Skin Care: জানেন কি ত্বকের ওপর দুর্দান্ত কাজ করে আমন্ড!
আমন্ড খেলে শরীরে কী ইতিবাচক প্রভাব পড়ে তা কম-বেশি আমরা সকলেই জানি। কিন্তু জানেন কি, আমন্ড ত্বকের ওপরও প্রভাব ফেলতে কার্যকরী। আমন্ড খেলে তো তার প্রভাব ত্বকের ওপরও পড়বে। যদি আমন্ড ত্বকের ওপর প্রয়োগ করেন তাহলে তার প্রভাব দেখে চমকে যাবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক, ত্বকের ওপর আমন্ডের কার্যকারীতা সম্পর্কে।