Bangla News Photo gallery Some lesser known facts of Zimbabwe batter Sikandar Raza who hits century against India in 3rd ODI
Sikandar Raza: পাকিস্তানে জন্ম, চেয়েছিলেন পাইলট হতে; জিম্বাবোয়ে ব্যাটার রাজার জীবনটাই ওলটপালট
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 24, 2022 | 4:26 PM
দল জিততে পারেনি ঠিকই, তবে শতরান হাঁকিয়ে লাইমলাইট কেড়ে নিয়েছেন জিম্বাবোয়ের ক্রিকেটার সিকান্দার রাজা। নাম শুনেই আন্দাজ করা যায়, পূর্বপুরুষদের উপমহাদেশের সঙ্গে যোগাযোগ রয়েছে।
1 / 5
দল জিততে পারেনি ঠিকই, তবে শতরান হাঁকিয়ে লাইমলাইট কেড়ে নিয়েছেন জিম্বাবোয়ের ক্রিকেটার সিকান্দার রাজা। নাম শুনেই আন্দাজ করা যায়, পূর্বপুরুষদের উপমহাদেশের সঙ্গে যোগাযোগ রয়েছে। (ছবি:টুইটার)
2 / 5
১৯৮৬ সালে পাকিস্তানের উত্তর-পূর্বে জন্ম রাজার। ২০০২ সালে পরিবারের সঙ্গে জিম্বাবোয়ে চলে আসেন। ৯ বছর লেগে যায় নাগরিকত্ব পেতে। ২০১১ সালে জিম্বাবোয়ের নাগরিকত্ব পায় রাজার পরিবার।(ছবি:টুইটার)
3 / 5
কম বয়স থেকেই আকাশ খুব টানত। সিকান্দার স্বপ্ন দেখেছিলেন, নীল আকাশের বুক চিরে সাঁ সাঁ করে প্লেন ওড়াবেন। পাকিস্তানের এয়ারফোর্স স্কুলে পড়াশোনা করেন। দৃষ্টি পরীক্ষায় ফেল হওয়ায় পাইলট হওয়ার স্বপ্ন বিসর্জন দিতে হয়।(ছবি:টুইটার)
4 / 5
সিকান্দার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তে ক্রিকেটের প্রতি নেশা জন্মায়। ২০০৭ সালে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন। ২০১০-১১ সালে পড়াশোনা শেষ হওয়ার আগেই ঠিক করে নিয়েছিলেন পেশাদার ক্রিকেটার হবেন।(ছবি:টুইটার)
5 / 5
বিশ্ব ক্রিকেটে সিকান্দার রাজার পরিচয় হয় ভারতের বিরুদ্ধে ম্যাচে। ২০১৩ সালে ভারতের জিম্বাবোয়ে সফরে ৮২ রান করেছিলেন। সেটি ছিল কেরিয়ারের চতুর্থ ওয়ানডে ম্যাচ। ধারাবাহিকতা সিকান্দারের আরও একটি পরিচয়। (ছবি:টুইটার)