Skin Care: জানেন কি ত্বকের ওপর দুর্দান্ত কাজ করে আমন্ড!

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 31, 2021 | 3:39 PM

আমন্ড খেলে শরীরে কী ইতিবাচক প্রভাব পড়ে তা কম-বেশি আমরা সকলেই জানি। কিন্তু জানেন কি, আমন্ড ত্বকের ওপরও প্রভাব ফেলতে কার্যকরী। আমন্ড খেলে তো তার প্রভাব ত্বকের ওপরও পড়বে। যদি আমন্ড ত্বকের ওপর প্রয়োগ করেন তাহলে তার প্রভাব দেখে চমকে যাবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক, ত্বকের ওপর আমন্ডের কার্যকারীতা সম্পর্কে।

1 / 7
আমন্ড ত্বককে উজ্জ্বল করে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে দেয়।

আমন্ড ত্বককে উজ্জ্বল করে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে দেয়।

2 / 7
বয়সের সঙ্গে তার চাপ ত্বকের ওপরও পড়ে। ত্বকের বাধ্যক প্রতিরোধ করতে সক্ষম আমন্ড।

বয়সের সঙ্গে তার চাপ ত্বকের ওপরও পড়ে। ত্বকের বাধ্যক প্রতিরোধ করতে সক্ষম আমন্ড।

3 / 7
চোখের তলায় ডার্ক সার্কেল নিয়ে চিন্তিত? প্রতিদিন আমন্ড বেটে চোখের তলায় লাগান, এতে দূর হয়ে যাবে ডার্ক সার্কেল।

চোখের তলায় ডার্ক সার্কেল নিয়ে চিন্তিত? প্রতিদিন আমন্ড বেটে চোখের তলায় লাগান, এতে দূর হয়ে যাবে ডার্ক সার্কেল।

4 / 7
ত্বক থেকে সূর্যের ট্যান তুলতে ব্যবহার করুন আমন্ড অয়েল। আমন্ডের তেল ত্বকের ট্যান তুলতে সহায়ক।

ত্বক থেকে সূর্যের ট্যান তুলতে ব্যবহার করুন আমন্ড অয়েল। আমন্ডের তেল ত্বকের ট্যান তুলতে সহায়ক।

5 / 7
ত্বকে ব্রণর সমস্যা থাকলে তাও দূর করতে সহায়ক আমন্ড। ত্বকের ওপর আমন্ডের প্রলেপ বা তেল দুটোই ব্যবহার করতে পারেন।

ত্বকে ব্রণর সমস্যা থাকলে তাও দূর করতে সহায়ক আমন্ড। ত্বকের ওপর আমন্ডের প্রলেপ বা তেল দুটোই ব্যবহার করতে পারেন।

6 / 7
ব্রণ সমস্যা মেটাতে তো সহায়ক আমন্ড, তার সঙ্গে ব্ল্যাকহেড এবং হোয়াইটহেডসের সমস্যাও দূর করে আমন্ড।

ব্রণ সমস্যা মেটাতে তো সহায়ক আমন্ড, তার সঙ্গে ব্ল্যাকহেড এবং হোয়াইটহেডসের সমস্যাও দূর করে আমন্ড।

7 / 7
মুখের যেকোনও দাগ এবং ডেড বা মরা কোষ কে দূর করতেও সাহায্য করে আমন্ড।

মুখের যেকোনও দাগ এবং ডেড বা মরা কোষ কে দূর করতেও সাহায্য করে আমন্ড।

Next Photo Gallery