এই ঘরোয়া টোটকা!

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jul 14, 2022 | 9:57 AM

Rain Allergy Treatment: রোজ জলে নিমপাতা ফেলে স্নান করুন। উপকার পাবেন...

1 / 5
বর্ষায় বাড়ে যে কোনও সমস্যাই। পেট খারাপ, জ্বর, সর্দি-কাশি এসব লেগেই রয়েছে। সেই সঙ্গে ফের বাড়তে শুরু করেছে কোভিডের প্রকোপও। বৃষ্টিতে বাড়িয়ে থেকে বেরিয়ে অফিসে যাওয়ার পথে অনেকেই ভিজে যাচ্ছেন। সেই ভেজা জামা শুকোচ্ছে গায়েই।  এতে বাড়ছে সমস্যা। বৃষ্টির জলের মধ্যে মিশে থাকে নানা রকম অ্যাসিড। যে কারণে বৃষ্টির জল গায়ে পড়লে ত্বকের সমস্যাও হয়।

বর্ষায় বাড়ে যে কোনও সমস্যাই। পেট খারাপ, জ্বর, সর্দি-কাশি এসব লেগেই রয়েছে। সেই সঙ্গে ফের বাড়তে শুরু করেছে কোভিডের প্রকোপও। বৃষ্টিতে বাড়িয়ে থেকে বেরিয়ে অফিসে যাওয়ার পথে অনেকেই ভিজে যাচ্ছেন। সেই ভেজা জামা শুকোচ্ছে গায়েই। এতে বাড়ছে সমস্যা। বৃষ্টির জলের মধ্যে মিশে থাকে নানা রকম অ্যাসিড। যে কারণে বৃষ্টির জল গায়ে পড়লে ত্বকের সমস্যাও হয়।

2 / 5
সবচেয়ে বেশি সমস্যা হয় জমা জল তেকে। এখান থেকে যেমন মশা বাহিত রোগের উপদ্রব বাড়ে তেমনই এই নোংরা জল পায়ে লাগলেই স্কিন অ্যালার্জি হয়। পা জ্বালা করে, চামড়া হয়ে যায়, কিছু ক্ষেত্রে ভীষণ রকম চুলকানিও থাকে। এর সঙ্গে বর্ষা পড়লেই বাড়ে ব্যাকটেরিয়ার উপদ্রব। ফলে ত্বকে ফুসকুড়ি, অ্যালার্জি লেগেই থাকে। ব্রণর সমস্যাও বাড়ে এই সময়ে।

সবচেয়ে বেশি সমস্যা হয় জমা জল তেকে। এখান থেকে যেমন মশা বাহিত রোগের উপদ্রব বাড়ে তেমনই এই নোংরা জল পায়ে লাগলেই স্কিন অ্যালার্জি হয়। পা জ্বালা করে, চামড়া হয়ে যায়, কিছু ক্ষেত্রে ভীষণ রকম চুলকানিও থাকে। এর সঙ্গে বর্ষা পড়লেই বাড়ে ব্যাকটেরিয়ার উপদ্রব। ফলে ত্বকে ফুসকুড়ি, অ্যালার্জি লেগেই থাকে। ব্রণর সমস্যাও বাড়ে এই সময়ে।

3 / 5
ত্বকে অ্যালার্জি বা ব্রণ হলে ত্বক শুধু খারাপ হয় না। সেই সঙ্গে কালো ছোপও পড়ে যায়। মুখে দাগ-ছোপ দেখতে মোটেই ভাল লাগে না। তবে চিকিৎসকের  কাছে কবে যাবেন কবে ওষুধ লাগাবেন সেই ভরসার না থেকে আগেই কাজে লাগান এই সব ঘরোয়া টোটকা।

ত্বকে অ্যালার্জি বা ব্রণ হলে ত্বক শুধু খারাপ হয় না। সেই সঙ্গে কালো ছোপও পড়ে যায়। মুখে দাগ-ছোপ দেখতে মোটেই ভাল লাগে না। তবে চিকিৎসকের কাছে কবে যাবেন কবে ওষুধ লাগাবেন সেই ভরসার না থেকে আগেই কাজে লাগান এই সব ঘরোয়া টোটকা।

4 / 5
টি-ট্রি অয়েল এক্ষেত্রে খুব ভাল কাজ করে। ব্রণ থেকে মুক্তি দেয় এই অয়েল। এর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের অ্যালার্জি প্রতিরোধ করে।

টি-ট্রি অয়েল এক্ষেত্রে খুব ভাল কাজ করে। ব্রণ থেকে মুক্তি দেয় এই অয়েল। এর মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের অ্যালার্জি প্রতিরোধ করে।

5 / 5
অ্যাপেল সাইডার ভিনিগার সাধারণত ওজন কমাতে ব্যবহার করা হয়। তবে স্কিনকেয়ারেও কিন্তু এই ভিনিগার ভাল কাজ করে। ত্বকে জ্বালা, চুলকানি হলে এই ভিনিগার সামান্য জলের সঙ্গে মিশিয়ে লাগান। উপকার পাবেন। সবথেকে ভাল যদি গরম জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করেন।

অ্যাপেল সাইডার ভিনিগার সাধারণত ওজন কমাতে ব্যবহার করা হয়। তবে স্কিনকেয়ারেও কিন্তু এই ভিনিগার ভাল কাজ করে। ত্বকে জ্বালা, চুলকানি হলে এই ভিনিগার সামান্য জলের সঙ্গে মিশিয়ে লাগান। উপকার পাবেন। সবথেকে ভাল যদি গরম জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করেন।

Next Photo Gallery